🌹আমার বাংলা ব্লগ 🎥 আমার ভালোবাসার ৫ টি কবিতা পোস্ট এর রিভিউ🎥||১০% @shy-fox]💗 ||@rayhan111💗
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ভালোবাসা সেতো হৃদয়ের অনুভূতি, আর হৃদয় থেকে যার প্রতি ভালোবাসার অনুভূতিটা তৈরি হয়। সেই মানুষটাকে নিয়ে হাজারো স্বপ্ন থাকে। তাকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা করে যুগ যুগ ধরে। কখনও তার হাত ছেড়ে দিতে ইচ্ছা করেনা। আসলে প্রকৃত ভালোবাসার মানুষকে যেকোন মূল্যেই হোক তাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার ইচ্ছা জাগে। যত বাধা আসুক না কেন, সেই ভালোবাসার প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখতে ইচ্ছা করে। প্রিয় মানুষটিকে ছেড়ে থাকা যে খুবই কষ্টকর। তাকে ছাড়া এক মুহূর্ত যেন ভাল লাগেনা। প্রতিটা মুহূর্ত যেন অনেক বেদনার অনেক কষ্ট হয়। যদি সেই ভালোবাসার প্রিয় মানুষটি নিজের কাছে থাকে আর ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্নের ঘর এবং স্বপ্নের বাসর তৈরি করতে খুবি ইচ্ছা জাগে। আসলে ভালোবাসার মানুষটাকে নিয়ে ছোট্ট একটি ঘর হবে, সেই ঘরে শুধু ভালোবাসার পরিপূর্ণতায় থাকবে। এই ইচ্ছা সকলের রয়েছে' তাই আমি ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসার কিছু কবিতা লিখেছিলাম। এই কবিতাগুলো আজকে আবারো একসাথে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার লেখা ভালোবাসার কবিতা গুলো একসাথে দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন পোস্টগুলো আবারো দেখা শুরু করা যাক,,,।
আমার ভালোবাসার ৫ টি কবিতা পোস্ট এর রিভিউ🎥👇
আমার ভালোবাসার ৫ টি কবিতা পোস্ট এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি,,,।
প্রথমে আমি আপনাদের সাথে যে কবিতাটি শেয়ার করলাম, এই কবিতার নাম হল জীবনসঙ্গী। জীবনসঙ্গী মানে জীবনের সুখ-দুঃখের সাথী।জীবনের প্রতিটা মুহূর্ত সে পাশে থাকবে, আর এই জীবনসঙ্গীর যেন ভালোবাসার প্রিয় মানুষটি হবে এটাই সকলের আশা। তাই জীবনসঙ্গী নামে ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে এই কবিতাটি লিখেছিলাম।
ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে আমি আরেকটি কবিতা লিখেছিলাম,সেই কবিতাটি নাম ছিল তোমার হাতে হাত রেখে। আসলে প্রিয় মানুষটির হাতে হাত রেখে পথ চলতে খুব ইচ্ছা করে। আর প্রিয় মানুষটির হাতটি ধরে পথ চলার মধ্যে রয়েছে অনেক আনন্দ। জীবনের প্রতিটা মুহূর্ত যেন প্রিয় মানুষটির হাতে হাত রেখে জীবন চলতে পারি। এটায় আমাদের সকলের ইচ্ছা। তাই এই কবিতাটি আমি লিখেছিলাম। আশা করছি কবিতাটি আপনাদের ভাল লেগেছিল।
প্রত্যেকটা মানুষের হৃদয়ে একজন স্বপ্নের রাণী থাকে। আর এই স্বপ্নের রাণী হলো ভালোবাসার সেই প্রিয় মানুষটি। ভালোবাসার প্রিয় মানুষটিকে নিজের স্বপ্নের রাণী হিসেবে সকলেই ভেবে থাকে। আর স্বপ্নের রাণী কখনো যেন অন্য কারো না হয়, স্বপ্নের রাজমহলে জানো এই রাণী সারাজীবন শাসন করে, এই আশা প্রত্যেকেরই রয়েছে। তাই স্বপ্নের রাণী এই কবিতাটি আমি লিখেছিলাম।
ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমাদের প্রত্যেকেরই মনে রয়েছে। আর এই ঘরে ভালবাসায় পরিপূর্ণতায় থাকবে। আসলে ভালোবাসার ছোট্ট একটি ঘর হবে। সেই ঘরে থাকবে প্রিয় মানুষটি। আর সেই ঘরের প্রতিটা জিনিস থাকবে ভালোবাসায় পরিপূর্ণ। তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসার ঘর নামে এই সুন্দর কবিতাটা লিখেছিলাম। আশাকরি আপনাদের ভাল লেগেছে।
আমরা যখন প্রিয় মানুষটির প্রেমে হাবুডুবু খাই। তখন ভালোবাসা নিয়ে আমরা রঙিন স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নে শুধু ভালোবাসা থাকে।সত্যি তখন আমাদের চোখের সামনে শুধু রঙিন স্বপ্নগুলো ভাসতে থাকে। কারণ প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার যে অনুভূতি এটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে রঙিন স্বপ্ন গুলোর ভাসতে থাকে।তাই ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে এই কবিতাটি লিখেছিলাম।
আপনার কবিতাগুলো আগে পড়ার সৌভাগ্য আমার হয়নি কিন্তু রিভিউ দেওয়ার জন্য আবার নতুন করে পড়তে পেরে খুব ভালো লাগছে। আপনি খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আপনার সবগুলো কবিতা খুব সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ভালো ভালো কবিতা আমাদের মাঝে শেয়ার করতে পারেন।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।