রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি /০৫
শুভ রাত্রি...
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আজ আমি আপনাদের মাঝে আবারও রঙিন কাগজের তৈরি একটি ফুলের নকশা শেয়ার করবো ৷ এই নকশা গুলো তৈরি করতে আমার বেশ ভালোই লাগে ৷ যার জন্য মাঝে মাঝেই চেষ্টা করি এগুলো তৈরি করার ৷ যদিও একটু সময় লাগে , তবে সময় নিয়ে নিখুঁত ভাবে করার চেষ্টা করতে আমার বেশ ভালোই লাগে ৷ এর আগেও আমি এমন কয়েকটি রঙিন কাগজের নকশা শেয়ার করেছি ৷ আজ আবারও নতুন একটি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ ,
- কাঁচি এবং
- পেন্সিল বা কলম ৷
কাটিং প্রক্রিয়াঃ
শুরুতেই আমি একটি রঙিন কাগজ নিয়েছি ৷ যে টার সাইজ ১৬ সে.মি x ১৬ সে.মি ৷
এরপর কাগজটি সমান ভাবে ভাঁজ করে নিতে হবে ৷
ভাঁজ গুলো অবশ্যই সমান ভাবে করতে হবে ৷ নয়তো নকশা টা ও দেখতে ভালো হবে না ৷
পর পর চারটি ভাঁজে আমি কাগজ টি ভাঁজ করে নিবো ৷
কাগজটি ভাঁজ করার শেষ হয়েছে আমার ৷
এরপর আমি একটি ডিজাইন এঁকে নিয়েছি ৷
ডিজাইন এঁকে নেওয়ার পর ৷ সেই ডিজাইন অনুযায়ী কাগজ কাটিং করে নিয়েছি কাঁচি দিয়ে ৷
কাগজ কাটিং করার সময় অবশ্যই সুন্দর ভাবে করার চেষ্টা করতে হবে ৷ নয়তো নকশা টি নষ্ট হয়ে যেতে পারে ৷
নকশা কাটিং সম্পূর্ণ হলে এবার ধীরে ধীরে কাগজের ভাঁজ গুলো খুলে নিতে হবে ৷
এক্ষেত্রে ও অবশ্যই সতর্কতার সাথে কাগজের ভাঁজ খুলতে হবে ৷ নয়তো ছিড়ে যেতে পারে ৷
আমি আস্তে আস্তে কাগজের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷
সব শেষে আমার তৈরি নকশাটি দেখতে এমন হয়েছে ৷
এরপর কিছু ফটোগ্রাফি ৷
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 23 May 2023
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
VOTE @bangla.witness as witness

OR
রঙিন কাগজ দিয়ে কোন ধরনের নকশা তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে নকশাটি তৈরি করেছেন। এই কাজগুলো খুবই সাবধানে করতে হয়। একবার এলোমেলো হয়ে গেলে আর ঠিক করা যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নকশা তৈরি করে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপু , আমার তৈরি নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ৷
!upvote 40
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation) Your post was promoted on Twitter by the account josluds
the post has been upvoted successfully! Remaining bandwidth: 0%
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা নকশা শেয়ার করেছেন ভাইয়া।চমৎকার হয়েছে।রঙিন কাগজের নকশাগুলা দেখতে ভীষণ ভালো লাগে।আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
রঙিন কাগজ দিয়ে তৈরী করা নকশা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরী করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই ধরনের নকশা তৈরী করতে আমারও ভালো লাগে। আপনার তৈরী করা নকশা দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজের তৈরি নকশা টি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে নকশা তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
রঙিন কাগজ কেটে এধরনের নকশা তৈরি করতে আসলেই খুব সহজ লাগে, কিন্তু অনেক সময় লাগে। তাছাড়া নকশা তৈরি ক্ষেত্রে কাঁচি দিয়ে কাটা টাই মেইন বিষয়। কারণ কাগজ ভাঁজ করতে করতে অনেক মোটা হয়ে যায়। কাঁচি দিয়ে যত নিখুঁতভাবে কাটা যায় ডিজাইনটি কত সুন্দর হয় আপনার নকশাটি খুব চমৎকার হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি খুবি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি সময় নিয়ে দেখার জন্য এবং আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ৷
প্রায় সময় আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে নকশা গুলো দেখি ভালো লাগে দেখতে। আজকেও খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে দেখতে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর সুন্দর নকশা শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করে তোলার জন্য ৷