DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি একটি ঘাস অথবা কাঠ কাটার মেশিন তৈরি] || 10% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



বিষয়:
আজ আমি একটি ঘাস কাটার বা কাঠ কাটার মেশিন বানিয়ে দেখাবো । কম খরচে কিভাবে একটি ঘাস কাটা অথবা কাঠ কাটার মেশিন বানানো যায়। আশা করি ভালো লাগবে।


1631530517351.jpg

↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



যেগুলো প্রয়োজন হয়েছে :-

1631526196074.jpg



(১) ১২ ভোল্টের ৭৭৫ মটোর।

দারাজ থেকে কিনেছিলাম


1631526956880.jpg

(২) 10MM 16MM সার্কুলার ব্লেড স্লিভ বেঞ্চ টুলস।
দারাজ থেকে কিনেছিলাম

1631526962373 (1).jpg


(৩)বীর সার্কুলার ব্লেড 4 " (110 মিমি)
দারাজ থেকে কিনেছিলাম


💢১ম ধাপ💢


20210913_163817.jpg

  • প্রথমে মটোর এর (+) এ লালা তার এবং (-) এ কালো তারটি লাগিয়ে নিবো ।

💢২য় ধাপ💢


1631526391324.jpg



1631526965474.jpg



  • আমি এরকম একটি পাইপের ভিতরে মটোরটিকে ফিট করে । গ্লু গান দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি।।

💢৩য় ধাপ💢


1631530464169.jpg

  • সার্কুলার ব্লেড স্লিভ বেঞ্চ টুলসটি লাগিয়ে নাট গুলো ভালোভাবে টাইট দিয়ে নিবো ,যাতে খুলে এসে কোন দূর্ঘটনা না ঘটে।

💢৪র্থ ধাপ💢


1631530492167.jpg

1631530486975.jpg

  • এর পর উপরের নাটটিও এভাবে ভালো ভাবে টাইট দিতে হবে যাতে ব্লেটটি বেড় হয়ে না আসে।

💢৫ম ধাপ💢


1631526419562.jpg

1631526477873.jpg

1631530514161.jpg

  • সব শেষে দেখতে এরকম হয়েছে। এটি দিয়ে আমরা গাছের মোটা মোটা ডাল , কাঠ , এবং ঘাস ইত্যাদি কাটতে পারবো খুব সহজে। এটি খুব শক্তিশালী একটি মটোর।

💢পরিক্ষা করি💢


20210913_172337.jpg

  • প্রথমে ১২ভোল্টের ব্যাটারিতে মোটোরের (+) টা (+)এ দিবো এবং (-)টা (-) এ দিবো এর পর মটোর ঘুরতে শুরু করবে । আপনারা চাইলে একটি সুইচ ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে কোনো সুইচ নেই তাই দেখাতে পারলাম না।

1631530517351.jpg

20210913_173118.jpg

1631530538906.jpg

  • আপনারা নিজেই দেখুন কাঠটি কিভাবে খুব অল্প সময়ে কাঁটা যাচ্ছে । আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না।


আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার তৈরি ঘাস কাটা অথবা কাঠ কাটা মেশিন খুবই সুন্দর এবং উপকারী সামগ্রী। আপনি খুবই সুন্দর ভাবে নিপুণ হাতে তৈরি করেছেন। আশা করি সামনের দিনগুলোতে আপনার জন্য ভালো কিছু হবে এবং দেশের উপকারে আসবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে..

আপনি খুবই সুন্দর ভাবে নিপুণ হাতে তৈরি করেছেন। আশা করি সামনের দিনগুলোতে আপনার জন্য ভালো কিছু হবে এবং দেশের উপকারে আসবেন।

দোয়া করবেন ভাই দেশের উপকারে আসতে না পারলেও মানুষের উপকারে যেনো আসতে পারি ।

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

অনেক সুন্দর হয়েছে ভাই।আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️🥰
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️

 3 years ago 

বাহ ভাই। খুবই সুন্দর কাজ। তোমার ক্রিয়েটিভিটি দেখে আমি আবাক। তোমার DIY প্রজেক্ট গুলো খুবই কার্যকর। তোমার জন্য শুভকামনা।।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...
আমার প্রজেক্ট গুলো আপনার কাছে ভালো লেগবে আমি ভাবতে পারিনি।।। 🥰🥰❤️❤️🌷🌷
ভালোবাসা অবিরাম‌ ভাইয়া।।।💢💢

 3 years ago 

🙂

 3 years ago 

🥰

 3 years ago (edited)

ধন্যবাদ @amarbanglablog এবং @rme দাদাকে
দাদা আছে বলেই আমারা আছি।।।।।🥰🥰
ভালোবাসা অবিরাম দাদা.....❤️❤️❤️🌷🌷🌷🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64