প্রতিযোগিতা-৫৬ নারিকেলের ডাব, পেয়ারা, শসা, কলা এবং লেবুর সমন্বয়ে তৈরি শরবত।

in আমার বাংলা ব্লগ5 months ago

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ নারিকেলের ডাব, পেয়ারা, শসা, কলা এবং লেবুর সমন্বয়ে তৈরি শরবত রেসিপি

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240413_120202.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। তবে আজকের রেসিপিটার জন্য আমাদের প্রিয় রূপক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে বর্তমানে ঈদের আমেজ এখনো শেষ হয়নি। তাছাড়া চলছে প্রচন্ড গরম। আর এই গরমে কিন্তু শরবতের রেসিপি হলে একদমই চলে যাবে।

20240413_120154.jpg

তাই জন্য তখনই এবারের রেসিপিটা দেখলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও এর আগে একবার জুস রেসিপি প্রতিযোগিতায় ও জয়েন করেছিলাম। এবারে আবারো এই প্রতিযোগিতা টা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই প্রতিযোগিতার জন্য আমি কয়েকটা ফল পছন্দ করে নিলাম। এরমধ্যে নারিকেলের ডাব, পেয়ারা, শসা, কলা, লেবু এই উপকরণগুলো বেছে নিলাম। নারিকেলের ডাব আমার অতি পছন্দের। তার সাথে কোন উপকরণ গুলো বেশ ভালো লাগে। তাছাড়া এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী।

তাই জন্য আছি আমি এইসব উপকরণ গুলো দিয়ে রেসিপি টা তৈরি করার চেষ্টা করেছি। খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অনেকগুলো ফলের সমন্বয়ে করাতে অনেক ভালো লেগেছে। তাছাড়া নারিকেলের দাও দেওয়াতে টেস্ট আরো বেশি মজা লেগেছে। আশাকরি আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে।

20240413_120012.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
ডাব১ টা
পেয়ারা১ টা
কলা২ টা
শসা১ টা
লেবু১ টা
চিনি২ চামচ
লবনপরিমাণমতো

IMG_20240414_202828.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি ডাবটাকে কেটে নিলাম।

IMG_20240414_202531.jpg

ধাপ 2️⃣

এরপর ডাবের পানি এবং ডাবের শ্বাস নিয়ে নিলাম।

IMG_20240414_202545.jpg

ধাপ 3️⃣

এরপর আমি শসাটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি।

IMG_20240414_202559.jpg

ধাপ 4️⃣

এরপরে আমি লেবু এবং পেয়ারা টাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি।

IMG_20240414_202615.jpg

ধাপ 5️⃣

এরপরে আমি কলাটাকেও ছোট টুকরো করে কেটে নিলাম। এভাবে আমি সবগুলো ফল কেটে নিয়েছি।

IMG_20240414_202629.jpg

ধাপ 6️⃣

প্রথমে আমি ব্লেন্ডারের জাগে পেয়ারা এবং শসার টুকরো গুলো নিয়ে নিলাম।

IMG_20240414_202651.jpg

ধাপ 7️⃣

এরপরে আমি এখানে কলা এবং লেবুর টুকরা দিয়ে দিলাম।

IMG_20240414_202718.jpg

ধাপ 8️⃣

এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাবের পানি।

IMG_20240414_202737.jpg

ধাপ 9️⃣

এরপরে এরমধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং লবণ।

IMG_20240414_202748.jpg

ধাপ 1️⃣0️⃣

সবগুলো উপকরণ একসাথে দেওয়া শেষ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম।

IMG_20240414_202804.jpg

ফাইনাল আউটপুট

এরপরে এখানে আমি পরিবেশন করলাম।

20240413_115917.jpg

20240413_115647.jpg

20240413_120202.jpg

20240413_120206.jpg

20240413_115606.jpg

20240413_115615.jpg

20240413_120012.jpg

20240413_120154.jpg

20240413_115645.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 5 months ago 

আলাদা আলাদা করে কলা লেবু পেয়ারা এর জুস খেয়েছি। কিন্তু সবগুলো একসঙ্গে করে এভাবে জুস তৈরি করে কখনো খাওয়া হয়নি। বেশ ইউনিক ছিল জুস টা। দারুণ তৈরি করেছেন। দেখতেও বেশ চমৎকার লাগছে। তবে এটা খেয়ে না দেখতে পারলে বোঝা যাবে না। সুন্দর ছিল আপনার শরবত রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার তৈরি করার শরবত রেসিপি আপনার কাছে চমৎকার এবং ইউনিক লেগেছে শুনে ভালো লাগলো।

 5 months ago 

এই গরমে এই ধরনের শরবতরে রেসিপি একদম পারফেক্ট। আজকে আপনি বিভিন্ন ধরনের ফল এবং ডাব দিয়ে দারুন একটা শরবত রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার চিন্তাভাবনার সত্যিই প্রশংসা করতে হয়। এই ধরনের চিন্তাভাবনামূলক কর্মকাণ্ড অনেক ভালো লাগে। আজকের শরবত রেসিপি বেস্ট সেটা ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন গরমের সময় এই শরবত একেবারে পারফেক্ট।

 5 months ago 

যে গরম পরেছে শরবত না খেলে উপায় নেই! শরীর একদম দূর্বল হয়ে যায়। তবে আপনি পেয়ারা, ডাব, কলার কম্বিনেশন এ ইউনিক একটি শরবতের রেসিপি তৈরি করেছেন। আমার মনে হয় এটার স্বাদটাও অন্যরকম হয়েছে। এমন শরবত খেতে পারলে শরীর একদম ঠান্ডা হয়ে যাবে।

 5 months ago 

হ্যাঁ ভাই এটার স্বাদ আলাদা হয়েছিল, আর খেতে অনেক ভালো লেগেছে।

 5 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। গরমের সময় যে কোন শরবত ভীষণ ভালো লাগে। নারিকেলের ডাব শসা কল এবং লেবুর সমন্বয়ে আপনি যে শরবত তৈরি করেছেন, এই শরবতের রেসিপি দেখে বোঝা যায় খেতে কতটা সুস্বাদু হয়েছে। এত চমৎকার ভাবে বিভিন্ন ফলের সমন্বয়ে শরবত বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

ঠিক বলেছেন গরমের সময় যে কোন শরবত খেতে ভালো লাগে।

 5 months ago 

অনেকগুলো আইটেম একসাথে করে জুস রেসিপি তৈরি করেছেন নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হবে বিশেষ করে নারকেল আর ডাব যুক্ত করায় গরমের সময় বেশি উপকারে আসবে। ভিন্ন ধরনের এই শরবত রেসিপিটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

হ্যাঁ নারকেলের ডাব যুক্ত করাতে বেশি উপকার আসবে।

 5 months ago 

এখন প্রচন্ড গরম পড়ছে। আর গরমে এমন ঠান্ডা শরবত হলে আর কিছুই লাগে না। আপনি কয়েকটি ফলের সমন্বয়ে দারুণ একটা শরবত তৈরি করেছেন।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

হ্যাঁ শরবত অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমার ফ্যামিলির সবাই খুব মজা করে খেয়েছে।

 5 months ago 

আপনি অনেক সুন্দর একটি শরবত রেসিপি তৈরি করেছেন।
আপনার রেসিপিটি সত্যি প্রশংসনীয়।
আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।
আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ভাইয়া।

 5 months ago 

এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ দেখে ভালো লেগেছে শুনে খুশি হলাম। প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

অনেকগুলো উপাদানের সমন্বয় তৈরি করেছেন দেখে বেশ ভালো লেগেছে। আপনার এই জুস তৈরি করে দেখে আমি মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। বিভিন্ন ফল দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। ঠিক অধিক পরিমাণ ফলে সমন্বয়ে তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 5 months ago 

হ্যাঁ শরবত বিভিন্ন ফল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে।

 5 months ago 

প্রথমেই শুভকামনা জানায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ডাব, পেয়ারা, শসা, কলা এবং লেবুর সমন্বয়ে তৈরি শরবত দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। ডাবের শরবত খেয়েছি কিন্তু এমন ভাবে শসা পলা এবং লেবু সমন্বয়ে তৈরি শরবত খাইনি। একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখব কেমন লাগে খেতে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এরকম ভাবে তৈরি করে খাইনি এই প্রথমবার খেলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30