"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ || শেয়ার করো তোমার তৈরি ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এবারের কনটেস্টের বিষয় হচ্ছে ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি। গতকাল ছিলো ঈদের দিন। এই দিনে প্রত্যেকটি মুসলিম পরিবারে বিভিন্ন রকম খাবার দাবার রান্না করা হয়। সেই সাথে বিভিন্ন রকম পানিয়ের ব্যবস্থা থাকে। কেউ নানা রকমের শরবত তৈরি করেন আবার কেউ বিভিন্ন রকমের ফলের জুস। যেগুলো এই প্রচন্ড গরমে শরীর এবং মনে প্রশান্তি এনে দেয়। আবহমান কাল থেকেই এই বাংলায় শরবত খাওয়ার প্রচলন ছিলো। সেই ধারা এখনো চলমান। এটা আপনি শহরের বিভিন্ন জুসবার এবং রাস্তার পাশের শরবতের দোকানগুলি দেখলেই বুঝতে পারবেন। এই গরমের ভেতরে সেই সমস্ত দোকানে লোকজনের ভিড় আপনাকে তাদের জনপ্রিয়তাটা বুঝিয়ে দেবে। তো এবারে আপনারা তৈরি হয়ে যান আপনাদের সব ইউনিক শরবত বা জুসের রেসিপি নিয়ে। আমার বাংলা ব্লগের ইউজাররা এই কাজে যথেষ্ট পারদর্শি। আমরা অতীতেও বিভিন্ন রকমের কনটেস্টের দুর্দান্ত সব এন্ট্রি দেখতে পেয়েছি। এবারও আশা করি তার ব্যতিক্রম হবে না।
নির্দেশিকাঃ
প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না।
শরবতের জায়গায় কোন ডেজার্ট এর রেসিপি গ্রহণযোগ্য হবে না। আপনার রেসিপিটি এমন হতে হবে যেটা দেখে আমাদের কাছে শরবত অথবা ফলের জুস মনে হয়।
অংশগ্রহনের সময়সীমা ১৮ এপ্রিল , ২০২৪ সকাল ৮ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-56, #recipe এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ
ID | Designation |
---|---|
@rme | Founder |
@blacks | Co-Founder |
@rupok | Moderator |
@alsarzilsiam | Moderator |
@kingporos | Moderator |
@tangera | Moderator |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@narocky71/4h2tqs
১ নং এন্ট্রি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় ইউনিক ইউনিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সেই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়।তাই এই প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারী হিসেবে নিজের নামটি লেখানোর চেষ্টা করব ইন-সা-আল্লাহ।
আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আমাদের মাঝে আয়োজন করার জন্য । প্রচুর ইউনিক শরবত রেসিপি দেখতে পাবো।সকলের জন্য শুভকামনা রইল। অবশ্যই অংশগ্রহণ করব এটাতে ।
আমার বাংলা ব্লগের ৫৬ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে ঈদের সময় আমরা বিভিন্ন রকমের সরবত রেসিপি তৈরি করে থাকি। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিছু ইউনিক ইউনিক শরবতকে রেসিপি দেখতে পাবো। আশা করছি প্রতিযোগিতাটি অনেক ভালো হবে।এই প্রতিযোগিতা শেয়ার করে জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রতিবারের মতো আমার বাংলা ব্লগে এবারও দারুন একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। এবারের কনটেস্ট এর বিষয়বস্তুটি আমার কাছে খুবই ভালো লেগেছে । গরমে এক গ্লাস শরবত হলে আসলেই প্রাণ জুড়িয়ে যায়। ঈদকে ঘিরে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।
আমার বাংলা ব্লগের ৫৬ তম প্রতিযোগিতায় দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর এই প্রতিযোগিতাটি একদম ইউনিক এবং অনেক ভালো লেগেছে। কারণ ঈদের সময় আমরা বিভিন্ন রকমের শরবত তৈরি করে থাকি। আশা করছি এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব।
সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।শরবত বা ফলের জুসের রেসিপি প্রতিযোগিতা দেখে খুব খুশি হলাম। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে এই প্রতিযোগিতায় ভালো কিছু নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে।
সত্যি ঈদ মানে আনন্দ। ঈদ আমাদের জন্য অনেক বেশি খুশি বয়ে আনে। আর এই খুশিতে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে বেশি পছন্দ করি। তাই জন্য এবারে এত সুন্দর একটা রেসিপির আয়োজন করেছেন দেখে বেশি ভালো লাগলো। আমিও চেষ্টা করব ইউনিক একটা রেসিপি উপস্থাপন করার। সবার কাছ থেকে নিশ্চয়ই এবার ইউনিক সব রেসিপিগুলো দেখতে পারবো।
অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। আশা করি এবার আমরা অনেক সুস্বাদু ফলের জুস দেখতে পারবো এই কনটেস্টের মাধ্যমে। ইনশাল্লাহ আমিও অংশগ্রহণ করবো। সুন্দর এই আয়োজন করার জন্য ধন্যবাদ।