অনেকদিন পর নদীতে গোসল করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

অনেকদিন পর নদীতে গোসল করার অনুভূতি

1000015235.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে দীর্ঘদিন পরে নদীতে গোসল করার অনুভূতি নিয়ে। সত্যি বলতে ছোটবেলায় আমাদের বাড়ির সামনে নদী ছিল না কিন্তু আমরা সবাই দল বেঁধে পুকুরে গোসল করতাম। তবে আমার নানু বাড়ির পাশেই ছিল নদী। আমরা নানু বাড়িতে গেলেই সবাই একসাথে যেতাম। তারপর আমার মামাতো খালাতো ভাই বোন মিলে একসাথে নদীতে গোসল করতে যেতাম। সত্যি তখনকার সময় কতো না ভালো লাগতো নদীতে গোসল করা। আসলে আস্তে আস্তে বড় হতে লাগলাম আর বাইরে গোসল করা বন্ধ হতে লাগলো। কিন্তু নানু বাড়িতে গেলে নদীতে গোসল করা মিস করতাম না। যাইহোক আমার শশুর বাড়ির কাছেই নদী।নদীতে এখন অনেক পানি তারপর নদীতে নতুন একটা ব্রিজ হয়েছে। সবাই গিয়ে গোসল করে।যদি ও বাচ্চারা মাঝে মাঝে যাই কিন্তু আমি কখনো যাই না।গতকাল একজনের সাথে দুই মেয়ে নদীতে চলে গিয়েছে গোসল করতে কিন্তু সাথে তার বাবা যাইনি।তাই আমি বাচ্চাদের ডাকতে গিয়েছিলাম। তারপর নিজেই পানি দেখে গোসল করে নিলাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000015251.jpg

1000015269.jpg

1000015253.jpg

আমি যেহেতু বাচ্চাদের ডাকতে গিয়েছিলাম তাই সাথে মোবাইল নিয়ে গেছি কারণ গোসল করার কোন ইচ্ছা ছিল না। আসলে ভাবলাম নদী ভরা পানি দুই মেয়ে অন্যের সাথে গিয়েছে ডেকে নিয়ে আসি।ব্রিজটি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আমাদের বাড়ির পাশে ব্রিজ কিন্তু সব সময় যাওয়া হয় না।তাই বাচ্চাদের ডাকতে গিয়ে ভাবলাম ব্রিজের ওপর দিয়ে একটু ঘুরে আসি। সত্যি ব্রিজটি অনেক সুন্দর হয়েছে। এখন দুই পাশ দিয়ে ইট দিলেই সম্পূর্ণ হয়ে যাবে।ব্রিজের পাশে কিছু সময় দাঁড়িয়ে রইলাম। তারপর দেখলাম অনেক ছেলেমেয়ে ব্রিজের ওপর দিয়ে লাফ দিচ্ছে। আবার অনেক বাচ্চারা মনের আনন্দে গোসল করছে।সত্যি বাচ্চাদের গোসল করা দেখে সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল। আসলে আমার নদীতে গোসল করতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ না বাইরে গিয়ে গোসল করি তাই আর করা হয় না।

1000015254.jpg

1000015240.jpg

1000015246.jpg

1000015247.jpg

1000015232.jpg

তারপর কিছু সময় দাঁড়িয়ে বাচ্চাদের গোসল করা দেখেছিলাম আর কিছু ফটোগ্রাফি করেছিলাম। আসলে অনেক বড় বড় ছেলেরা ব্রিজের নিচে পানির মধ্যে সারি ধরে বসে আছে।তারপর কিছু সময় দাঁড়িয়ে বাচ্চাদের ডাকতে লাগলাম কিন্তু তারা বলছে আর একটু গোসল করবে।যদিও বাচ্চাদের উঠতে বলেছি কিন্তু নিজের গোসল করতে অনেক ইচ্ছে করছে।তারপর তাদের বললাম তোমরা না উঠলে আমি কিন্তু নেমে উঠাবো।তবে ফোন কোথায় রেখে গোসল করতে নামবো। তারপর বড় মেয়েকে উঠিয়ে হাতে ফোনটা দিলাম।

1000015235.jpg

1000015231.jpg

1000015234.jpg

1000015237.jpg

মেয়ে ফোন নিয়ে কিছু সময় দাঁড়িয়ে রয়েছে ।তারপর আমি আর আমার এক জা মিলে বেশ কিছু সময় নদীতে গোসল করেছি। সত্যি এমনিতে অনেক দিন পরে তারপর নতুন ব্রিজ, নতুন পানি সব মিলে গোসল করতে অনেক ভালো লেগেছিল। আসলে নদীর পানি দেখে মন প্রাণ জুড়ে যায়। সত্যি বলতে অনেক সময় ধরে গোসল করেছিলাম অনেক ভালো লেগেছিল।আসলে এভাবে যদি প্রতি দিন গোসল করতে পারতাম। সত্যি বলতে ছোট বেলার মতো মনে ভরে গোসল করেছিলাম। সত্যি এই অনুভূতি গুলো কখনো বলে বুঝানো যায় না। বেশ ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 3 months ago 

অনেক ভালো লাগলো নদীতে গোসল করার সুন্দর একটা অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নদীতে আমার গোসল করতে অনেক ভয় লাগে। দেখে মনে হচ্ছে অনেক পানি। অনেকদিন হলো নদীতে বা পুকুরে গোসল করা হয়নি আপনার এই সুন্দর পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, মন যেন সে ছোটবেলায় ফিরে যেতে চাই, পুকুরে গোসল করার সে ছোটবেলার দিনগুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

!upvote 10


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).

the post has been upvoted successfully! Remaining bandwidth: 110%

 3 months ago 

ছোটবেলায় নদীতে অনেক গোসল করেছি। বড় হওয়ার সাথে সাথে আর নদীতে গোসল করা হয় না। আপু আপনি এত সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। আমার তো নদীতে গোসল করতে ইচ্ছে করছে আপু।

 3 months ago 

আপু সময় নিয়ে একদিন অবশ্যই চলে আসবেন, ধন্যবাদ আপু।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

 3 months ago 

আপু আমি যদিও সাঁতার জানি না।নদীতে নামতে ভয়ই লাগে।কিন্তু আপনাদের গোসল করা দেখে মন চাইছে আমিও নেমে পরি।খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। নতুন পানি আর খুব টলটলে।ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।

 3 months ago 

জি আপু পানি অনেক টলটলে, সাঁতার কাটতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

খুবই সুন্দর একটা অনুভূতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমাদের এলাকাতে নদী না থাকার কারণে নদীতে গোসল করার অনুভূতিটা আমরা উপভোগ করতে পারি না। বাচ্চাদের গোসল করা দেখে আমারও ইচ্ছা করছে নদীতে গোসল করতে।

 3 months ago 

আপনি ঠিক বলছেন ছোটবেলায় নদীতে কিংবা পুকুরে গোসল করতে বেশ ভালো লাগতো। কিন্তু এখন তো কোন সুযোগ নাই। আপনি মেয়েদের সাথে গোসল করতে চলে গেলেন নদীর পাড়ে। নতুন ব্রিজ আর নদী বেশ ভালো লাগলো আপনার অনুভূতিগুলো পড়ে।

 3 months ago 

জি আপু অনেক ভালো একটা সময় কাটিয়েছি নদীতে গোসল করে,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমাদের এলাকায় নদী নাই তে নদীতে গোসল করব কে। তবে ছোট থেকে হাই স্কুল লাইফ ক্লাস সেভেন পর্যন্ত পুকুরে গোসল করেছি অনেক। যাই হোক বেশি দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এবং অনুভূতি প্রকাশ করেছেন এই পোস্টের মাঝে। জানো অতীতের অতীতের অনেক কিছু মনে আসলো।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68616.15
ETH 2450.08
USDT 1.00
SBD 2.43