স্পোর্টস : কোপা আমেরিকা (ব্রাজিল ^ প্যারাগুয়ে )//by ripon40

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • কোপা আমেরিকা (ব্রাজিল ^ প্যারাগুয়ে )
  • ২৯, জুন ,২০২৪
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240629_202540.jpg

ছবিঃ T Sports থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


ব্রাজিলপ্যারাগুয়ে
মোট শট-১৭মোট শট-১৫ ।
টার্গেটের শট-০৬টার্গেটের শট-০৬ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৫%বল পজিশন -৪৫%
পাস করে -৪৭৬পাস করে -৩৯১
পাস নির্ভুলতা-৮৫%পাস নির্ভুলতা-৮৫%
ফাউল-১৩ফাউল-১২
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০১
অফসাইডস-০০অফসাইডস-০১
কোণ-০৬কোণ- ০৪
সময়কাল সকাল ৭.০০ টায়২৯.০৬.২০২৪ইং
ফলাফল :ব্রাজিল-০৪ স্কটল্যান্ড-০১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-06-29-20-16-46-802_com.google.android.youtube.jpg


বর্তমান বিভিন্ন ক্লাবের খেলা বিরতি রয়েছে। এখন জাতীয় দলের খেলা শুরু হয়েছে। ক্লাবের খেলা গুলোর শেষের দিকে সেজন্য সিজনের শেষ মুহূর্তের খেলা কিছুদিনের জন্য বিরতি থাকে সেই সময় দলের খেলা শুরু হয়ে যায়। জুন মাসে অনেকগুলো খেলা চলমান রয়েছে ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফুটবলে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ এই মাসের 21 তারিখে কোপা আমেরিকা শুরু হয়েছে । জুন থেকে জুলাই মাস খেলা প্রিয় মানুষগুলো খেলাধুলা দেখার মাধ্যমে ব্যস্ত সময় পার করবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালই উপভোগ করছি সবচেয়ে ফুটবল খেলা আমার খুবই প্রিয় ইউরো এবং কোপা আমেরিকা দেখার জন্য অপেক্ষায় ছিলাম ।

Screenshot_2024-06-29-20-17-21-695_com.google.android.youtube.jpg


ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলতে হয় খেলাধুলা দেখার মাধ্যমে ভালোই ব্যস্ত সময় পার করছি। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট করি তাদের ছন্দময় নান্দনিক ফুটবল খেলা দেখে মুগ্ধ হই । যে ধরনের ফুটবল খেলা সবাই পছন্দ করে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ পদত্যাগ নেওয়ার পর ব্রাজিল দলের পারফরমেন্স খুবই খারাপ তারা ধারাবাহিকভাবে অনেকগুলো ম্যাচ পেয়ে গিয়েছে এমন কিছু দলের সাথে হেরেছে যেটা সত্যিই মেনে নেয়া যায় না। ব্রাজিল মানেই যেন ফুটবল তাদের সাথে অতপ্রতভাবে জড়িত। সেই দলটি এভাবে হারিয়ে যাবে কেউ কখনো ভাবতে পারেনি।

Screenshot_2024-06-29-20-18-03-875_com.google.android.youtube.jpg


গতকাল সকাল সাতটার দিকে তাদের খেলা শুরু হয় এর আগে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করায় পুরো সমর্থক গোষ্ঠী হতাশায় পড়ে যায় যে দলের খেলা দেখে সবাই উল্লাস গর্ব করতো সেই দল এভাবে দুর্বল প্রতিপক্ষের কাছে হার মানবে সেটা কেউ মেনে নিতে পারেনি। তবুও প্রিয় দলের প্রতি বিশ্বাস ছিল একসময় ঘুরে দাঁড়াবে একটি দলের খারাপ মুহূর্ত আসে যেটা নিজেকে শক্তিশালী করে গতকালকের ম্যাচ যদিও ব্রাজিল ভালোভাবে জিতে নিয়েছে কিন্তু তাদের খেলা আশানুরূপ ছিল না। খেলার শুরুতে তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তাদের যে ছন্দময় ফুটবল সেটা খুঁজে পাচ্ছিলাম না তেমন একটা তবুও সেই গোলের প্রত্যাশায় খেলা দেখতে থাকি । খেলার ত্রিশ মিনিটের মাথায় ব্রাজিলের পেনাল্টি পায় যেটা গোল হবে আশা করেছিলাম কিন্তু লুকাস পাকুয়তা মিস করে যেখানে আরো হতাশা ফিরে যায়।

Screenshot_2024-06-29-20-18-16-088_com.google.android.youtube.jpg


ব্রাজিলের উদীয়মান সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরমেন্স কিন্তু জাতীয় দলে তার পারফরম্যান্স বেহাল দশা যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার এই ধরনের পারফরমেন্সে সমর্থকেরা হতা খেলার ৩৫ এ মিনিটের মাথায় দারুন একটি গোল করে দলকে সেই হতাশার জাল থেকে মুক্ত করে বুঝিয়ে দেয় ভিনিসিয়াস জুনিয়র ফুরিয়ে যায়নি সেটাই প্রমাণ করে দেখালেন অসাধারণ একটি গোল যেটা দেখে সত্যিই অনেক মজা পেয়েছি এই ধরনের গোল গুলোই ব্রাজিলের থেকে প্রত্যাশা করি। ব্রাজিলের আরেক তারকা রোদ্রিগো দারুন একটি সুযোগ পায় যেটা গোলকিপার ফিরিয়ে দেয় সেই ফেরানো বল হ্যাভেনহো গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়।

Screenshot_2024-06-29-20-19-12-774_com.google.android.youtube.jpg


বড়দলের এটাই কারিশমা কখন গোল করবে আবার কখন ঘুরে দাঁড়াবে বুঝাই যায় না। খেলার অতিরিক্ত টাইমে প্যারাগুয়ের ভুল পাছে ভিনেসিয়াস জুনিয়র আবারো গোল করে বসে জোড়াগুলে প্রথমার্ধে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায় তখনই বুঝে ফেললাম আজকে ব্রাজিলের যেই অসহায়ত্ব সেটা হয়তো মুছে যাবে আরো অনেক ভুল দেখতে পাবো সেই প্রত্যাশায় প্রথম অধ্যায়ের নির্ধারিত খেলার শেষে অপেক্ষায় রইলাম। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুতে প্যারাগুয়ে মিডফিল্ডার দূরপাল্লার শট দিয়ে দারুন একটি গোল করে সত্যিই অসাধারণ একটি গোল করে দলকে গোল ব্যবধান থেকে রক্ষা করার চেষ্টা করে। এদিকে ব্রাজিল তাদের গোলের সংখ্যা বাড়ানোর জন্য সেভাবে খেলতে থাকে। অনেক সমালোচনা অনেক হাস্যরসাত্মক ঘটনা সাক্ষী হতে হয়েছে অনেক ফুটবল বিশেষজ্ঞ ব্রাজিলের পারফরমেন্সে হতাশ হয়েছিল এভাবেও যেন ফিরে আসা যায়।

Screenshot_2024-06-29-20-19-19-364_com.google.android.youtube.jpg


খেলার একটি সময়ে মারামারি লেগে যায় যেখানে দুই দলের প্লেয়াররা ধাক্কাধাক্কি শুরু করে তারপর প্যারাগুয়ে প্লেয়ার লাল কার্ড দেখে। খেলার ৬৫ মিনিটে ব্রাজিল একটি পেনাল্টি পায় সেই পেনাল্টি আবারও লুকাস পাকিয়ে তা নিয়ে থাকে এইবার মিস করে না যেটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেখানেই ব্রাজিল ৪-১ গোলে এগিয়ে যায়। আসলে ফুটবল ভক্তরা সব সময় এইরকম পারফরম্যান্স আশা করে তার প্রিয় দলের থেকে সেটাই যেন হয়েছে এই ম্যাচে দর্শকের আনন্দের পূর্ণতা দিয়েছে। এবার কোপা আমেরিকায় অনেক দল খুবই ভালো খেলছে উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা প্রতিটা কোপা আমেরিকা ব্রাজিলকে অন্যরকম ফেভারিট ধরা হতো এবার তাদের পারফরমেন্সের কারণে সেটাও আশা করেনি কেউ। যাইহোক ব্যর্থতাই মানুষকে শিক্ষা দেয়, শুভকামনা রইল প্রিয় দলের জন্য।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.

@tipu curate

 3 months ago 

ভাই কী বলব দুঃখের কথা এই দলে প্রতিভার কোন ঘাটতি নেই। কিন্তু কেন জানি তারা নিজেদের মধ্যে তালমিল টা ঠিক করে উঠতে পারছে না। ভিনি যেদিন খেলবে সেদিন আর কাউকে খেলা লাগবেনা। অনেকদিন পর ভিনিসিয়াসের এমন পারফরম্যান্স দেখলাম জাতীয় দলের হয়ে।তবে এখনও অনেক দূর যেতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61475.37
ETH 2485.94
USDT 1.00
SBD 2.61