বাংলা উইটনেসের (@bangla.witness) কিছু চলমান এবং আপকামিং প্রজেক্টসমূহsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগের নিজস্ব স্টিমিট উইটনেস বাংলা উইটনেসের (@bangla.witness) পক্ষ থেকে বেশ কিছু স্টিমিট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে । এই পোস্টের মাধ্যমে সে বিষয়ের উপর একটা সংক্ষিপ্ত আলোকপাত করা হলো । প্রত্যেকটা প্রজেক্টের উপরে আলাদা আলাদা পোস্ট করে পরে বিস্তারিত জানানো হবে একটা সিরিজ পোস্টের মাধ্যমে ।


০১. স্টিমিটের জন্য একটা এন্ড্রোয়েড এবং IOS মোবাইল এপ্লিকেশন ডেভেলপ করা । (প্রজেক্টের কাজ চলমান)

০২. স্টিমিটের আরেকটা ফ্রন্টএন্ড তৈরি করা যাতে প্রচুর ফিচার্স থাকবে । স্টিমিটে ব্লগিংকে অধিকতর সহজ, আনন্দদায়ক এবং এট্রাক্টিভ করার জন্য এই ফ্রন্টএন্ড । এই কাজের জন্য ফান্ড রেইজিং সম্পন্ন হবে আগামী মে মাসের মাঝামাঝি । (প্রস্তাবিত, ফান্ড রেইজিং চলমান)

০৩. স্টিমিটের একটা দারুন টুলস SteemPro । এটাতে mass voting, scheduled post, author/community & curation report retrieve, deleted/edited posts reveal ইত্যাদি অনেক tools রয়েছে । (প্রজেক্টের কাজ চলমান)

০৪. Steem One । এটিও একটি স্টিমিট টুলস । তবে একটি মাত্র পেজে আপনার স্টিমিট একাউন্ট এর সকল স্ট্যাটিসটিক্স পেয়ে যাবেন । খুবই কার্যকরী একটি টুলস । (প্রজেক্টের কাজ চলমান)

০৫. Abuse Watcher এবং Steem Watcher Portal । Abuse Watcher প্রজেক্ট হলো স্টিমিট প্লাটফর্মে সকল প্রকার abuse এর সাথে ফাইট করার একটা প্রজেক্ট । আর Steem Watcher Portal হলো এই সকল abuse এর ডেটাবেজ সংরক্ষণ করা । (প্রজেক্টের কাজ চলমান)

০৬. Anti Abuse । এটি একটি অত্যন্ত রিচ ফিচার্স সহ ডাউনভোটিং টুল । কয়েকটি বটের মাধ্যমে এটি কাজ করে থাকে । এই বটের কাছে প্রায় ২০ মিলিয়ন স্টিম পাওয়ার আছে ডাউনভোটের জন্য । (প্রজেক্টের কাজ চলমান)

০৭. Heroism । এটি একটি non-automated curation project । শুধুমাত্র কোয়ালিটি পোস্টগুলোকে ম্যানুয়ালি কিউরেট করা হয়ে থাকে । যে কেউ এই প্রজেক্টে ডেলিগেট করতে পারে । ডেলিগেটরদেরকে কিউরেশন রিওয়ার্ড এর ৮০-৯০% শেয়ার করা হয় । (প্রজেক্টের কাজ চলমান)

০৮. ABB School । এই প্রজেক্টের মাধ্যমে আমার বাংলা ব্লগের ইউজারদের সম্পূর্ণ ফ্রীতে মোট পাঁচটা লেভেলে স্টিমিট এবং ব্লকচেইন সম্পর্কে শেখানো হয়ে থাকে । প্রত্যেকটা লেভেলে একাধিক ক্লাস করানো থেকে পরীক্ষা নেওয়া হয়ে থাকে ডিস্কর্ড সার্ভারের স্টেজ শো চ্যানেলের মাধ্যমে । অডিও এবং ভিডিও ক্লাস । (বর্তমান)

০৯. ABB Charity । সকল প্রকারের চ্যারিটি রিলেটেড কাজ গুলো করা হয়ে থাকে এই প্রজেক্টের মাধ্যমে । (বর্তমান)

১০. Kronias । এটি একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেটির কারেন্সী steem এবং শুধুমাত্র steemian দের জন্য । (প্রজেক্টের কাজ চলমান)

১১. Multisig Authorization । এই টুলের মাধ্যমে আপনার স্টিমিট একাউন্টটিতে মাল্টিপল কী অ্যাড করে এবং অথোরাইজেশনের ,মাধ্যমে একাউন্টি সুরক্ষিত রাখতে পারেন । (প্রজেক্টের কাজ চলমান)

১২. Steemit Desktop Wallet । আপনার উইন্ডোজে এই ওয়ালেট রান করতে পারবেন এবং সকল প্রকার স্টিমিট ওয়ালেট টুলস থাকবে এখানে ।** (প্রস্তাবিত)

১৩. Steem Key Chain । আপনার কম্পিউটারে আপনার স্টিমিট কীগুলো সম্পূর্ণ সিকিউরড ভাবে ইউজ করতে এই ক্রোম এক্সটেনশনটি ইউজ করতে পারবেন । (প্রজেক্টের কাজ চলমান)

১৪. Steemit Free Registration । এই প্রজেক্টের মাধ্যমে খুব সহজেই ইন্সট্যান্টলি আপনার স্টিমিট একাউন্টটি খুলতে পারবেন । একদম ফ্রীতে । (বর্তমান)

১৫. Steemit Account Recovery । হ্যাক বা চুরি যাওয়া স্টিমিট একাউন্ট রিকভারি করা হয়ে থাকে এই প্রজেক্টের মাধ্যমে । ইতিমধ্যে বেশ কিছু রিকভারির কাজ ১০০% সাক্সেস্ফুলভাবে করা হয়েছে । (বর্তমান)

১৬. Nixiee । এটি একটি ডেলিগেশন বেসিস ইনভেস্টমেন্ট প্রজেক্ট । আপনার স্টিম পাওয়ার ডেলিগেট করে এই প্রজেক্ট থেকে প্রফিট করতে পারবেন । এটা @roadofrich উইটনেসের সাথে @bangla.witness এর একটা পার্টনারশীপ প্রজেক্ট । (প্রজেক্টের কাজ চলমান)


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১১ মার্চ ২০২৩

টাস্ক ২০১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1533c5d7e088aaaa2e2e97a87a939565c8c65721f57c9b6f6faa5f5e4da2e425

টাস্ক ২০১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বাংলা উইটনেসের চলমান এবং আপকামিং প্রজেক্ট গুলোর ব্যাপারে জানতে পেরে খুব ভালো লাগলো দাদা। মোবাইল অ্যাপ বের হলে আমাদের সবার কাজ করতে আরো অনেক বেশি সুবিধা হবে। এমন তথ্যবহুল ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

সবগুলো প্রোজেক্ট শেষ হলে স্টিম ব্লকচেইনকে আমরা এক অনন্য উচ্চতায় দেখতে পাব। এই চেইনের জন্য আপনার এতসব উদ্যোগ ও কাজ এই চেইনের জন্য একদিন মাইলফলক হয়ে থাকবে দাদা। ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

বাংলা উইটনেসের দারুণ সব প্রজেক্ট সম্পর্কে জানতে সম্পর্কে জানতে পারলাম। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে। স্টিমিটের জন্য একটা মোবাইল এপ্লিকেশন এপস দরকার ছিল! আমরা এপসের মাধ্যমেই পোস্ট করা থেকে শুরু করতে পারলে অনেক ভালো হবে। তাছাড়া কিছু ফ্রন্টএন্ড ফিচার তৈরি করা এটাও আমার কাছে ভালো লেগেছে দাদা। এতে করে আমাদের বিনোদনের একটা ব্যবস্থা হলে ব্যাপারটা জমে যাবে! সবগুলো প্রজেক্ট বাস্তবায়ন হয়ে গেলে আমি মনে করি স্টিমিটের অবস্থান অনেক উপরে যাবে।

 2 years ago 

প্রথমেই বলতে চাই বাংলা উইটনেস দুর্বার গতিতে এগিয়ে চলছে। আর বাংলা উইটনেসের মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট আসতেছে দেখে খুবই ভালো লাগলো। যদিও কিছু কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে।তবে আশা করছি সেগুলো খুব শীঘ্রই কার্য সম্পাদনা হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এই আপডেটটি আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাংলা উইটনেস চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে। দাদা আপনি চমৎকার উদ্যোগ নিয়েছেন। আপনার সুন্দর উদ্যোগ গুলোকে আমরা সকলেই সাধুবাদ জানাই। অনেক গুলো কাজ হাতে নিয়েছেন। আশাকরি খুব তাড়াতাড়ি সব গুলো প্রজেক্ট এর কাজ শেষ হবে। শুভ কামনা রইল।

 2 years ago 

আমার বাংলা ব্লগ পরিবার আরো এগিয়ে যাবে এটাই আশা করছি। বাংলা উইটনেস এর সাথে অনেকগুলো প্রজেক্ট নতুনভাবে যুক্ত হয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো ইউজারদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

বাংলা উইটনেস আমাদের স্বপ্ন ছিল যা এখন বাস্তবে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। যতগুলো উদ্যোগ হাতে নিয়েছেন দাদা, সবগুলোর সুফল আমরা ভোগ করছি। ইনশাআল্লাহ রানিং প্রজেক্টগুলো খুব তাড়াতাড়ি সফলভাবে সম্পন্ন হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49