আমার পছন্দের কিছু ডাই প্রজেক্ট বা ওয়ালমেট এর সংরক্ষিত পোস্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

আজকে আমি আপনাদের মাঝে ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। আজকের পোস্টটি হলো আমার তৈরি করা কয়েকটি ডাই প্রজেক্ট অর্থাৎ আমার পছন্দের কয়েকটি ওয়ালমেট এর রিভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার বাংলা ব্লগ এ কাজ করার সুযোগ পেয়ে আমার ভেতরে সুপ্ত প্রতিভা প্রকাশ করারও সুযোগ পেলাম।

আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু শিখে আপনাদের মাঝে উপস্থাপন করার। আর সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে তৈরি করতে আমার প্রচুর ‌‌পরিমাণে ভালো লাগে এবং সেই কাজ গুলো আমি আমার বাংলা ব্লগে শেয়ার করেছিলাম। আমার তৈরি করা ওয়ালমেট গুলোর থেকে পছন্দের কয়েকটি পোষ্টের রিভিউ শেয়ার করলাম। আমি মূলত আমার পছন্দের ওয়ালমেট গুলোকে সংরক্ষণ করে রাখার জন্যই একসাথে পোস্ট করলাম। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

GridArt_20220930_223213034.jpg

রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি
  • এটিই আমার প্রথম তৈরি কৃত ওয়ালমেট। এই ওয়ালমেটটি তৈরি করার পর বুঝতে পারলাম এমন কাজ করা আসলেই কঠিন ও সময়ের প্রয়োজন। যাইহোক শেষে ভালো লাগায় এমন ডাই প্রজেক্ট তৈরি করার ইচ্ছে বেড়েছিলো।

GridArt_20220930_143858773.jpg

পোস্ট লিংক

রঙ্গিন কাগজ দিয়ে একটি ঘরের ওয়ালমেট
  • এই ওয়ালমেটটি পুঁতির সাহায্যেও তৈরি করেছিলাম। এটি সামান্য দেখার পর নিজের আইডিয়া থেকেই তৈরি করেছিলাম। ভালো লেগেছিলো এই কাজটিও৷

GridArt_20220930_143734429.jpg

পোস্ট লিংক

রঙ্গিন ও সাদা কাগজ দিয়ে ওয়ালমেট
  • এটাতে সামান্য লাল কাগজ ও পুরো সাদা কাগজ দিয়েই তৈরি করেছি। পছন্দের কাজের মধ্যে একটা হলো এই ওয়ালমেটটি ।

GridArt_20220930_143818625.jpg
পোস্ট লিংক

রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি
  • এই ওয়ালমেটটির ভিতরে আমার বাংলা ব্লগ লেখাকে কেন্দ্র করেই তৈরি করেছি। এটি তৈরি করেছি সম্পুর্ন নিজের ধারণা থেকে তৈরি করেছি।

GridArt_20220822_183754034.jpg

পোস্ট লিংক

রঙিন কাগজ দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি
  • এটি তৈরি করতে তেমন সময়ের প্রয়োজন হয়নি তবে মোটামুটি ভালোই লেগেছিলে আমার এই কাজটি।

GridArt_20220930_144009389.jpg
পোস্ট লিংক

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট
  • এই ওয়ালমেটটি তৈরি করতে একটু বেশিই সময় লেগেছিল। এর সুতো গুলোয় কাগজ লাগানো কাগজ মোড়ানো ও ফুলতৈরি করতে বেশ কয়েট ঘন্টা লেগেছে। তবে সব মিলিয়ে ভালোই লেগেছিলো।

GridArt_20220930_143843744.jpg

পোস্ট লিংক

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
  • আমার পছন্দের ওয়ালমেট এর মধ্যে একটি ওয়ালমেট এটি৷ অনেক ভেবেচিন্তে এর রঙিন কাগজ গুলো চয়েজ করেছিলাম। মোটামুটি ভালোই সময় লেগেছিলো।

Screenshot_20220930-161810_Chrome.jpg

পোস্ট লিংক

এই ছিল আমার আজকের পোস্টের রিভিউ গুলো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেনআর কোন পোস্টটি ভালো লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আপনার দক্ষতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলেন। এই ওয়ালমেট গুলো দেওয়ালের লাগিয়ে রাখলে অনেক ভালো লাগে। আপনার অনেকগুলো ডাই পোস্ট একসাথে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

নতুন কিছু শিখতে এবং তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে নতুন নতুন কিছু তৈরি করতে বেশ মজা লাগে আমার। তবে সময়ের অভাবে হয়তো করা হয় না। মাঝে মাঝে সময় পেলেই করার চেষ্টা করি। আপু আপনার হাতের কাজগুলো সত্যি অনেক সুন্দর ছিল।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন নতুন কিছু তৈরি করতে আসলেই খুব মজা লাগে। আমিও মাঝে মাঝে সময় পেলে এমন কাজগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ আপু সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

নিজ হাতে কোন কিছু তৈরি করার অনুভূতিটা অন্যরকম হয়ে থাকে। কোন একটা জিনিস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়ে গেলে জিনিসটা যদি ভালো দেখায় তাহলে আনন্দের সীমা থাকে না।। এই কমিউনিটিতে সুন্দর সুন্দর ডাইপোস্টের দেখা মেলে যা আমার কাছে অসম্ভব রকম সুন্দর লাগে।। আপনারা পোষ্ট গুলোর সংগ্রহশালা অনেক সুন্দর ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 2 years ago 

কোন জিনিজ তৈরি করার পর যখন সুন্দর দেখায় তখন আসলেই ভালোলাগে, ঠিক বলেছেন আপনি। আপনার মন্তব্যটি ভালে লাগার মতো ভাইয়া। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ডাই প্রজেক্ট ও ওয়ামেট পোস্ট গুলো এক সাথে দেখে অনেক ভালো লাগছে আপু।এর আগে এই প্রজেক্ট গুলো দেখা হয় না।আপনার প্রতি টা ডাই প্রজেক্ট ও ওয়ামেট গুলো সুন্দর হয়েছে এবং সবগুলো আনকমন ডিজাইন।অনেক ধন্যবাদ আপু নতুন করে আবার পোস্ট গুলো শেয়ার করাব জন্য।

 2 years ago 

আনকমনের চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু এখানে আসার পর থেকে আমরা প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখতে পারছি ভালই লাগছে তা না হলে তো কিছুই শেখা হতো না।আপনি এটা ভাল কাজ করেছেন ডাই পোস্টের একটা রিভিউ পোস্ট করেছেন যার ফলে আপনার সুন্দর সুন্দর পোস্ট গুলো একত্রিত করে রাখার একটা সুযোগ হয়েছে ।খুবই ভালো লেগেছিল আপনার ডাই পোস্টগুলো।

 2 years ago 

জ্বি আপু এই কমিউনিটিতে কাজ করার পর অনেক কিছু শিখতে পেরেছি। এবং ভালো ভালো জিনিস দেখতে পারছি৷

 2 years ago 

সময় স্বল্পতার কারণে এবং কি নানান বাস্তব জীবনের ঝড়-যাপটার কারণে অনেকদিন হয়ে গেলো কাউকে কমেন্ট করতে পারেনি। তবে আজকে আপনার ডাই পোস্টে রিভিউ গুলো দেখে খুবই ভালো লাগছে এবং কি রিভিউ পোস্ট এর মাধ্যমে সবগুলো পোষ্ট এক পলক দেখে এলাম দারুন ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেকদিন দেখিনি আসলেই। অনেকদিন পর দেখে ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনার তৈরি ডাই প্রজেক্টগুলো অসাধারণ। আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ওয়ালমেট তৈরি করেছেন। নিশ্চয়ই আপনি এগুলো দিয়ে আপনার ঘর খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন। বিশেষ করে আমার বাংলা ব্লগের জন্য তৈরি ওয়ালমেট টি আমার কাছে খুব ভালো লেগেছে।

 2 years ago 

না না আপু ডেকোরেশন করে রাখা হয়নি আমার স্টুডেন্টরা সব নিয়ে যায়। হাহাহা যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার কাছে রিভিউ পোস্ট একটু বেশি ভালো লাগে। কারণ রিভিউ পোস্ট এর মাধ্যমে অনেকগুলো পোস্ট একসাথে দেখা যায়। আপনি অসাধারণ কিছু ডাই পোস্ট তৈরি করে আবার নতুন করে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসাধারণ দেখতে লাগছে একসাথে পোস্টগুলোকে। নতুন করে আবার সবগুলো পোস্ট দেখে নিলাম।

 2 years ago 

আমার কাছেও রিভিউ পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ একসাথে অনেকগুলো পোস্ট দেখা যায়। আমার এই সংরক্ষিত পোস্টের মাধ্যমে আপনি অনেকগুলো পোস্ট একসাথে দেখতে পেরেছেন শুনে ভালো লাগছে ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা সবগুলো ওয়ালমেট দেখা হয়নি। তবে আজকের পোষ্টের মাধ্যমে দেখে নিলাম। সবগুলো ওয়ালমেট দেখতে অসাধারণ ছিল। এর মধ্যে আমার রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য তৈরি ওয়ালমেট টি বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

প্রথম তৈরি করেছিলাম এবং অনেক সময় লেগেছিল এই ওয়ালমেট তৈরি করতে। দেশে ওয়ালমেটি আমার একটু বেশি পছন্দের। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104893.66
ETH 3859.77
SBD 3.29