বন্ধু ফেরদৌসের সাথে সামরিক বাহিনী জাদুঘর দর্শন (তৃতীয় পর্ব)।

in আমার বাংলা ব্লগ7 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পূর্ববর্তী পর্বের লিংক


আমরা মিউজিয়ামের প্রথম অংশ ভ্রমণের পরে অপর একটি অংশে প্রবেশ করলাম। সেখানে দেখতে পেলাম বাংলাদেশের উল্লেখযোগ্য যত অগ্রগতি হয়েছে গত বেশ কিছু বছরে তার কিছু রেপ্লিকা সহ আরো কিছু জিনিসপত্রের প্রতিকৃতি সেখানে রাখা হয়েছে। দেশ আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটার একটা ধারণা দেয়ার জন্যই সম্ভবত বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। যদিও উন্নয়নের যে চেহারাটা আমাদের দেখানো হয় সেটার সাথে আমি পুরোপুরি একমত না। তারপরও স্বীকার করতে হবে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে বেশ উন্নতি হয়েছে। যদিও এর পেছনে যে বিকুল অংকের টাকা খরচ করা হয়েছে সেটা রীতিমত অবিশ্বাস্য।

IMG_20231202_122922.jpg

IMG_20231202_122909.jpg

থাক আজকে আর সেসব বিষয়ে কিছু বলবো না। আমরা সেই অংশ প্রবেশ করে দেখতে পেলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। শুনতে পাই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে নাকি সবমিলিয়ে প্রায় ৫০০০ কোটি টাকার মতো খরচ হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত যখন নেয়া হয় তখন ব্যাপারটা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম। কিন্তু যখন দেখতে পেলাম অন্যান্য দেশের সাথে এই প্রকল্পে আমাদের খরচের পরিমান অসম্ভব রকমের বেশি। তখন বিষয়টা আসলেই খারাপ লেগেছিলো। যাইহোক তারপরেও মনে করেছিলাম বাংলাদেশের এই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের মানুষজন অনেক উপকৃত হবে। বিশেষ করে আবহাওয়ার অগ্রিম সতর্কতা পাওয়ার কারণে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকতে পারবো। কিন্তু বাস্তবে সেটা হয়নি।


IMG_20231202_122755.jpg

IMG_20231202_122732.jpg

স্যাটেলাইটের পরে দেখতে পেলাম ডেমু ট্রেন এর প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। তারপরে দেখতে পেলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী নৌকা সাম্পানের প্রতিকৃতি। বাংলাদেশের প্রাচীন ইতিহাসের সাথে এই সাম্পান ওতপ্রোতভাবে জড়িত। তবে দিনে দিনে নৌযান গুলোর আধুনিকায়নের মাধ্যমে একসময় হয়তো সাম্পান আর খুব বেশি দেখা যাবে না। তখন পরবর্তী প্রজন্মের ছেলেপেলেরা এগুলো দেখে সাম্পান সম্বন্ধে ধারণা নিতে পারবে। তারপর আরো একটি কাঠের নৌকার প্রতিকৃতি দেখতে পেলাম। যেটি প্রাচীন আমলে হয়তো ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার করা হোতো। তারপরে কিছু ব্যাচের মত দেখতে পেয়েছি। তবে এগুলো ঠিক কি কাজের জন্য বা কোথায় ব্যবহার করা হতো সেটা আমি খুব একটা ভালো বুঝতে পারিনি।


IMG_20231202_122810.jpg

IMG_20231202_122709.jpg

তারপর দেখতে পেলাম একটি সেলফ প্রোপেলড আর্টিলারি। এটা এক ধরনের দীর্ঘ পাল্লার কামান। যেটা একটা ট্রাকের উপর স্থাপন করা হয়। একটা সময় ছিলো কামানগুলো অন্য একটি গাড়ির মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হতো এক স্থান থেকে অন্য স্থানে। তবে বর্তমান সময়ের যুদ্ধে এই ধরনের কামানের ব্যবহার বেশি দেখা যায়। যদিও এগুলো বেশ ব্যয়বহুল। তারপরেও এগুলো যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা অনেক সহজ। এই সেলফ প্রোপেলড আর্টিলারি ব্যবহার করতে খুব বেশি জনবলের প্রয়োজন হয় না। তার একটু পাশেই দেখতে পেলাম একটি বাঘের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি। তবে সেটা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ প্রতিকৃতিটা যিনি তৈরি করেছেন তার দক্ষতার ঘাটতি রয়েছে আমার কাছে এমনটা মনে হয়েছে।


IMG_20231202_122644.jpg

IMG_20231202_122615.jpg

আমরা সেই অংশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে নিচে তাকিয়ে দেখতে পেলাম একটি জায়গায় বঙ্গবন্ধুর একটি ছোটো আকারের প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। সেই প্রতিকৃতিটা মোটামুটি সুন্দর ছিলো। তার একটু পরেই দেখতে পেয়েছিলাম সেখানে একটি প্রাচীন আমলের ব্যবহৃত তলোয়ার এবং কুড়াল রাখা ছিলো। এগুলো সম্ভবত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হোতো। তলোয়ারটি একটি কারুকার্য খচিত খাপের ভেতরে রাখা ছিলো। দেখে মনে হচ্ছিলো তলোয়ারটা কোন উচ্চপদস্থ লোকজন ব্যবহার করতো। (চলবে)

IMG_20231202_122522.jpg

IMG_20231202_122503.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানঢাকা, আগারগাঁও

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার বন্ধু ফেরদৌসের সাথে সামরিক বাহিনী জাদুঘর ভ্রমণের তৃতীয় পর্ব। আসলে আপনার এই পোস্টটি পড়ে ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সেখানে আপনারা বেশ দারুন দারুন জিনিস দেখেছিলেন সত্যি অসাধারণ ছিল। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ডেমু ট্রেন । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

কখনো সময় পেলে সামরিক বাহিনীর জাদুঘর থেকে ঘুরে আসবেন। সেখানে আসলেই দেখার মতো অনেক কিছু রয়েছে।

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুর সাথে সাময়িক বাহিনী জাদুকর দর্শন । আসলে আপনার এই পরিদর্শনের প্রথম পর্বটি আমি দেখেছিলাম এবং দ্বিতীয় পর্বটি দেখেছি আবার আজকে তৃতীয়
পর্বটি দেখে খুবই ভালো লাগলো আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

সাময়িক
জাদুকর

এই বানান দুটি ঠিক করে নিন।

 7 months ago 

কিন্তু যখন দেখতে পেলাম অন্যান্য দেশের সাথে এই প্রকল্পে আমাদের খরচের পরিমান অসম্ভব রকমের বেশি।

ভাই আমাদের দেশে এটা নতুন না,যেকোনো প্রকল্পে আমাদের দেশে দ্বিগুণ খরচ। কারণটা আমাদের সবারই জানা। যাইহোক ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন ভাই। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডেমু ট্রেন এর প্রতিকৃতি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 7 months ago 

যখন প্রকল্পগুলিতে দুর্নীতি দেখি তখন খুবই খারাপ লাগে। তবে আমাদের মত সাধারন মানুষের কিই বা করার আছে ? আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63