DIY- (এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট ||৷ ১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমি রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি।
  • আশা করি আপনাদের সকলের কাছে আমারে ওয়ালমেট টি ভালো লাগবে। আমি নিচে ওয়ালমেট তৈরি পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

ColorPop1639386801286.jpeg

20211213_150816.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙ্গিন কাগজ (লালা ও সাদা)
২.কাঁচি
৩. পেন্সিল
৪.আঠা

20211213_152112.jpg

ধাপ নংঃ ১

  • প্রথমে সাদা কাগজকে ১২.৩০( সে.মি) করে কেটে নিলাম। ও তারপর নিচের ছবির মত করে পেচিয়ে লম্বা কাঠি তৈরি করলাম।

ColorPop1639386912420.jpeg

ধাপ নংঃ ২

  • তারপর এ কাগজের কাঠি গুলো দিয়ে নিচের ছবির মতকরে একটি ছোট ঘর তৈরি করলাম।

20211212_211949.jpg

20211213_140436.jpg

20211213_140559.jpg

ধাপ নংঃ ৩

  • এখন সাদা কাগজকে ৮.৮ (সে.মি) করে কেটে নিলাম ও ভাঁজ করে নিলাম। এখন পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। ও তারপর কেটে নিলাম

ColorPop1639386890826.jpeg

ধাপ নংঃ ৪

  • এভাবে কয়েকটি ফুল তৈরি করে নিলাম। ফুলের পাপড়ি গুলোর মাথা বাঁকা করে নিলাম।

20211212_213156.jpg

20211212_215100.jpg

ধাপ নংঃ ৫

  • এখন লাল একটি কাগজ কেটে এটিকে ছোট ছোট ফুলের মত তৈরী করে নিলাম। এখন একটি ফুলের মাঝখানে আঠা লাগিয়ে তারপর আঠার উপর আরেকটি ফুল দিয়ে দিলাম নিলাম ও লাল ফুলগুলোকে সাদা ফুলগুলোর মাঝখানে বসিয়ে দিলাম ।

ColorPop1639387012337.jpeg

ColorPop1639387049259.jpeg

ধাপ নংঃ ৬

  • এখন ছোট ছোট করে আমি কয়েকটি ( ৪ টি সাদা ও ৪ টি লাল) লাভ তৈরী করে নিলাম।

ColorPop1639387069446.jpeg

20211213_142319.jpg

ধাপ নংঃ ৭

  • এখন এখন সাদা লাভ গুলোর মাঝখানে লাল লাভ গুলো বসিয়ে দিলাম।

20211213_143948.jpg

ধাপ নংঃ ৮

  • এখন সাদা কাগজ দিয়ে লম্বা করে চারটি কাগজ কেটে নিলাম।

20211213_144600.jpg

ধাপ নংঃ ৯

  • এখন ফুল গুলো ঘরের নিচের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম

20211213_140721.jpg

20211213_140901.jpg

ধাপ নংঃ ১০

  • এভাবে ৩টা ফুল লাগিয়ে নিলাম।

20211213_141024.jpg

ধাপ নংঃ ১১

  • তারপর সাদা কাগজ গুলো লাগিয়ে নিলাম।

20211213_145552.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ কাগজগুলোর মধ্যে লাভ গুলো লাগিয়ে দিলাম।

20211213_145846.jpg

20211213_150751.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টে দেখার জন্য পড়ার জন্য ❣️❣

Sort:  
 3 years ago 

আপু,রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।সাদা কাগজের সাথে কমলা কালার টা খুবই মানিয়েছে। এমন ওয়ালমেট যদি দেয়ালে লাগানো হয় তাহলে সত্যিই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনি খুবই দক্ষতার তার সাথে ওয়ালমেট তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।ওয়ালমেট তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago (edited)

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

বাহ রঙিন পেপার দিয়ে আপনি তো দারুণ একটি অলমেট তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে কালার কম্বিনেশন টা আমার কাছে বেশি ভালো লেগেছে সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন আপনার একটি সম্পর্কে দেয়ালের টাঙ্গাইলে দেয়ালের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।আপনার মন্তব্যের দ্বারা আরো উৎসাহিত হলাম। আপনার জন্য ও অনেকে শুভবকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার করা ওয়ালমেট সত্যি অনেক দারুন হয়েছে। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা সহকারে তুলে ধরেছেন ।যেটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপুর সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল🤗

 3 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট শেয়ার করেছেন আমার সাথে। দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। সাদার মধ্যে লাল কাগজগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।আপনার মন্তব্যের দ্বারা আরো উৎসাহিত হলাম। আপনার জন্য ও অনেকে শুভবকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। এই ওয়ালমেট এটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।আপনার মন্তব্যের দ্বারা আরো উৎসাহিত হলাম। আপনার জন্য ও অনেকে শুভবকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য্য সহকারে এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপুর সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ সুন্দর একটি diy প্রজেক্ট তৈরি করেছেন। আপনার তৈরি করা এই প্রজেক্টটি আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ইস্টেপ উপস্থাপন করেছে। তার সাথে আপনার রঙিন ও সাদা কাগজ এর কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।আপনার মন্তব্যের দ্বারা আরো উৎসাহিত হলাম। আপনার জন্য ও অনেকে শুভবকামনা রইল।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 
রঙিন কাগজ দিয়ে আপনি দারুন ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে করেছেন আপু। আপনার হাতের কাজগুলো দেখে খুব এ ভাল লাগলো আর এই ধরনের ওয়ালমেট গুলো আমার খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ও সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂

 3 years ago 

বাহ! কি অসাধারণ একটি ওয়ালমেট আমাদের মাঝে উপহার দিয়েছেন সত্যিই অসাধারণ হয়েছে দেখতে। আর তাছাড়া রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ফুল ওয়ালমেট তৈরি আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই কাজগুলো অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার আপনি এটি করে ধৈর্যের পরিচয় দিয়েছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।আপনার মন্তব্যের দ্বারা আরো উৎসাহিত হলাম। আপনার জন্য ও অনেকে শুভবকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58139.39
ETH 2454.15
USDT 1.00
SBD 2.36