আজকে রাতে মনটা অনেক খারাপ ছিল কারণ সারারাত বৃষ্টি হয়েছে, অনেক পরিকল্পনা করেছিলাম আমরা বন্ধুরা মিলে ঈদের আনন্দটা সুন্দরভাবে পালন করব এবং পরিবারের সাথে নিয়েও অনেক আনন্দম মুহূর্ত উপভোগ করব। কিন্তু বৃষ্টি থাকার কারণে মনে হচ্ছে না আর মাঠে নামাজ পড়তে পারবো, তাই মনটা খুবই খারাপ ছিল।যাইহোক কি আর করার আল্লাহ তোমায় ইচ্ছা। আল্লাহ তায়ালা যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি করা তিনটি মজাদার রেসিপি পোস্ট নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপি পোস্টগুলো একসাথে দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।
কাঁঠালের বিচি ও সাজনের ডাঁটা দিয়ে ছোট মাছের রেসিপি

পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার তৈরি করা মজাদার ছোট মাছের রেসিপি। এই ছোট মাছের রেসিপি আমি কাঁঠালের বিচি ও সাজনে ডাঁটা দিয়ে তৈরি করেছিলাম। সত্যি কাঁঠালের বিচিও সাজনে ডাঁটা দিয়ে এই ছোট মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে মতাই আবারও শেয়ার করলাম।
বাসায় তৈরি স্বাস্থ্যকর নান রুটি রেসিপি

পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
নান রুটি আমার খুবই প্রিয়, আমি মাঝেমধ্যেই রেস্টুরেন্ট বা অন্য কোথাও গেলে নান রুটি খেয়ে থাকি। তাই নান রুটি আমি বাসায় স্বাস্থ্যকর ভাবে তৈরি করেছি। এই রেসিপিটি আমি ইউটিউব থেকে দেখে শিখে নিয়েছিলাম। আর প্রথম প্রথম নান রুটি রেসিপি তৈরি করেছি। যার কারণে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি।তাই আবারও শেয়ার করলাম।
আলু দিয়ে দেশী মুরগী মাংসের ভুনা রেসিপি

পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
দেশি মুরগির রেসিপি আমরা সকলেই কমবেশি পছন্দ করে থাকি। দেশী মুরগি আমার খুবই প্রিয়, আর আলু দিয়ে আমি এই দেশি মুরগির ভুনা রেসিপি তৈরি করেছিলাম। গ্রামের বাড়িতে এসে দেশি মুরগি খাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। তাই আজকে এই রেসিপির পোস্ট আবারো আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমার তিনটি রেসিপি পোস্ট আজকে একসাথে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। এই রেসিপি পোস্টগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় লেগেছে নান রুটি রেসিপি। আর ছোট মাছের রেসিপি। এই ছোট মাছের রেসিপি আমি কাঁঠালের বিচি ও সাজনে ডাঁটা দিয়ে তৈরি করেছিলাম। আর সাজনে ডাঁটা আমার খুবই প্রিয়। তাই ছোট মাছের রেসিপি আমার অনেক বেশি ভালো লেগেছিলো। আজকে আমার রেসিপি পোস্ট গুলো একসাথে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ
ক্যামেরা | রেডমি পোকো x2 |
ধরণ | রেসিপি পোস্টের রিভিউ। |
ক্যমেরা মডেল | Poco X2 |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়

দারুন কিছু রেসিপি রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলাম ভাইয়া। আপনার শেয়ার করার রেসিপিগুলোর মধ্যে থেকে আমার কাছে বাড়িতে নান রুটি তৈরি করার পদ্ধতিটা সব থেকে বেশি ভালো লেগেছে।
ভাই আপনি যে রেসিপি তিনটি পুনরায় আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই রেসিপি তিনটের মধ্যে দুইটা রেসিপি আমি দেখেছি। বিশেষ করে নান রুটি রেসিপিটা আমি গত সপ্তাহে হয়তোবা দেখেছিলাম। আপনার তিনটা রেসিপি বেশ দারুণ হয়েছিল। পুনরায় আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
বিগত তিনটি রেসিপি পোস্টের রিভিউ শেয়ার করে, আবারো আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার কাছে দ্বিতীয় রেসিপিটা বেশ ইউনিক লেগেছে। এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবো কেমন হয়। ভালো থাকবেন সবসময়।
আপনাকে অনেক ধন্যবাদ