শারদীয়া কনটেস্ট ১৪২৮ || মহা নবমী অন্ন ভোগ পুস্পান্ন ভোগ পুজার ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাঁককে দেয়া

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ছালাম/আদাব,
আমার বাংলা ব্লগ কমিউনিটির কতৃপক্ষ, সদস্য এবং সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি শারদীয় মহোৎসব দুর্গাপুজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন ।

সেই সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি-"আমার বাংলা ব্লগ" কমিউনিটির ফাউন্ডার-এডমিন, সবার প্রাণপ্রিয় দাদা rme ভাইকে, যিনি আজকের প্রতিযোগিতার আয়োজন না করলে আমরা হয়তো অংশগ্রহণ করতে পারতাম না।

আশাকরি সবাই ভালো আছেন এবং সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

শারদীয়া কনটেস্ট ১৪২৮ || মহানবমী অন্ন ভোগ পুস্পান্ন ভোগ পুজার ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাঁককে দেয়া।।

এই সম্পর্কে কনটেস্টের তৃতীয় সিরিজে আলোচনা করতে চলেছি।আশাকরি অনেক ভালো লাগবে।

দেরি না করে আরম্ভ করা যাক-

দুটি কথা......

***মহানবমী অন্ন ভোগ ও পুষ্পান্ন ভোগ ও হোমযজ্ঞের মধ্য দিয়ে পুজার সমাপ্ত ঘটে।দেবী দুর্গা ও মহিষাসুরের লড়াইয়ের শেষ পর্যায়। দুর্গার আশির্বাদ নিয়ে শ্রী রামচন্দ্র অসুরকে বধ করে এবং রাবণকে বিনাশ করে এই নবমীর দিনে।এটি শেষ পুজা।নমবী পুজায় তোলা কয়েকটি ফটোগ্রাফি নিচে দেয়া হলো-

[আলোকচিত্র👉০১]

IMG_20211013_161656.jpg

[আলোকচিত্র👉০২]

IMG_20211013_162631.jpg

[আলোকচিত্র👉০৩]

IMG_20211013_161752.jpg

[আলোকচিত্র👉০৪]

IMG_20211013_161822.jpg

[আলোকচিত্র👉০৫]

IMG_20211013_161733.jpg

[আলোকচিত্র👉০৬]

IMG_20211013_161716.jpg

[আলোকচিত্র👉০৭]

IMG_20211013_161718.jpg

[আলোকচিত্র👉০৮]

IMG_20211013_161709.jpg

মন্দিরের নামমংলু দুর্গা মন্দির
পুজার থিম বা নামমহানবমী অন্নভোগ পুজা
কমিটির সভাপতিমংলু বর্মণ
কমিটির সম্পাদকহ্যাম চন্দ্র মোহন্ত
পরিচালক বা ঠাকুরজগদীশ চন্দ্র
তারিখ ও বার১৪ অক্টোবর, ২০২১ইং;২৯ আশ্বিন,১৪২৮ বঙ্গাব্দ,রোজ বৃহস্পতিবার
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকনটেস্ট
লোকেশনবিশলা,ভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/comings.contractions.

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago 

দেবীমায়ের মূর্তিটি খুবই সুন্দর ।যদিও একটু অস্পষ্ট।দেবীমা সবাইকে শান্তি দান করুক এই কামনায় করি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য আপু।

 3 years ago 

ভাইয়া ছবিগুলো যদি একটু স্পষ্ট হতো তাহলে অনেক ভালো লাগতো। কারণ এখন দেখতে একটু সমস্যা হচ্ছে। আশা করি মনে কিছু নেন নি।

 3 years ago (edited)

গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইল আপনার জন্য আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া।

 3 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয় গুলি তুলে ধরছেন আমার এই ধর্ম সম্পর্কে খুব জানার আগ্রহ ছিল কিন্তু সেই ভাবে জানতে পারি নাই। আপনাদের পোস্ট থেকে অনেক কিছু জেনে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ছবি গুলাও অসাধারণ তুলেছেন।

 3 years ago 

মুল্যবান ও সুন্দর মতামতের আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন রইল

 3 years ago 

খুব ভালো লাগলো ব্লগটি ভাইয়া। আমার অনেক জানার আগ্রহ ছিলো, আপনি গুছিয়ে লিখেছেন। অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

খুব সুন্দর মতামত দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ও শুভকামণা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 64572.94
ETH 2630.79
USDT 1.00
SBD 2.82