জেনারেল রাইটিং || 🐬ডলফিন ক্যাটাগরি অর্জন করার অনুভূতি🐬
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রথম ডলফিন অর্জনের পোস্ট লিংক
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে ডলফিন ক্যাটাগরি অর্জন করার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ফাউন্ডার শ্রদ্ধেয় @rme দাদাকে। কারণ দাদা না থাকলে আমি এতো চমৎকার একটি কমিউনিটি পেতাম না। এরপর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত কো-ফাউন্ডার এবং সকল এডমিন মডারেটর ভাই বোনদেরকে। যাইহোক আমি ২০২২ সালের জুন মাসে অর্থাৎ গত বছর জুন মাসে স্টিমিট প্লাটফর্ম তথাপি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করি। জয়েন করার এক মাস পর অর্থাৎ জুলাই মাসে আমি বিয়ে করি। তখন আমি লেভেল ওয়ান পাশ করেছিলাম এবং লেভেল টু ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম।
বিয়ের ৯/১০ দিন পর হানিমুনে কক্সবাজার গিয়েছিলাম এবং যাওয়ার আগে টিকেট কেটে দুই মাসের ছুটি নিয়েছিলাম। তখন @rupok ভাই বলেছিল ছুটি শেষ করে টিকেট কেটে উনাকে মেনশন দিয়ে জানাতে এবং তারপর লেভেল টু এর ক্লাস করতে। যাইহোক তখন ব্যস্ততার কারণে মোটামুটি তিন মাস আমি স্টিমিট প্লাটফর্ম থেকে দূরে থাকি। তারপর তিন মাস পর আমি টিকেট কেটে জানিয়ে লেভেল টু এর ক্লাসে জয়েন করলাম। এরপর লেভেল থ্রি তে অনেকদিন আটকে ছিলাম,কারণ আমি আর মাত্র একজন অর্থাৎ আমরা মাত্র দুইজন ছিলাম লেভেল থ্রি তে। সেজন্য সিয়াম ভাই বলেছিল পরের ব্যাচের আরও কয়েকজন আসলে একসাথে লেভেল থ্রি এর পরীক্ষা নিবে। যাইহোক এভাবে দীর্ঘ সময় পার হয়ে গিয়েছিল। অবশেষে এই বছরের ফেব্রুয়ারিতে অর্থাৎ ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারি, আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড মেম্বার হই।
প্রতিটি লেভেল আমি একবারে পাশ করেছিলাম ঠিকই, কিন্তু ছুটি এবং অন্যান্য সমস্যার কারণে প্রায় ৮ মাস লেগেছিল ভেরিফাইড মেম্বার হতে। তারপর থেকে আমি একদিনও পোস্ট করা মিস করিনি। শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত এনগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করেছি। তারই ফলস্বরূপ আমি অসংখ্যবার ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত হয়েছি। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভেরিফাইড হবার পর থেকে আমি নিয়মিত পাওয়ার আপ করার চেষ্টা করতাম। পাওয়ার আপ করার জন্য উৎসাহ পাই @rex-sumon ভাইয়ের কাছ থেকে। যাইহোক প্রথমে টার্গেট নির্ধারণ করেছিলাম সিজন-৩ শেষ হওয়ার আগ পর্যন্ত ২০০০ এসপি অর্জন করার। এই টার্গেট পূরণের পর ৪০০০ এসপি অর্জন করার টার্গেট নির্ধারণ করি। এটা পূরণ হওয়ার পর ৫০০০ এসপি অর্থাৎ প্রথম ডলফিন অর্জন করার টার্গেট নির্ধারণ করি।
দুই মাস বাকি থাকতেই গতকালকে আমি প্রথম ডলফিন অর্জন করতে সক্ষম হই। আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কয়েক মাস আগে আমি শুধু একবার অল্প কিছু স্টিম বিক্রি করেছিলাম, তাছাড়া আমি সব স্টিম পাওয়ার আপ করেছি। কারণ আমি শুরু থেকেই বিশ্বাস করতাম যে,নিয়মিত পাওয়ার আপ করলে, একটা সময় আমি অনেকগুলো এসপি এর মালিক হতে পারবো। তবে এই ৫০০০ এসপি আমি শুধু এই প্লাটফর্ম থেকে ইনকাম করে পাওয়ার আপ করেছি এবং এখানে আমি কোনো ইনভেস্ট করিনি। আসলে কোনো কাজ মন দিয়ে করলে এবং লেগে থাকলে,সেটার ফলাফল অবশ্যই মিষ্টি হয়। আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় প্রাণপ্রিয় এই কমিউনিটিতে যুক্ত থাকতে পারি এবং এভাবেই এগিয়ে যেতে পারি।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২.১১.২০২৩ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter Link
প্রথমেই অভিনন্দন জানাই ডলফিন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আপনি অনেক লড়াই করার পর এই পর্যন্ত এসেছেন বোঝাই যাচ্ছে। দীর্ঘ আটটা মাস পর চারটি খানে কথা নয়। মাঝখানে আপনি পারিবারিক ব্যস্ততার জন্য ছুটি নিয়েছিলেন না হলে আমার যত বিশ্বাস আপনি খুব আগেই এটা করে ফেলতে পারতেন ভেরিফাইড। এইটা সবথেকে একটা ভালো দিক ক্লাস করার মাধ্যমে আমরা সবকিছু ভালো ভালো ইউজার কে পাচ্ছি। এটা খুবই আনন্দের বিষয় কারণ কেউ ভুল করে না সঠিকভাবে কাজ করে যায়। আপনি নিজের দক্ষতা যোগ্যতা কাজে লাগিয়ে বেশ অনেকবার ব্লগার অব দ্য উইক হয়েছেন। এর জন্য শুভকামনা এবং আপনার মধ্যে যথেষ্ট চেষ্টা প্রচেষ্টা আছে। এটা আমার অনেক ভালো লাগলো। আপনার মত আমারও ভাই আমার বাংলা ব্লগে জার্নিটা অতটা সহজ ছিল ন। অনেক চেষ্টা পরিশ্রম করার পর টায়ার ১ থেকে কখনো নামি নাই। একবার নেমেছিলাম তারপর আবার উঠে গেছিলাম ভাইয়া। দেখা যাক ইনশাল্লাহ আপনাদের সাথে এভাবে কাজ করে যাব। যতদিন থাকতে পারে একসাথে। আমার বর্তমান সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ভাইয়া। আমি চেষ্টা করে যাচ্ছি সবকিছু মানিয়ে নেওয়ার এভাবেই পাশে থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
হ্যাঁ ভাই দীর্ঘ সময় অপেক্ষা করার পর ভেরিফাইড হয়েছিলাম। তবে ভেরিফাইড হওয়ার পর থেকে সবসময় টায়ার ওয়ানে রয়েছি আলহামদুলিল্লাহ। এই চেষ্টা সামনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনিও চেষ্টা করে যান,আশা করি ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। যাইহোক দোয়া করবেন আমার জন্য, এভাবেই যেন এগিয়ে যেতে পারি।
অভিনন্দন জানাচ্ছি ডলফিন ক্যাটাগরী অর্জন করার জন্য। আপনার স্টিমিট ভ্রমনের প্রথম দিকে বেশ কষ্টকর হলেও পরের দিকটা দারুন ছিল। এভাবেই এগিয়ে যেতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
আসলেই কষ্ট না করলে কেষ্ট মিলে না। যাইহোক আমাকে অভিনন্দন জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথম ডলফিন অর্জন করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি সময়ের আগেই ডলফিন অর্জন করতে পারলেন।এভাবে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু দোয়া করবেন যেন এভাবেই এগিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত। যাইহোক আমাকে অভিনন্দন জানানোর জন্য এবং এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আমারও ইচ্ছে রয়েছে ভাইজান এপর্যায়ে ওঠার জন্য। দোয়া করবেন আমিও যেন এভাবে আপনার মত পাওয়ার বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে আসতে পারি। বেশ ভালো লাগলো দোয়া করি আরো সামনে এগিয়ে যান।
ইনশাআল্লাহ ভাই এভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আপনিও লেগে থাকুুন,আশা করি অবশ্যই সফল হবেন। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভকামনা রইল।
এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়, সেই কামনা করছি।