কবিতা-হারানো তোমায় খুঁজি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে কবিতা লিখতে ভালো লাগে। হয়তো হঠাৎ করেই কয়েক লাইন কবিতা লিখে ফেলি। একটা সময় ছিল যখন দুই লাইন কবিতা লিখতে পারতাম না। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। সেইসাথে অনুভূতিগুলো বদলে গেছে। এখন কবিতা লিখতে গেলে অন্য রকমের ভালোলাগা কাজ করে। আর ভালোলাগা থেকেই মাঝে মাঝে লিখার চেষ্টা করি। কবিতা হলো মনের আবেগের বহিঃপ্রকাশ। অনেক সময় চাইলেও কবিতা লিখা যায় না। আবার অনেক সময় হঠাৎ করে কিছু কবিতার লাইন মনে পড়ে যায়। যখন কবিতার লাইন মনে পড়ে তখন আমি ঝটপট লিখে ফেলার চেষ্টা করি। হয়তো।এখনো সেভাবে দক্ষতার সাথে কবিতা লেখার সখ্যতা গড়ে ওঠেনি তবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় মাঝেমাঝে কয়েক লাইন লেখার চেষ্টা করি। এরপর কবিতা লেখার চেষ্টা করেছি। জানিনা আমার লেখা কবিতাটি সবার কাছে কেমন লাগবে। তবে এই কবিতাটি লিখতে ভালোই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
হারানো তোমায় খুঁজি:

তোমার প্রতীক্ষায় থাকি
তোমার স্মৃতিগুলো আজও
নিশিতে ভেজায় আঁখি।
সামাজিকতার বাঁধনে
বাঁধা পড়েছি তুমি আমি
মন চায় আবার নতুন করে
জীবন সমুদ্রে নামি।
স্বপ্নগুলো আজ হাওয়ায় ভাসে
তুমি নেই আমার পাশে।
হতাশা আর ব্যর্থতার গ্লানি
করেছে আমায় বড্ড অভিমানী।
ফিরে এসো আবার তুমি
বাঁধবো নতুন বাসা
ধোঁয়াশার মাঝে খুঁজে ফিরি
নতুন স্বপ্ন, নতুন আশা।
সময় বদলে গেছে আর
বদলে গেছো তুমি
আমি প্রতিনিয়ত তোমার মাঝে
হারানো তোমায় খুঁজি।
জীবন মানে ভাঙা গড়া
উত্তাল সমুদ্রের ঢেউ
আমি যে তার অনেক কাছের
তবুও দূরের কেউ।
মাঝে মাঝে হৃদয়ের অনুভূতিগুলো রং বদলায়। সেই সাথে বদলে যায় কাছের মানুষগুলো। চিরচেনা মানুষগুলো সময়ের সাথে পাল্লা দিয়ে যখন অচেনা হয়ে যায় তখন অনুভূতি গুলো বেরঙিন হয়ে যায়। আর কাছের সেই মানুষটিকে নতুন করে চিনতে ইচ্ছা করে। কিংবা তার মাঝে পুরনো সেই মানুষটিকে খুঁজে পেতে ইচ্ছে করে। হয়তো বাস্তবতার বেড়াজালে আমরা সবাই নিজেদের মতো করে জীবন কাটাই। সময়ের সাথে সাথে জীবনের সব ভালোলাগা গুলো বদলে যায়। সময়ের বেড়াজাল কিংবা সামাজিকতার বেড়াজালে আমরা নিজেকে আবদ্ধ করে নেই। কাছের সেই চির চেনা মানুষগুলোর থেকে দূরে সরে আসি। তবুও হয়তো প্রত্যাশা করি কোন এক নতুন ভোরের। হয়তো নতুন স্বপ্ন বাসা বাঁধে মনে। আর নতুন ভাবে সাজাতে চাই নতুন ঘর। হয়তো এভাবেই চলছে জীবন জীবনের মত। বাস্তবতার নির্মমতায় জীবন যখন বেসামাল তখন একটুখানি প্রত্যাশা যেন বাঁচিয়ে রাখে দুজনের ভালোবাসা। আর একটুখানি আশা যেন ভালোলাগার সৃষ্টি করে। প্রিয় মানুষটিকে আবারও ফিরে পেতে ইচ্ছে করে। কিংবা হারিয়ে ফেলা চিরচেনা মানুষটিকে আবারও নতুন ভাবে চিনতে ইচ্ছে করে। নিজের অনুভূতি থেকে মাঝে মাঝে লিখতে ভালো লাগে। হয়তো কবিতা কখনো নিজের কথা বলে কখনো বা কারো অনুভূতির কথা বলে। আশা করছি আপনারাও এই কবিতার মাঝে নিজেদের অনুভূতি খুঁজে পাবেন।
যেহেতু খুব একটা কবিতা লেখার দক্ষতা নেই। তাই ভুল ত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ পেলে আবারো নতুন কোন কবিতা নিয়ে হাজির হবো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
মানুষ পরিবর্তনশীল। মানুষ সব সময় একই অবস্থায় থাকে। ঠিক অনুরুপ ভাবে একদম কাছের মানুষ গুলো এক সময় বদলে যায়। তখন অনেক বেশি খারাপ লাগে। আপনি আজকে হারানো তোমায় খুঁজি, নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি বেশ ভালো লিখেছেন।
সত্যি ভাইয়া সময় মানুষকে বদলে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো অচেনা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে নিজের মন্তব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা লেখা চমৎকার কবিতা আবৃত্তি করে মন মুগ্ধ হলো। অসাধারণ ভাবে আপনি কবিতাটা লিখেছেন। যেখানে কামনা করেছেন প্রিয়জনকে আবারো যেন সে ফিরে আসে এবং তাকে নিয়ে আবারও আশা স্বপ্ন সাজাবেন। সত্যি চমৎকার হয়েছে আপু।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আসলে ভালোবাসাটাই এমন মায়া যেটা সম্ভব না বা ফিরে পাবো না যেন সেটার জন্যই আমরা অপেক্ষা করি। লাইনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ভালোবাসা হলো এক অদ্ভুত মায়া। কাউকে বদলে যেতে দেখলেও তার প্রতি ভালোবাসা রয়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।
সময়ের ব্যবধানে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি সমাজ পরিস্থিতি আর বাস্তবতার কারণে ৷ তবে প্রিয় মানুষ হারিয়ে ফেলার যন্ত্রণা একটু বেশিই কষ্টের ৷ ভালোবাসা এমনই , ভালোবাসার মানুষ হারিয়ে যায় , কিন্তু তার প্রতি ভালোবাসা হারায় না ৷ বরং বেড়ে যায় ৷ যাই হোক , খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু ৷ আপনার লেখা কবিতা পড়ে অসম্ভব ভালো লাগলো ৷
ঠিক বলেছেন ভাইয়া সময়ের ব্যবধানে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি। অনেক কাছের মানুষকে বদলে যেতে দেখি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
পরিবেশ এবং পরিস্থিতির সাথে প্রিয় মানুষগুলো বদলে যেতে থাকে। এমন অনেক সময় আসে সেই বদলে যাওয়া পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব হয় না।
যাই হোক আপনি আপনার অনুভূতি মিশিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন বদলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।
আসলে ভালোবাসাটা বেশিরভাগই এরকম। মানুষ পাবে না জেনেও সেই মানুষটাকেই ভালোবাসে। আর সেই মানুষটার জন্যই অপেক্ষায় থাকে। আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করতেও রাজি থাকি। অপেক্ষার প্রহর অনেক সুন্দর যদি সেই মানুষটা একসময় ফিরে আসে। আর ফিরে না আসলে জীবনটাই ব্যর্থ জীবনে পরিণত হয়। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যে কবিতাটার টপিক ছিল অনেক বেশি সুন্দর।
এটা ঠিক বলেছেন আপু হয়তো কেউ পাওয়ার আশায় ভালোবাসে না। কাউকে পাওয়ার জন্য হৃদয়ের গভীরে অদ্ভুত রকমের অনুভূতি তৈরি করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালই লাগলো। সময়ের কারণে মানুষের রং বদলায়। সেই সাথে প্রিয় মানুষগুলো বদলে যায়। আর যদি আপন মানুষগুলো যখন পরিবর্তন হয়ে যায় ।তখন তার সবকিছু উলটপালট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হারানো তোমায় খুঁজি কবিতাটি লেখার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে মানুষের রং বদলায়। আর মানুষ বদলে যায়। ধন্যবাদ ভাইয়া নিজের মন্তব্য তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন আপু, কখনো কখনো অনেকক্ষণ ভাবার পরেও কবিতার এক লাইন ও মাথায় আসে না, আবার কখনো কখনো কিছু না ভেবেই সুন্দর একটা কবিতা লেখা হয়ে যায়। আপনার লেখা কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে। চেনা মানুষ অচেনা হয়ে গেলে জীবনটা সত্যিই খুবই বেরঙিন আর হতাশজনক হয়ে ওঠে।
সত্যি আপু কখনো অনেক চিন্তা করলেও কবিতার লাইন মাথায় আসে না। আবার কখনো হঠাৎ করে কবিতার কিছু লাইন মনে পড়ে যায়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
বাহ অসাধারণ হয়েছে আজকে আপনার কবিতাটি।হারানো তোমায় খুঁজি কবিতাটি চমৎকার লিখেছেন। প্রিয় ভালোবাসার মানুষগুলো দূরে চলে গেলেও নতুন করে ফিরে পেতে চাই মনের মানুষগুলো। ভালোবাসা আছে বিদায় এত সুন্দর। আর ভালবাসার মধ্যে কষ্ট বেশি। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আমাদের প্রিয় মানুষগুলো যখন দূরে চলে যায় তখন আমরা নতুন করে আবারও তাকে ফিরে পেতে চাই। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।