DIY- (এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ||৷ ১০% লাজুক-খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
    আজকে আমি কোন আর্ট, রেসিপি বা ফটোগ্রাফি পোস্ট করব না। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমি রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি।
  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এ ওয়ালমেট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

20220125_190622.jpg

20220125_190615.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি ও সুতা
  • আঠা
  • পুতি

20220124_224852.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি লাল রঙ্গিন কাগজ লম্বালম্বিভাবে কেটে নিলাম ও তারপর পেচিয়ে লম্বা কাঠি তৈরি করলাম।

20220124_211232.jpg

20220124_211238.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর কাঠি গুলোর মাঝখানে কেটে নিলাম ও ছোট ছোট কাঠি তৈরি করলাম।

20220124_212908.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর আমি এখন একটি কাঠির সাথে অন্য আরেকটি কাঠি আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

20220124_214441.jpg

20220124_214518.jpg

20220124_220322.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর ঠিক একইভাবে আমি নীল রঙের রঙিন কাগজ কেটে কাঠি তৈরি করলাম( এটি দেখতে একটি ঘরের মতো)।

20220124_221052.jpg

পঞ্চম ধাপঃ

  • কাঠি তৈরী করার পর কাঠের মধ্যে আঠা লাগিয়ে নিচের ছবির মত করে জোড়া লাগিয়ে নিলাম।

20220124_221157.jpg

20220124_221343.jpg

20220124_221448.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর আকাশী রংয়ের রঙিন কাগজ কেটে নিলাম।তারপর ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

20220124_222819.jpg

20220124_223120.jpg

সপ্তম ধাপ

  • এখন ভাঁজ খুলে নিলাম ও এভাবে তিনটি ফুল তৈরি করলাম।

20220124_223550.jpg

অষ্টম ধাপ

  • তারপর একটি ফুলের উপর আঠা লাগিয়ে আরেকটি ফুল জোড়া লাগিয়ে নিলাম। এভাবে তিনটি ফুল জোড়া লাগিয়ে নিলাম। এবং মাঝখানে ছোট লাল বৃত্ত বসিয়ে দিলাম।

20220124_223720.jpg

20220124_223800.jpg

নবম ধাপ

  • তারপর ঘরটির একদম উপরের অংশে ফুলটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

20220124_223819.jpg

20220124_223835.jpg

দশম ধাপ

  • এখন পুতির মধ্যে আঠা লাগিয়ে ঘরের ভিতরের অংশ ও চারিপাশে লাগিয়ে দিলাম।

20220124_225001.jpg

20220124_225251.jpg

একাদশ ধাপ

  • তারপর নিচের ছবির মত করে রঙিন কাগজ দিয়ে কাঠি বানিয়ে ডিজাইন করে আঠা লাগিয়ে নিলাম। এর
    মাথায় লম্বা সুতা লাগিয়ে দিলাম।

20220124_222735.jpg

20220124_224400.jpg

সর্বশেষ ধাপ

  • পরিশেষে সুতাটি ঘরের মাঝখানে আঠার সাহায্যে লাগিয়ে দিলাম। তারপর দেয়ালে লাগিয়ে নিলাম।

20220125_184930.jpg

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট টি এখন সম্পূর্ণ তৈরি।

20220125_190607.jpg

20220125_190610.jpg

20220125_190600.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টে দেখার জন্য পড়ার জন্য ❣️❣

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেটটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। বিশেষ করে পুঁতি ব্যবহার করার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ওয়ালম্যাট টি দারুন হয়েছে। আমার কাছে এটিকে একটি ঝুলন্ত ঘরের মতো মনে হয়েছে । দেয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। কাজটির মধ্যে নতুনত্ব খুঁজে পেয়েছি। ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য

 2 years ago 

বাহ, আপনি বেশ দারুন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। এবং আপনি ধাপগুলো বেশ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার হাতের তৈরি করা রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

দিদি রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে খুব ভালো লাগছে। নীল রং দিয়ে যে ফুলটি তৈরি করেছেন সেটি আমার ভীষণ ভালো লেগেছে।সবমিলিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মতামত প্রকাশ করে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেটটি এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। এটা যেকোনো কালারের ওয়ালে রখলে সুন্দর লাগবে। আপনি খুবই সৃজনশীলতার সাথে প্রজেক্ট টি করেছেন। আপনার দেখানো প্রতিটি ধাপ আমার কাছে ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 61136.19
ETH 2969.45
USDT 1.00
SBD 3.64