DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক"] || 15% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



বিষয়:➜
আজ আমি একটি পিক্সেল ডিসপ্লে তৈরি করে দেখাবো এবং এটিতে আমাদের

"লাজুক খ্যাঁক"
দেখাবো।
আজকের পোস্টটি একবার এ ভিন্ন রকম । আজকের পোস্টটি কেমন হবে জানি না । তবে এই পোস্টটি তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং হাত ও পুরে গেছে।
আপনাদের একটি কমেন্ট এ আমার আজকের এই কষ্ট ভুলিয়ে দিতে পারে । তাই আপনাদের কাছে একটাই অনুরোধ পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন ।

"আশা করি ভালোই লাগবে"



20210915_143934.jpg

↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



PicsArt_09-14-06.00.17.jpg



১.একটি কাঠ অথবা প্লাস্টিক বোর্ড।


20210914_165738.jpg



২. ws2811 পিক্সেল লাইট।


1631212510863.jpg




৩. একটি সোল্ডারিং আয়রন।



1630570378274.jpg


৪. একটি ESP8266 ।


20210910_011420.jpg



৫. একটি গ্লু গান।


💢ধাপ-১💢


PicsArt_09-14-06.00.17.jpg

  • প্রথমে এরকম একটি প্লাস্টিক বোর্ড বা কাঠের বোর্ড নিবো ।

💢ধাপ-২💢


1631617181120.jpg

1631617176155.jpg

  • তারপর আমি মাপ অনুযায়ী দাগ কেটে ,পেন্সিল কম্পাসের সাহায্যে লাইটের মাপ অনুযায়ী গোল করে নিবো (৭×৭) ৪৯ টি ।

💢ধাপ-৩💢


1631617196399.jpg

  • সোল্ডারিং আয়রন দিয়ে এভাবে ৪৯ টি ফুটো করে নিবো।

💢ধাপ-৪💢


1631617208473.jpg

1631617148192.jpg

  • সবগুলো ফুটো করার পরে বোটটি দেখতে এরকম হয়েছে ।

💢ধাপ-৫💢


1631617233633.jpg

1631617227602.jpg

  • এবার বোটের মধ্যে লাইটগুলোকে এভাবে বসিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে দিতে হবে।
    এখানে লাইট আছে ৫০ টি ,তবে আমি পিক্সেল তৈরির জন্য নিয়েছি (৭×৭) ৪৯টি লাইট ,তাই একটি লাইট এখানে ব্যবহৃত হচ্ছে না।

💢ধাপ-৬💢


IMG_20210902_140614.jpg

  • এর পর ESP8266 টি — প্রোগ্রামিং করে নিতে হবে । আমরা চাইলে এটি Arduino Nano দিয়েও করতে পারি । তবে আজ আমি esp8266 দিয়ে করে দেখাবো।

💢ধাপ-৭💢


IMG_20210915_122646.jpg

  • এর পরে esp8266 কে পিসির সাথে কানেক্ট করাতে হবে ।

💢ধাপ-৮💢


  • এর পর esp8266 এ আমাদের ফ্লাস ফাইলটি আপলোড করতে হবে ।
    আপলোড এর জন্য ফাইলটি (Arduino) exe দিয়ে ওপেন করবো।

20210915_125112.jpg

  • ফাইলটি ওপেন হওয়ার পরে এরকম আসবে । তীর চিহ্ন দেখানো স্থানে আমার লাইটের সংখ্যা বসাবো । আমার ৪৯টি তাই আমি ৪৯ দিয়েছি।

20210915_125201.jpg

  • সব কিছু ঠিকঠাক থাকলে তীর দেখানো স্থানে চাপ দিয়ে ফাইলটি আপলোড করে দিতে হবে ।

IMG_20210915_122658.jpg

  • আপলোড শুরু হলে esp তে থাকা নীল লাইটটি ব্লিং করতে থাকবে।

20210915_125359.jpg

  • আপলোড সম্পন্ন হলে [১০০%] অবদি হবে।

💢ধাপ-৯💢


20210915_130942.jpg

  • esp8266 থেকে কিভাবে লাইটে লাইনটি সংযোগ করবো তার একটি ডায়াগ্ৰাম দেখালাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন।

💢ধাপ-১০💢


  • এবারে এ এই লাইটা নিয়ন্ত্রণ এর জন্য পিসিতে একটি সফটওয়্যার লাগবে।

6.JPG

  • Prismatik নামে এই সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করবো।

10.JPG

  • এরপর Next এ ক্লিক করবো।

11.JPG

  • Adalight সিলেক্ট করে Next দিবো ।

14e.JPG

  • প্রথমে serial port দিবো ।Baud rate 11500 দিবো।Colour format (GRB) দিবো

12.JPG

  • আপনারা হয়তো বলবেন Serial port টা কই পেলাম । তাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে Computer management এ যাবো। তারপর পর Device manager এ , সেখান থেকে Ports এ ক্লিক করলে দেখতে পারবো । আমার esp টা কত নম্বর পোট এ পেয়েছে।

15.JPG

  • তারপর profile এর যেকোন একটি নাম দিয়ে Next দিবো।

16.JPG

  • নিচে নাম্বার Number of LEDs এর জায়গায় আমি 49 টি এলইডি দিবো।
    তারপর উপরে ৪৯টি পিক্সেল তৈরি হবে ।

💢ধাপ-১১💢


20210915_134841.jpg

1631617279728.jpg

  • এভাবে এক এক করে আমি ৪৯ টি পিক্সেল সাজিয়ে নিবো । সাজানো শেষ হলে এবার পরিক্ষা করার পালা।

💢ধাপ-শেষ💢


  • লাইটের পরিমাণ অনেক কম আর আলো খুব উজ্জ্বল হওয়ার ক্যামেরায় বুঝা যাচ্ছে না ওতটা ভালো ।

1631617330095.jpg

1631617314887.jpg

1631617326454.jpg

1631617297930.jpg

1631617345651.jpg

1631617311498.jpg

1631617306923.jpg


💢ভিডিওটি দেখবেন ভালো লাগবে💢


IMG_20210915_140507.png

IMG_20210915_140454.png


🔥২য় সপ্তাহের All DIY Project🔥


"এসো নিজে করি" ফেদার দিয়ে সুন্দর একটি ডেকোরেশন লাইট তৈরি || 10% Beneficiary @shy-fox

DIY - ( এসো নিজে করি ) [ নিজের বাইকে নিজেই লাইট লাগাই ] || আমার বাংলা ব্লগ || 10% @shy-fox এর জন্য

DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি একটি ঘাস অথবা কাঠ কাটার মেশিন তৈরি] || 10% @shy-fox এর জন্য

DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক"] || 15% @shy-fox এর জন্য



আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  
 3 years ago 

অনেকেই কাগজের ড্রইং করে লাজুক খ্যাকের চিত্র অংকন করেছে কিন্তু আপনাকে অনেকটা ব্যতিক্রম যা আমার কাছে অনেক ভালো লেগেছে। পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক" প্রতিচ্ছবি তৈরি করেছেন। সত্যিই অনেক কঠিন কাজ, এই পোষ্টের জন্য সত্যি আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।।

 3 years ago 

সত্যি ভাইয়া আমি যতই আপনাদের কমেন্ট পরছি ততই আনন্দিত হচ্ছি । আমার পোস্ট গুলো আপনাদের কাছে ভালো লাগছে এটাই অনেক । আমার কষ্ট সার্থক হয়েছে ভাইয়া ।।।

পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক" প্রতিচ্ছবি তৈরি করেছেন। সত্যিই অনেক কঠিন কাজ, এই পোষ্টের জন্য সত্যি আপনি অনেক পরিশ্রম করেছেন।

সত্যি ভাইয়া এই পোস্টটির জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে প্রায় ৩দিন ধরে এই পোস্টটি তৈরি করছি আজ শেষ হলো ।।

তবে ভাইয়া এখন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার সব কষ্ট হারিয়ে ফেলেছি ....🥰

ধন্যবাদ ভাইয়া।।।
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

 3 years ago 

আপনার তৈরি পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক"দেখতে অসাধারন হয়েছে ভাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টটি আপনাদের কাছে ভালো লাগছে এটাই অনেক.... আমার কষ্ট সার্থক হয়েছে।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

খুবই ক্রিয়েটিভ একটা পোস্ট। নিঃসন্দেহে আজকের দিনের সেরা পোস্ট আমার চোখে। ভিন্ন রকম চিন্তাভাবনা থেকে ভিন্ন রকম কিছু করে দেখানো সত্যিই দুর্দান্ত ছিল। এমন ক্রিয়েটিভ কাজ আমরা আরো দেখতে চাই। নিখুঁত না হলেও সমস্যা নেই। চেষ্টা করতে থাকুন সবচেয়ে ভালোটা করার।

 3 years ago 

বড় ভাইয়া আপনার কমেন্ট দেখে আমি সত্যি খুব আনন্দিত ,,, বলার ভাষা হারিয়ে ফেলেছি ।। কি যে বলি ।

খুবই ক্রিয়েটিভ একটা পোস্ট। নিঃসন্দেহে আজকের দিনের সেরা পোস্ট আমার চোখে। ভিন্ন রকম চিন্তাভাবনা থেকে ভিন্ন রকম কিছু করে দেখানো সত্যিই দুর্দান্ত ছিল। এমন ক্রিয়েটিভ কাজ আমরা আরো দেখতে চাই। নিখুঁত না হলেও সমস্যা নেই। চেষ্টা করতে থাকুন সবচেয়ে ভালোটা করার।

তবে ভাইয়া সত্যি আমি ভিন্ন রকমের কিছু নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করে আসছি ...তবে সামনে আরো অনেক রকমের ভিন্ন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ।।

আপনাদের এত ভালোবাসা পেলে আমি কি চুপ করে বসে থাকতে পারি ।।।

ধন্যবাদ ভাইয়া ❤️🥰
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

 3 years ago 

আরো নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

🥰☺️ হুম অবশ্যই ভাইয়া, ❤️❤️🥰🥰🌷🌷

সম্পূর্ণ ব্যাতিক্রম ধর্মী কাজ করেছেন আপনি।আপনার তৈরি ডিসপ্লেতে লাজুক খ্যাক কে খুবই ভালো লাগছে।আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।অনেক সুন্দর হয়েছে ভাই।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে .... আমার পিক্সেল ডিসপ্লেটি আপনাদের কাছে এতোটা ভালো লাগবে ভাইয়া সত্যি ভাবতেই পারিনি । পিক্সেল ডিসপ্লেতে লাজুক খ্যাক সহ আমাদের জাতীয় পতাকার ও ছবি দেওয়া আছে ।।। ভিডিও দেখবেন ভাইয়া ভালো লাগবে।

ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

 3 years ago 

দুর্দান্ত একটি পোস্ট করেছেন আপনি। অসাধারণ আপনার অভিজ্ঞতা। শুভকামনা আপনার জন্য লেগে থাকুন অবশ্যই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ♥

 3 years ago 

আপনার পোস্টটি একদম ব্যাতিক্রম ধরনের হয়েছে। দারুন ভাবে বানিয়েছেন ভাই পিক্সেল ডিসপ্লে টি। অনেক ভাল হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ❤️🥰🌷

আপনার পোস্টটি একদম ব্যাতিক্রম ধরনের হয়েছে।

আমি ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করছি ভাইয়া ।।।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

সত্যিই আপনার পোস্টটি অনেক অসাধারণ হয়েছে। আপনার এই ব্যতিক্রমী পোস্ট এর জন্যই আপনার পোস্টগুলো আমার এত ভালো লাগে। ভালোবাসা অবিরাম আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার তৈরি পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক"দেখতে অসাধারন হয়েছে ভাই এভাবেই আমাদের পাশে থাকুন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই,,, এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।।

ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

 3 years ago (edited)

বাহ একদমই আলাদা একটা কনসেপ্ট। খুব ভালো হয়েছে তোমার DIY প্রজেক্টটা। তোমার DIY ইভেন্টের পোস্ট গুলো দেখে বুঝলাম প্রযুক্তির প্রতি তোমার নেশা এবং ভালো একটি ধারণা আছে। খুব সুন্দর হয়েছে। তোমার জন্য শুভকামনা।।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া... তোমার এতো সুন্দর মূল্যবান মতামত পেয়ে আমি সত্যি খুব আনন্দিত।।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

🙂🙂

 3 years ago 

দারুন একটা কাজ। 👌 মুগ্ধ করেছে সত্যি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে...❤️❤️
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101211.27
ETH 3680.97
USDT 1.00
SBD 3.14