শারদীয়া কনটেস্ট ১৪২৮ || সপ্তমী বিহীত পুজার ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাঁককে দেয়া।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ছালাম/আদাব,

***সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির কতৃপক্ষ, সদস্য এবং সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি শারদীয় মহোৎসব দুর্গাপুজার প্রীতি,শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ***

সেই সঙ্গে গভীর ভালবাসা,আমার অন্তরের অন্তরস্থল হতে 🌹লাল গোলাপের সুগন্ধি শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি-"আমার বাংলা ব্লগ" কমিউনিটির ফাউন্ডার-এডমিন, সবার প্রাণপ্রিয় দাদা @rme কে, যিনি আজকের প্রতিযোগিতার ব্যবস্থা না করলে আমরা অংশগ্রহণ করতে পারতাম না।

আশাকরি সবাই অনেক ভালো আছেন এবং সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

আজকের আমি আপনাদের মাঝে যা ভাগ করে নিতে চাচ্ছি, তা হলো-

শারদীয়া কনটেস্ট ১৪২৮ || সপ্তমী বিহীত পুজার ফটোগ্রাফি ||১০% লাজুক-খ্যাঁককে দেয়া।।

দেরি না করে আরম্ভ করা যাক-

দুটি কথা----

আমাদের পাড়ায় হিন্দু সম্প্রদায় প্রতিবারের ন্যায় এবারো তিনটি প্যান্ডেল বা তিনটি পুজোর মন্ডপে তাঁদের পুজা পরিচালনা করছেন।গতকাল সপ্তমীর পুজার সময় তিনটি পুজা মন্ডপ পরিদর্শনকালে আমার সিম্ফনি জেড২৫ এন্ড্রোয়েড ফোনের ক্যামেরায় ধারণ করা কিছু ফটোগ্রাফির সংক্ষিপ্ত বর্ণনাসহ আপনাদের মাঝে শেয়ার করছি।আশাকরি অনেক ভালো লাগবে।

[ফটোগ্রাফি-০১]

IMG_20211012_093135.jpg

[ফটোগ্রাফি-০২]

IMG_20211012_093011.jpg

[ফটোগ্রাফি-০৩]

IMG_20211012_093155.jpg

[ফটোগ্রাফি-০৪]

IMG_20211012_093122.jpg

[ফটোগ্রাফি-০৫]

IMG_20211012_093107.jpg

সংক্ষিপ্ত বর্ণনা

এই পুজার মন্ডপটি তিনটির মধ্যে প্রথম স্থাপিত মন্ডপ এটি মংলুর পুজা মন্ডপ নামে পরিচিত। গতকাল সপ্তমী পুজায় নবপত্রিকা প্রবেশ পুজা আরম্ভ করেন -পুজার দায়িত্বপ্রাপ্ত ঠাকুর। আরো কিছু পরিচিতি টেবিল আকারে দেয়া হলো-

মন্দিরের নামমংলু দুর্গা মন্দির
পুজার থিমনবপত্রিকা প্রবেশ
কমিটির সভাপতিমংলু বর্মণ
কমিটির সম্পাদকহ্যাম চন্দ্র মোহন্ত
পরিচালক বা ঠাকুরজগদীশ চন্দ্র
তারিখ ও বার১২ অক্টোবর, ২০২১ইং;২৭ আশ্বিন,১৪২৮ বাংলা,রোজ মঙ্গলবার
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকনটেস্ট
লোকেশনবিশলা,ভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/circumvents.hued.discounter

[ফটোগ্রাফি-০৬]

IMG_20211012_093224.jpg

[ফটোগ্রাফি-০৭]

IMG_20211012_094032.jpg

[ফটোগ্রাফি-০৮]

IMG_20211012_094038.jpg

[ফটোগ্রাফি-০৯]

IMG_20211012_094002.jpg

[ফটোগ্রাফি-১০]

IMG_20211012_093946.jpg

সংক্ষিপ্ত বর্ণনা

এই পুজার মন্ডপটি তিনটির মধ্যে তৃতীয় স্থাপিত মন্ডপ এটি ভবেশ পুজা মন্ডপ নামে পরিচিত। গতকাল সপ্তমী পুজায় সপ্তমী বিহীত পুজা আরম্ভ করেন -পুজার দায়িত্বপ্রাপ্ত ঠাকুর-চন্দন ঠাকুর। প্রতিমাগুলোতে রয়েছে-দুর্গা,গনেশ,কার্তিক,অসুর,কালি।আরো কিছু পরিচিতি টেবিল আকারে দেয়া হলো-

মন্দিরের নামভবেশ দুর্গা মন্দির
পুজার থিম৭মী বিহীত পুজা আরম্ভ
কমিটির সভাপতিভবেশ চন্দ্র
কমিটির সম্পাদকহরিদাস বর্মণ
পরিচালক বা ঠাকুরচন্দন মোহন্ত
তারিখ ও বার১২ অক্টোবর, ২০২১ইং;২৭ আশ্বিন,১৪২৮ বাংলা,রোজ মঙ্গলবার
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকনটেস্ট
লোকেশনবিশলা,ভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/quitter.dusted.overlaying

[ফটোগ্রাফি-১১]

IMG_20211012_095016.jpg

[ফটোগ্রাফি-১২]

IMG_20211012_094913.jpg

[ফটোগ্রাফি-১৩]

IMG_20211012_094924.jpg

[ফটোগ্রাফি-১৪]

IMG_20211012_094902.jpg

[ফটোগ্রাফি-১৫]

IMG_20211012_095024.jpg

সংক্ষিপ্ত বর্ণনা

এই পুজার মন্ডপটি তিনটির মধ্যে দ্বিতীয় স্থাপিত মন্ডপ। এটি বিশলা যুগল আশ্রম মন্দির পুজা মন্ডপ নামে পরিচিত।
গতকাল সপ্তমী পুজায় সপ্তমী বিহীত পুজা আরম্ভ ও নবপত্রিকা প্রবেশ নামে পুজা করেন -পুজার দায়িত্বপ্রাপ্ত ঠাকুর। আরো কিছু পরিচিতি টেবিল আকারে দেয়া হলো-

মন্দিরের নামবিশলা যুগল আশ্রম মন্দির
পুজার থিম৭মী বিহীত পুজা আরম্ভ ও নবপত্রিকা প্রবেশ
কমিটির সভাপতিরাজকুমার সরকার
কমিটির সম্পাদকচঞ্চল ব্যানার্জি
পরিচালক বা ঠাকুরশচীন চন্দ্র বর্মণ
তারিখ ও বার১২ অক্টোবর, ২০২১ইং;২৭ আশ্বিন,১৪২৮ বাংলা,রোজ মঙ্গলবার
ফোনের নাম ও মডেলসিম্ফনি জেড২৫
ফটোগ্রাফার@doctorstrips
ক্যামেরা রেজুলেশন১৩ মেগাপিক্সেল
ক্যাটাগরিকনটেস্ট
লোকেশনবিশলা,ভেন্ডাবাড়ী,রংপুর,বাংলাদেশ
what3words locationhttps://w3w.co/comings.contractions.

বন্ধুরা পোস্টটি ভালো লাগলে আপভোট দিতে পারেন।না হলে কমেন্ট বক্সে জানাবেন, কেমন?

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই আর্টিকেলটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  
 3 years ago (edited)

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। সংক্ষিপ্ত বর্ণা অনেক সুন্দর হইছে।

 3 years ago 

সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62915.59
ETH 2542.92
USDT 1.00
SBD 2.63