DIY - ( এসো নিজে করি ) [ নিজের বাইকে নিজেই লাইট লাগাই ] || আমার বাংলা ব্লগ || 10% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



(Diy Project) আজ আমি দেখাবো কিভাবে বাইকে তেলের ঢাকনায় একটি সুন্দর (RGB) লাইট লাগানো যায়।

20210911_202955.jpg

আমরা আমাদের নিজের বাইক সাজানোর জন্য বাইকে অনেকেই কিছুই লাগিয়ে থাকি । এর মধ্যে লাইটিং সিস্টেম অন্যতম, সকলেই লাগিয়ে থাকি। আজ আমিও তেমনি একটি লাইট লাগাতে যাচ্ছি এবং সেটি ব্যতিক্রমী। সেটি হতে যাচ্ছে বাইকের তেলের ঢাকনায়। লাগানোর পর বুঝা যাবে সেটি দেখতে কেমন হয়েছে।
সেটা লাগাতে যাচ্ছি (Hero Splendor+) এর মধ্যে । আশা করি আপনাদের ভালো লাগবে।

1631329373901.jpg

20210911_090807.jpg

20210902_144426.png



↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



এটি লাগাতে আমার যা যা প্রয়োজন:


20210911_091605.jpg


১. একটি (RGB) ফিতা লাইট।


20210911_092055.jpg


২. সোল্ডারিং আয়রন।


20210911_092318.jpg


৩. গ্লু গান।



💢১ম ধাপ💢



1631326324206.jpg

IMG_20210911_150957.jpg

20210902_144426.png

  • ফিতা লাইটটিকে মাপ অনুযায়ী এভাবে ২টি ভাগে ভাগ করে নিবো।


💢২য় ধাপ💢


20210911_191641.jpg

20210902_144426.png

  • তারপর লাইটের "+" এবং "-" প্রান্তে‌ দুটি তার ভালো ভাবে সোল্ডারিং করে নিবো।


💢৩য় ধাপ💢


20210911_193148.jpg

20210902_144426.png

  • ২য় ধাপের মতো ৩য় ধাপেও পরবর্তী লাইটটি একই ভাবে সোল্ডারিং করে নিবো। এবং "A" অথবা "B" প্রান্তের যে কোন একটি দিয়ে ব্যাটারির লাইন ইনপুট করতে হবে। আমি "A" প্রান্ত দিয়ে ব্যাটারির সংযোগ করবো।


💢৪র্থ ধাপ💢


1631326865966.jpg

1631326859634.jpg

20210902_144426.png

  • এবারে বাইকের তেলের ঢাকনির সাথে লাইটটি গ্লু গান দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবো।

এবং বাইকের ব্যাটারি থেকে আসা দুটি তার খুঁজে নিবো । একটির রং সবুজ এবং একটির রং কালো । এই বাইকের ক্ষেত্রে কালোটি (+) এবং সবুজটি (-) আপনাদের বাইকের ক্ষেত্রে আলাদা হতে পারে।



💢 শেষ ধাপ💢


এবার লাইটি জ্বালানোর পালা।

PicsArt_09-11-07.53.17.jpg

20210902_144426.png

  • লাইটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তবে আমার কাছে ভালো লাগছে দেখতে। তবে সবচেয়ে বড় কথা নিজের গাড়িতে নিজে লাইট লাগানোর মজাই আলাদা ।


আমার বাংলা ব্লগ(আমার প্রিয় কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"


20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  
 3 years ago 

বাহ খুবই সুন্দর হয়েছে আপনার ভে ইভেন্ট, নিজেই নিজের কাজ করেছেন,খুবই ভালো লাগলো দেখে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ...একাই একাই একটু নতুন কিছু করার চেষ্টা করলাম আর কি....

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️🥰🥰🌷🌷

 3 years ago (edited)

তোমার বাইকে লাইট অনেক সুন্দর করে লাগিয়ে ছো অনেক সুন্দর হয়েছে।

তবে সবচেয়ে বড় কথা নিজের গাড়িতে নিজে লাইট লাগানোর মজাই আলাদা ।

তা ঠিক বলেছো ভাইয়া তোমার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া....

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

আপনার এই রকম প্রতিভা দেখে আমার খুব ভালো লাগলো। আর আপনার পোস্টটা অনেক সুন্দর ছিল। তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ... আমার পোস্টটি দেখার জন্য।।।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাইয়া।তোমার অনেক প্রতিভা আছে।সামনে আরো অনেক কিছু করতে পারবে।মনোযোগ দিয়ে লেগে থেকো।ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে ।।। আমাকে এতোটা উৎসাহিত করার জন্য।।। সত্যি আমি আপনাদের জন্য সামনে আরো নতুন নতুন কিছু নিয়ে হাজির হবো ।। ইনশাআল্লাহ।।
ভালোবাসা অবিরাম আপু...❤️❤️🥰🥰🌷🌷

 3 years ago 

বাহ চমৎকার। আরো একটি সুন্দর জিনিস বানিয়েছো।তোমার বাইকটা আরো আকর্ষণীয় লাগছে।এগিয়ে যাও, লেগে থাকো। আশা করি ভালো কিছুই হবে। ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া...
আমার আজকের পোস্টটিও আপনার কাছে ভালো লেগেছে।এটি শুনে আমি মহা খুশি।

এগিয়ে যাও, লেগে থাকো। আশা করি ভালো কিছুই হবে।

এতটা উৎসাহ ও সাপোর্ট পেয়ে আমি সত্যি মুগ্ধ ভাইয়া।।

ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰🥰🌷🌷

নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা অন্য কাউকে দিয়ে করলে সেরকম আনন্দ নেই।আপনার লাইটিং সিস্টেম খুব সুন্দর হয়েছে ভাই।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।‌।

নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা অন্য কাউকে দিয়ে করলে সেরকম আনন্দ নেই।

আসলেই ভাইয়া এই কাজটি আমি নিজে করতে পেরে আমাকে খুব ভালো লাগলো।।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

চমৎকার হয়েছে আপনার নিজের বাইকে লাইটিং করা। শুভ কামনা♥

 3 years ago 

এত অল্প বয়সে এত প্রতিভা বাহ সত্যি অসাধারন মাসরাফি ভাইয়া ।এই ভাবে এগিয়ে গেলে ভালো কিছু আশা করা যায় আপনার মাধ্যমে ।আমার বাইকেও এমন করেছিলাম কিন্তু সেটা টাকা দিয়ে ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🥰।।।

আমার বাইকেও এমন করেছিলাম কিন্তু সেটা টাকা দিয়ে ।

আমি তো ভাইয়া নিজে করেছি , অনেক আনন্দ পেয়েছি এবং কোন টাকা খরচ হয়নি ...🙂

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে নিজের বাইকে সুন্দরভাবে লাইট সজ্জিত করেছে। শুভকামনা রইল আপনার জন্য। কিন্তু ভাইয়া বাইকের লাইট সজ্জিত করার কারণে রাস্তার পথ মানুষের এমনকি অন্যান্য যানবাহনের পথে চলার অসুবিধা সৃষ্টি করে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।❤️❤️

কিন্তু ভাইয়া বাইকের লাইট সজ্জিত করার কারণে রাস্তার পথ মানুষের এমনকি অন্যান্য যানবাহনের পথে চলার অসুবিধা সৃষ্টি করে।

ঠিক বলেছেন ভাইয়া । তবে আমার এই লাইটটি তেলের টেংকির মধ্যে লাগিয়েছি । যেটি খুব সহজে অন্য কোন যানবাহনের পথ চলার অসুবিধা সৃষ্টি করবে বলে আমার মনে হয় না...

ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰🌷❤️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64