শারদীয়া কনটেস্ট ১৪২৮

in আমার বাংলা ব্লগ3 years ago


এই সপ্তাহব্যাপী চলবে এই বিশেষ কনটেস্ট "শারদীয়া কনটেস্ট ১৪২৮" । কন্টেস্টটি মূলতঃ ফোটোগ্রাফি কনটেস্ট । ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর দিন আমরা সবাই ঘুরে ঘুরে ঠাকুর দেখি, অঞ্জলি দেই, বিস্তর খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি । তারই ফাঁকে ফাঁকে চলে ফোটোসেশন । পুজোর এই ক'টি দিনে এমন একটি বাঙালিকে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ছবি তোলে না । কত বিচিত্র থিম পুজো, ঐতিহ্যবাহী সাবেকি ঘরানার পুজো, সাবেক আমলের জমিদারবাড়ির পুজো, গ্রামের প্রকৃতির মাঝে অসামান্য পুজো কত্ত পুজো যে হয় তার লেখা জোখা নেই । আমাদের পাড়াতেই ৮টা পুজো হয় । তো আপনারা পুজোয় আনন্দ করুন, ঘোরাঘুরি করুন, খাওয়াদাওয়া, নাচা গানা, থিয়েটার সবই করুন তবে covid বিধি মেনে আর অবশ্যই আপনার ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করুন এই কনটেস্টে অংশগ্রহনের মাধ্যমে ।আমরাও আপনার সাথে এনজয় করতে চাই ।

কন্টেস্টের নাম : শারদীয়া কনটেস্ট ১৪২৮

কন্টেস্টের নিয়মাবলী :

☑ ঠাকুর বিসর্জনের কোনো ফোটোগ্রাফি শেয়ার করা যাবে না ।
☑ যে দিনকার যে ফটো সেটি উল্লেখ করা বাধ্যতামূলক । যেমন সপ্তমীর দিন তোলা হলে উল্লেখ করতে হবে সপ্তমীর ফটোগ্রাফি ।
☑ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর মোট ৪টি ফোটোগ্রাফি সিরিজ পোস্ট করতে পারবেন এই কন্টেস্টে ।
☑ প্রত্যেকটি ছবি, তোলার তারিখ সমেত শেয়ার করতে হবে ।
☑ থিম পুজো প্যান্ডেলের ফটোগ্রাফির ক্ষেত্রে থিম সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া বাধ্যতামূলক ।
☑ ফোটোতে জনসাধারণের মুখাবয়ব স্পষ্ট দেখা গেলে সেটি ব্লার করে তারপরে শেয়ার করবেন ।
☑ যেখানে ফোটো তোলা রেস্ট্রিক্টেড সেখানকার ফটোগ্রাফি শেয়ার করবেন না ।
☑ পুজো প্যান্ডেলগুলোর লোকেশন উল্লেখ করাটা বাধ্যতামূলক ।
☑ প্রত্যেকটা ফটোগ্রাফের ১-২ লাইনের একটি ছোট্ট বর্ণনা আবশ্যক ।
☑ পুজো কমিটি/ক্লাব/উদ্যোক্তা এবং থিম পুজোর ক্ষেত্রে থিমের নাম উল্লেখ করা বাধ্যতামূলক ।
☑ Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
☑ পোস্টটি করার সময় amarbanglablog-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় আপনার পোস্টটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
☑ প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ১২ অক্টোবর ২০২১ থেকে ১৮ অক্টোবর ২০২১ । ১৮ অক্টোবর এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।


পুরস্কার :

১ম স্থান অধিকারী : ১০০ Steem
২য় স্থান অধিকারী : ৫০ Steem
৩য় স্থান অধিকারী : ২৫ Steem
Discord hangout বোনাস : প্রত্যেক প্রতিযোগীকে ২ steem করে


বিচারকমন্ডলী :

অ্যাডমিন ও মডারেটর প্যানেল


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ২১ অক্টোবর ২০২১, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।


Sort:  

Thank You for sharing Your insights...

AND Your wonderful story + artwork.

 3 years ago 

আমার কন্টেস্ট এর লিংক।

https://steemit.com/hive-129948/@saifulraju/3nuhgp-or-or-or-or-10-beneficiaries-shy-fox

 3 years ago (edited)

কনটেস্টে অংশগ্রহণ করলাম প্রথম সিরিজ।পোস্ট লিঙ্কটি নিচে দিলাম,,,,,

শারদীয়া কনটেস্ট ১৪২৮ || সপ্তমী বিহীত পুজার ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাঁককে দেয়া।।

IMG_20211012_093135.jpg

 3 years ago 

দারুন খবর দাদা এটা সবার জন্য।

দাদা চেষ্টা করবো একটা পোস্ট করার জন্য। সকল নিয়ম কানুন সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদা😇😇😇

 3 years ago 

দারুন কনটেস্টের আয়োজন করেছেন দাদা। আমি শারদীয়া কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবো। এই কনটেস্টের মাধ্যমে আমরা এপার ওপার বাংলার পুজো প্যান্ডেলগুলোর সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো এবং পুজো আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারবো। ধন্যবাদ দাদা এত সুন্দর কনটেস্টের আয়োজন করার জন্য।

শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা এবং আমার আন্তরিক ভালোবাসা রইল দাদা আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব........

 3 years ago 

শারদীয় দুর্গাপূজার উৎসবের আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি মানুষের হৃদয়ে। এ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 61940.19
ETH 2433.78
USDT 1.00
SBD 2.50