লাইফস্টাইল পোস্ট || পিকআপ গাড়ি কেনার অভিজ্ঞতা (৩য় পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।


দ্বিতীয় পর্বের লিংক


প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি পিকআপ গাড়ি কেনার অভিজ্ঞতা (৩য় পর্ব) শেয়ার করার চেষ্টা করবো। আগের পর্বে আপনারা পড়েছিলেন গাড়ি পছন্দ করে, গাড়ি কেনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করে ব্যাংকে চলে গিয়েছিলাম পেমেন্ট করার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করে পেমেন্ট করলাম এবং ডিপোতে চলে গেলাম গাড়ি নেওয়ার জন্য। গাড়ি নিয়ে ডিপোর গেইটের সামনে চলে গেলাম। মেলা উপলক্ষে সেখানে মিটিং এর আয়োজন করা হয়েছিল। টাটার ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করছিল এবং গাড়ি ক্রেতারাও সেই মিটিংয়ে উপস্থিত ছিলো। আমরাও তাদের সাথে জয়েন করলাম। তারা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে। পরবর্তীতে ভারত থেকে টাটা পিকআপ আমদানি করতে দাম কেমন বাড়তে পারে, এসব নিয়ে তারা কথা বলছিল।

Notes_230628_170813_d43.jpg

Notes_230628_170814_a1d.jpg

তারপর ডিপো থেকে কেউ গাড়ি কিনলে একদিনের মধ্যে নিয়ে যেতে হবে। কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়ে এবং গাড়ি ক্রেতাদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে কথা বলছিল। কথা গুলো শুনে খুবই ভালো লেগেছিল। মেলার ২য় দিন আমিই সর্বপ্রথম গাড়ি ক্রয় করি। তাই আমার সাথে টাটার এক ঊর্ধ্বতন কর্মকর্তা ছবি তুলেছিল। ছবি তোলার সময় আমার হাতে ছিলো গাড়ি কেনার ডকুমেন্টস। গাড়ির যাবতীয় ডকুমেন্টস তাদের কাছ থেকে নিলাম। নেওয়ার পর দেখতে পেলাম গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রোড পারমিট এর মেয়াদ রয়েছে কয়েকমাস করে। কিন্তু রেজিষ্ট্রেশন সার্টিফিকেট এর মেয়াদ ২০২২ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ছিলো। তার মানে ১৫/১৬ দিনের মেয়াদোত্তীর্ণ ছিলো। মূলত গাড়িটির নম্বর প্লেট লাগানো হয়নি এখনো। ২০২২ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে উত্তরা বিআরটিএ তে গিয়ে নম্বর প্লেট লাগানোর কথা থাকলেও, তারা নম্বর প্লেট না লাগিয়ে গাড়িটি ডিপোতে ফেলে রেখেছিল।

Notes_230628_170816_f0a.jpg

যাইহোক আমি তাদেরকে বললাম সেটা আমি ম্যানেজ করে নিব। কারণ এই ব্যাপারটা আমার খুব ভালো জানা ছিলো। অল্প টাকা দিয়েই আমি নম্বর প্লেট লাগাতে পারবো, সেটা আমার জানা ছিলো। যাইহোক গাড়ির কাগজপত্র নিয়ে আমরা রওনা দিলাম, মদনপুরের টাটা নিটল মটরস এর সার্ভিসিং সেন্টারের উদ্দেশ্যে। কারণ যেহেতু গাড়িটি মোটামুটি ৩/৪ মাস ডিপোতে ফেলে রাখা হয়েছিল,তাই এয়ার ফিল্টার, ডিজেল ফিল্টার, মবিল ফিল্টারসহ আরো ছোটখাটো কিছু পার্টস পরিবর্তন করা দরকার ছিলো। তাই আমরা রওনা দেওয়ার পর রাস্তায় এক পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। মোটামুটি ঘন্টা খানেক এর মধ্যেই আমরা চলে গেলাম টাটার সার্ভিস সেন্টারে। তারপর তাদেরকে সবকিছু বললাম। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে।

Notes_230628_170818_fbb.jpg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৮.৬.২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি কার এর ব্যবসা করেন জেনে খুব ভালো লাগলো। নিশ্চয়ই টাকা পয়সা হলে আপনার থেকে কার ক্রয় করবো। পিকআপ গাড়ি কেনার অনুভূতির চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার অনুভূতির পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ভাইয়া আমি রেন্ট-এ-কারের বিজনেস করি,গাড়ি বিক্রি করি না। যাইহোক সম্পূর্ণ পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

বাংলাদেশে যে টাটা কোম্পানির গাড়ি অ্যাভেলেবেল রয়েছে সেটা আমি হয়তো আজ প্রথমবার জানলাম। আমি মনে করেছিলাম খুব কম সংখ্যক গাড়ি হয়তো পাওয়া যায় বাংলাদেশ। আমাদের এখানেই পিকআপ গাড়ি গুলো বেশ প্রচলিত এবং ছোট বড় কাজে এই গাড়িগুলোই বেশি ব্যবহার হয়।

 last year 

ভাই বাংলাদেশে টাটা কোম্পানির বিভিন্ন সাইজের গাড়ি আমদানি করা হয় ভারত থেকে। তাই রাস্তাঘাটে টাটা কোম্পানির গাড়ি সবসময়ই চলাচল করতে দেখা যায়। যাইহোক পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অবশ্যই পরবর্তী পর্ব জানার জন্য অপেক্ষায় থাকবো, তবে নতুন একটা অনুভূতি আজকে জানতে পারলাম। এজাতীয় অনুভূতির পূর্বে কোনদিন পড়া হয়নি বা জানা হয়নি, খুবই ভালো লাগলো আপনার আজকের এই পিকআপ কেনার অনুভূতির বিষয়ে পোস্ট পড়ে।

 last year 

পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবো ইনশাআল্লাহ। পোস্টটি পড়ে এমন উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44