ক্রেডিট কার্ড বিভ্রান্তি
হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
চোখের সামনে অনবরত মোবাইল ধরে কাজ করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। বেশ কিছু সমস্যার মধ্যে বিশেষ করে চোখ দিয়ে পানি পড়া বৃদ্ধি ভীষণ ভোগাচ্ছে। চোখ দিয়ে পানি পড়া ছাড়াও মাঝে মাঝেই প্রচন্ড মাথা ব্যাথা হয়।
এরকম নানাবিধ সমস্যার কারণে কাজের গতি অনেকটাই মন্থর হয়েছে। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম একটি ল্যাপটপ কেনার। অনেকদিন ইনএকটিভ ছিলাম কমিটিতে। তাই আবারও ফিরে আসার জন্য এই পরিকল্পনা।
অনেকদিন ধরে পরিকল্পনা করেও যেতে পারিনি রংপুরে। সেখানেও সমস্যা কোম্পানির কাজ নিয়ে, চেষ্টা করেও একটাদিন বের করতে পারছিলাম না। তাই এবার বিকল্প পথ বেছে নিলাম, হঠাৎ করে মনে হলো আজকেই যাব কাউকে কিছু না জানিয়ে।
যা ভাবা তাই কাজ, দশ মিনিট পরেই একটি বাস চলে আসলো সিটিং সার্ভিসের। আমি আর ভিন্ন রকম কিছু না ভেবে গাড়িতে উঠে পড়লাম। রংপুরের উদ্দেশ্যে চলছি, ১ ঘন্টা ৩০ মিনিট পর রংপুর শহরে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে একটি রিকশা নিয়ে সরাসরি সিসিলি কম্পিউটার মার্কেটে চলে গেলাম।
মার্কেটের সামনে পৌঁছে ভাগ্নেকে মোবাইল ফোনে কল দিলাম একসঙ্গে দেখে ল্যাপটপ কিনব বলে। কিন্তু সেখানেও মহাবিপত্তি অনবরত রিং বেজে যাচ্ছে কিন্তু ফোন তুলছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর হাল ছেড়ে দিলাম। তখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় ছিল না।
মার্কেট থেকে বেরিয়ে চলে গেলাম ছোট আপার বাসায়। বিকাল পর্যন্ত অপেক্ষা করে ভাগ্নের দেখা পেলাম। ঈদের আগে কলেজে শেষ দিন ছিল, পরের দিন থেকে লম্বা ছুটি তাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এত দেরি হয়ে গেল, এটাই ওর বক্তব্য। কি আর করা কিছুক্ষণ পরেই ইফতার শুরু হয়ে যাবে। তাই এখন ইফতার করে বাজারের দিকে চলে যাব।
অনেক কয়েকটি মডেলের ল্যাপটপ দেখলাম। কিন্তু যেটা পছন্দ হলো সেটা বাজেটের চেয়ে কিছুটা বেশি। মানুষের স্বভাবটাই এরকম প্রথমে কোন একটা পছন্দ হলে পরে যতই দেখি না কেন আর ভালো লাগে না। বাকি টাকা সাথে না থাকায় কয়েকদিনের সময় চেয়েছিলাম। পরিচিত একজন সেলসম্যান থাকায় দিতে রাজি হল কিন্তু শর্তসাপেক্ষে।
শর্ত যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে। আমার কখনো ক্রেডিট কার্ড নেয়ার প্রয়োজনীয়তা ছিল না তাই নেয়াও হয়নি। আর ওই মুহূর্তে তাড়াহুড়া করে অন্য কারো ক্রেডিট কার্ডের ব্যবস্থাও করা সম্ভব নয়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা পছন্দ হয়েছে ঠিক সেটাই নেবো। তাই আর সময় নষ্ট না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
অনেক রাত হয়েছিল রংপুর থেকে রওনা করতে। সমস্ত বাস সার্ভিস শেষ হয়ে গিয়েছিল। ফলস ট্রিপের যে বাসগুলো ছেড়ে যায় তাও এক ঘন্টা আগে শেষ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি সিএনজি পাওয়া গেল। একটি সিট ফাঁকা ছিল সেখানেই উঠে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম।
সিএনজিগুলোতে আসার অনেক সুবিধা আছে। অতিরিক্ত লোক নেয়ার জন্য কোথাও ব্রেক দিতে হয় না তাই খুব স্বল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়। এক ঘন্টা দশ মিনিটে পৌছে গিয়েছিলাম কুড়িগ্রামে। সিএনজি থেকে নেমে খুব তাড়াতাড়ি একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম।
রাস্তাঘাট শুনশান নীরবতা কোথাও কোন জনমানব নেই। রমজান মাসে তারাবির নামাজ শেষে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বাসার সামনে এসেও একই অবস্থা, সবাই গেট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পর বাসার ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম।
ক্রেডিট কার্ড বিভ্রান্তির কারণে আমার ল্যাপটপ নেয়া হয়নি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি গিয়ে পছন্দের জিনিসটি নিয়ে আসব। আসলে প্রয়োজনীয়তা অনেক বেশি বিশেষ করে চোখের অনেক চাপ কমে যাবে। আর কাজের গতিশীলতা সে তো আছেই।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এতদিন পর চোখের সমস্যা শুরু হয়েছে আমার তো অনেকদিন আগেই চোখের সমস্যা দেখা দিয়েছে। পাওয়ার বেড়ে ডাবল হয়ে গিয়েছে মোবাইলে কাজ করতে করতে। সময় করে চোখের ডাক্তার টা দেখিয়ে নেবেন ভাইয়া তা না হলে আমার মত অবস্থা হতে পারে ।
তাছাড়া আপনি ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন। কিন্তু মানুষের ওই যে স্বভাব সব সময় দেখা যায় যে বাজেটের থেকে বেশি দামের জিনিসটাই পছন্দ হয়। আর অন্য কোনটা পছন্দ হতে চায় না । ক্রেডিট কার্ড না থাকার কারণে আজকে কিনতে পারলেন না। আশা করি পরবর্তীতে খুব দ্রুত ল্যাপটপটি কিনে ফেলতে পারবেন। শুভকামনা আপনার জন্য।
একই অবস্থা আপু, প্রোফাইল পিকচার দেখে নিশ্চয়ই অনুমান করতে পরছেন কত মোটা গ্লাচ পড়তে হয়।
আর চোখের পানি মোছার জন্য পকেটের টিস্যু আমার নিত্যসঙ্গী। হা হা হা!!
মোবাইলে লম্বা সময় তাকিয়ে থাকলে পানি পড়া, চোখে ঝাপসা দেখার মত সমস্যা সৃষ্টি হয়। আপনি দ্রুত ভাল একজন ডাক্তার দেখিয়ে নিতে পারেন। আপনি এত কষ্ট করে রংপুর গেলেন ল্যাপটপ কেনার জন্য কিন্তু ক্রেডিট কার্ডের জন্য কিনতে পারেননি জেনে খারাপ লাগল। এটা আসলেই মন খারাপ করার মত বেপার। আশা করছি খুব শীগ্রই আপনি ল্যাপটপ কিনতে পারবেন। ধন্যবাদ ভাইয়া।
আর বলিয়েন না ভাই চোখের সমস্যা আমাকে অনেক ভোগায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
আসলে মোবাইলের স্ক্রিনে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ দিয়ে পানি ঝরে। আমার ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি না তবে অনেক সময় চোখ দিয়ে পানি ঝরে থাকে। যাইহোক এর জন্য আপনি ল্যাপটপ কিনতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। তবে ক্রেডিট কার্ডের জন্য ল্যাপটপ কিনতে পারেননি জেনে খারাপ লাগলো। তবে সমস্যা নেই যেহেতু পছন্দ হয়েই গেছে কোন এক সময় গিয়ে ল্যাপটপটা কিনে নিয়ে এসেছেন তাহলে হবে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।