মিক্সড ভেজিটেবল আচার (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
তারিখ-২৫.১০.২০২২
নমস্কার বন্ধুরা
সকলকে দীপাবলী র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার পোস্ট শুরু করছি। আশা করি ঈশ্বরের আশির্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালোই আছি। তবে কিছুদিন খুব টেনশনে ছিলাম। কেনো ভাবছেন? থাকবো না? অ্যাডমিন প্যানেল থেকে একটা কঠিন বিষয় দেওয়া হয়েছে যে প্রতিযোগিতার জন্য।

আচার তৈরী মোটেই সহজ কাজ নয় হে বন্ধু! অনেক সময় আচার তৈরী করতে গিয়ে অনেক আচ্ছা আচ্ছা লোক আছাড় খেয়েছে যে।

59dfb219-7437-49fc-8606-712a3d753f51.jfif

হ্যাঁ, ঠিকই শুনছেন। সুস্বাদু না হলে অথবা ফাঙ্গাস ধরে গেলে তো আচার আর আচার থাকে না। আছাড় হয়ে ফেরত আসে। তাই ভীষণ চিন্তায় ছিলাম।তবে ফাইনাল রেজাল্ট বেশ তুষ্টিজনক হয়েছে, সেটাই বড় পাওনা। আসুন আর বকবক না করে উপকরণ এবং প্রণালী জানিয়ে দি। একটু ধৈর্য্য ধরবেন দয়া করে। কারণ লিস্ট লম্বা হবে। 😊

প্রথমে সব্জির উপকরণটা বলে দি।

উপকরণপরিমান
১.গাজর১টি
২.ফুলকপি১টি
৩.মূলো১টি
৪.বীন্স৪-৫টি
৫.পাতিলেবু৩টি
৬.জলপাই৩টি
৭.লঙ্কাস্বাদ অনুসারে
৮.আদা৫০গ্রাম

এখানে আপনি চাইলে রসুন ও ব্যাবহার করতে পারেন।আমাদের ঘরে রসুন খাওয়া হয় না। তাই আমি ব্যবহার করি নি।

78a2eda9-1bd8-409b-9f14-6244c1076dcf.jfif

এবার আসি মশলার উপকরণ এবং পরিমাণ নিয়ে-

উপকরণপরিমাণ
১.জিরে১টেবিল চামচ
২.ধনে১.৫ টেবিল চামচ
৩.মেথি১ চা চামচ
৪.মৌরী২ টেবিল চামচ
৫.সরষে২ টেবিল চামচ
৬.জোয়ান১ চা চামচ
৭.গোল মরিচ১ টেবিল চামচ
৮.শুকনো লঙ্কাস্বাদ অনুসারে
৯.নুনস্বাদ অনুসার
১০.হলুদ১.৫ চা চামচ
১১.ভিনিগার১ছিপি
১২.সরষের তেল১ কাপ
১৩.চাট মশলা১ টেবিল চামচ

a7c86f0f-023b-4a22-ace5-e416f6d76fba.jfif

প্রণালী

বাপরে! উপকরণ লিখতে লিখতেই তো হাত ব্যথা হয়ে গেলো।যাই হোক এবার বানানোর পদ্ধতি নীচে বর্ণনা করলাম।

প্রথম ধাপ,

প্রত্যেকটা সব্জি কে ভালো করে ধুয়ে একদম এয়ার ড্রাই করে নিতে হবে। যাতে একদমই ময়েশ্চার না থাকে।

b6414f9f-d151-4d55-8f17-4eb37ef1dd68.jfif

দ্বিতীয় ধাপ,

ছবিতে যে ভাবে দেখিয়েছি, সেই ভাবেই, না খুব পাতলা আর না খুব মোটা করে সব্জি কেটে নিতে হবে সমান মাপের।

ccb4dc27-e15a-49ac-b93c-94891f536111.jfif

তৃতীয় ধাপ

সব্জি কাটা হয়ে গেল সব্জি তে হলুদ এবং নুন মাখিয়ে ৩০ মিনিট ফ্যানের তলায় রেখে দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হওয়ায় হলুদ দিয়ে মাখলে এই আচার দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারবেন।তাই হলুদ মাখা টা জরুরি।

ec1739bc-44c5-40b9-bb4f-7e8f2ef323db.jfif

797bb3bf-2622-48ac-b275-8182d76f3bdd.jfif

চতুর্থ ধাপ,

নুন মাখানোর কারণে সব্জি থেকে যে টুকু অতিরিক্ত জল বার হওয়ার তা বেড়িয়ে গেলে একটা থালায় করে নিয়ে কোন সুতির কাপড় অথবা কোন নেট দিয়ে ঢেকে অন্ততঃ একটা দিন রোদ খাওয়াতে হবে।এক্ষেত্রে যাদের বাড়িতে রোদ খাওয়ানোর ব্যাবস্থা নেই তারা টানা ৭-৮ ঘন্টা ফ্যানের তলায় রেখে দিতে পারেন। তবে আমি এই ক্ষেত্রে রোদে একটা দিন রেখেছিলাম। আর রাতের বেলা ফ্যান চালিয়ে ঘরে রেখেছিলাম।

a0aff2b4-c2bc-454e-aea7-6b51ee92fbfb.jfif

পঞ্চম ধাপ,

একটা কড়াই গরম বসিয়ে শুকনো কড়াইয়ে ২ টেবিল চামচ সরষে,১ টেবিল চামচ জিরে প্রথমে ভালো করে লো ফ্লেমে রোস্ট করে নেব।

4bcec464-f209-48c6-969f-61b82e06608c.jfif

ষষ্ঠ ধাপ,

এরপর এক এক করে ১ চা চামচ মেথি(বেশী দিলে তেতো হয়ে যাবে), ১.৫ টেবিল চামচ ধোনে,২টেবিল চামচ মৌরি, ১ চা চামচ জোয়ান, ১ টেবিল চামচ গোলমরিচ,শুকনো লংকা কড়াইয়ে দিয়ে হাল্কা রোস্ট করে নিলাম।

6f7dc8e2-84c6-4d76-8c44-28e6ba11422b.jfif

সপ্তম ধাপ,

মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নিলাম। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই গুঁড়োটা মসৃণ যেনো না হয়। ঠিক আমি যেমন দেখিয়েছি এই ভাবে অমসৃণ করেই গুঁড়ো করতে হবে।

718f45ec-a2e8-4816-8797-a3b6c01be033.jfif

অষ্টম ধাপ,

এবার আধ-শুকনো সব্জি গুলোকে বাটিতে নিয়ে পরিমাণ মত মশলা দিয়ে মাখাতে হবে। এই পর্যায়ে আপনি হাত ব্যবহার করতেই পারেন। এতে যেমন লবন প্রয়োজন তার চেয়ে অল্প বেশীই লবন আর হলুদ এবং চাট মশলা টা দেবেন।

নবম ধাপ,

এবার এতে হাফ কাপ সরষের তেল আর এক ছিপি ভিনিগার দেবেন।তেল পড়ে যাওয়ার পর আর হাত না দেওয়াই ভালো আচারে। এতে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। এরপর ঢেকে ওভার নাইট রেখে দেব যাতে ভালো করে ভিজে যায় সব্জিগুলো তেল এবং মশলার সাথে।

be5d307f-e266-4128-b750-361e2bb36006.jfif

দশম ধাপ,

পরের দিন শুকনো পরিষ্কার কোন কাঁচের পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এক্ষেত্রে কাঁচের পাত্র ব্যবহার করাই ভালো। এতে আচার দীর্ঘদিন থাকে।

e2fd0fec-019c-4c45-8c6b-64843fc6fc4a.jfif

এরপর পাত্রটিকে দুদিন ভালো মত রোদ খাইয়ে রেখে দিন। এই আচার টা এমন একটি আচার যা আপনি ভাত, মুড়ি বা পরোটা, রুটি দিয়েও খেতে পারবেন। ঠিক আমি যে ভাবে খাচ্ছি। 😋

ce961da7-539b-413a-92a1-6f7e80ee89e7.jfif

আর স্বাদ? সে কথা তো আর বলে বোঝাতে পারব না। একবার কষ্ট করে আমার বাড়ি আসতে হবে চেখে দেখতে, অথবা এই পদ্ধতি অবলম্বন করে ঝটপট বানিয়ে ফেলতে হবে। আর অবশ্যই আমায় জানাতে হবে কেমন লাগলো। 😊

3241362a-0db4-4f26-86e0-e61883749f8e (1).jfif

আজ এখানেই শেষ করলাম। আবার আসব নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

আচার তৈরী মোটেই সহজ কাজ নয় হে বন্ধু! অনেক সময় আচার তৈরী করতে গিয়ে অনেক আচ্ছা আচ্ছা লোক আছাড় খেয়েছে যে।

আপু আপনার কথার সাথে সহমত পোষণ করছি। আসলেই আচার তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আজকে আমি যখন আচার তৈরি করা শুরু করেছিলাম তখন বেশ হিমশিম খেতে হয়েছিল। আসলে আচার তৈরি করা খুব কঠিন একটি কাজ। যাই হোক আপু এভাবে সবজি আচার কখনো খাইনি। তবে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে আচার তৈরি করলে মনে হয় খেতে ভালোই লাগবে। একেবারে ইউনিক ছিল এই আচারের রেসিপি।

 2 years ago 

হ্যাঁ বোন। মশলার অনুপাতটাই তো গেম চেঞ্জার। তোমার রেসিপি দেখেছি। কিন্তু কমেন্ট করতে পারি নি। আসলে লেভেল-৫ এর এক্সাম ছিলো তো। তাই চিন্তায় ছিলাম। এখন হয়ে গেছে। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার আচারটা সত্যিই ইউনিক ছিল দিদি। এরকম মিক্সাস সবজির আচার কখনো দেখেনি। আপনি ঠিক বলেছেন মসলার গুঁড়োটা অমৃসণ করেই করতে হয়। সত্যিই দিদি চেখে দেখার জন্য আপনার বাড়িতে যেতে হবে সময় করে। আচার তো আর নষ্ট হবে না রেখে দেবেন।আপনাকে অনেক ধন্যবাদ ইউনিক আচার শেয়ার করার জন্য।

 2 years ago 

আমন্ত্রণ রইলো। শুধু আচার চাখার জন্যই না, ঘুরে যাওয়ার জন্যও। আমারও ভালো লাগবে। অনেক ধন্যবাদ। 😃

 2 years ago 

দিদি এরকম আচার যে দুনিয়ায় আছে তা এর আগে জানতাম না।এবার এর কনটেস্টে আমার দেখা সব থেকে ইউনিক আচার এটি।সময় পেলে অবশ্যই একবার বানিয়ে চেখে দেখব।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। আমি নিজে থেকে ভেবে বার করলাম যে দেখিই না করে যে কি হয় শেষ পর্যন্ত। 😛

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুরুতেই অভিনন্দন জানাই বনু জীবনের প্রথম এরকম সবজি দিয়ে আচার দেখলাম বনু, আগে কখনো দেখিনি আর খাওয়া সেতো অনেক দূরের কথা। এরকম আচার যদি ঘরে থাকে তাহলে মাঝে মধ্যে সবজি রান্না না করলেও চলবে। দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল? আমিও এরকম আচার বানিয়ে রাখবো মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছে করে না তখন বের করে গরম ভাতের সাথে খেতে পারবো। আমার কাছে বেশ ইউনিক লেগেছে আচারের রেসিপি টি। এই ধরনের রেসিপি গুলো অনেক ভালো লাগে। সুন্দর ও ইউনিক রেসিপি টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বনু।শুভকামনা রইল। 🥰

 2 years ago 

হ্যাঁ দিদি। আমি ভাবলাম আলাদা কিছু করি। তাই এটা মাথায় আসলো। এটা দিয়ে সব কিছু খাওয়া যায়। 😋

 2 years ago 

সত্যি বলতে আপু আপনি অনেক সুন্দর ভাবে আচারের ইউনিক রেসিপি তৈরি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার নবম ধাপের ভিডিওটি আমি দেখেছি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয় না যে এত উপকরণ দিয়ে কেউ আছারের রেসিপি তৈরি করবে আর। এত উপকরণের নাম শুনেই তো আমার জিভে জল চলে আসছে। তাহলে তো আচারের রেসিপি খেতে খুবই সুস্বাদু হবে মনে হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি আচারের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে নবম ধাপে কোন ছবি সেরকম দেওয়ার ছিলো না। জায়গা টা ফাঁকা থাকবে ভেবেই আর কি ভিডিও টা ওখানে প্লেস করলাম।ধন্যবাদ ভাই।

 2 years ago 

ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মিক্স সবজি দিয়ে যে এত সুন্দর আচার তৈরি করা যায় তা আমার আগে জানা ছিল না। খাওয়া তো দূরের কথা। সবজির আচার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় খুবই সুস্বাদু হয়েছে। নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে পরিমাণ মত জলপাই আর লেবু না দিলে বিষয়টা টক হবে না। তাই ওই দুটো সাফিসিয়েন্ট পরিমাণে দিতে হবে। একদম সহজ পদ্ধতিতে দেখালাম। চেষ্টা করবেন। ভালো লাগবে।

 2 years ago 

খুবই ইউনিক একটি আচারের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ। 😊

Hi, @payelb,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

দিদি এভাবে বিভিন্ন পদের সবজি দিয়ে যে আচার বানানো যায় জানা ছিল না। আমি এই প্রথম এমন আচার দেখেছি তার জন্য আমার কাছে অনেক ইউনিক লেগেছে। কখনো খাওয়া হয়নি তারজন্য বুঝতে পারছি না কতটা সুস্বাদু হবে। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আমার মনে হয় এভাবে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই সুস্বাদু হবে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আরো অন্যরকম সব্জিও দেওয়া যায়। আমি শীতের সব্জি দিয়েই করলাম।মোটামুটি যে কোন রকম খাবার দিয়ে খেতে পারবেন এই আচার।ধন্যবাদ ষ অনেকটা।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু আচার তৈরি করা মোটেও সহজ কাজ নয়। এর আগে আমি খুব একটা আচার তৈরি করতাম না নিজে নিজে। কারণ ভালো হবে কিনা এর ভয় পেতাম। কিন্তু এবার সাহস করে নিজেই প্রতিযোগিতার জন্য আসরের রেসিপি তৈরি করেছি। আর আপনার এতগুলো সবজি দিয়ে আচার তৈরি করার ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। আবার দেখেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। বিশেষ করে ভিডিও দিয়েছেন এর মাধ্যমে রেসিপিটি আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আর দেখলাম ভাত পরোটা সবকিছু সাথেই পরিবেশন করেছেন। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একদমই তাই। ধন্যবাদ আপনাকে। আসলে ভাবলাম ভিডিও টা দিলে যদি আরেকটু হেল্প হয় সবার তাই।😋

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66338.04
ETH 3306.77
USDT 1.00
SBD 2.69