মুঠো ফোনে ফুলের ফটোগ্রাফি

" আজ সোমবার - ১৮ই বৈশাখ - ১৪৩০ বঙ্গাব্দ, ০১মে - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-05-01_01-32-40-168.jpg

Source

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। আর সেই ফুলের সৌন্দর্য দেখে সর্বদাই আমরা বিমোহিত হয়ে যাই। ফুলের সৌন্দর্য দেখে এমন কেউ নেই যে আকর্ষিত হয় না। আমার কাছে তো ফুল ভীষণ ভালো লাগে, ছোট বড় সব রংবেরঙের ফুলগুলো আমাকে খুবই আকর্ষণ করে।

আমার তো মনে হয় শুধু আমি নই, ফুলের সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। আর এখন তো আমি আমার প্রিয় কমিউনিটিতে ফুলের ফটোগ্রাফি করার জন্য, যখন যেখানে যেই ফুল দেখি, তখনই সেই সুন্দর ফুলের ফটোগ্রাফি করে রাখি। আর সেই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

মাঝে মাঝে তো ফুলের ফটোগ্রাফি করার জন্য নার্সারিতেও চলে যাই। তবে আজ আমি কোন নার্সারি থেকে ফুলের ফটোগ্রাফি করিনি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আমার মোবাইল ফোনে ধারণ করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার ফুলের ফটোগ্রাফি থেকে ঘুরে আসা যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG-20230501-WA0002.jpg

IMG-20230501-WA0003.jpg

১।
এই ফুলটির নাম কি? তা হয়তো আপনারা সকলেই জানেন। নতুন করে এই ফুলের পরিচয় দেবার কিছুই নেই। তবুও বলছি এই ফুলটি হচ্ছে, ফুলের রানী গোলাপ। আর এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমার নিজ গাছ থেকেই করেছি। এইতো সেদিন একই সাথে রোদ ও বৃষ্টি ছিল। বৃষ্টি শেষ হয়ে যাবার পরপরই বৃষ্টিস্নাত গোলাপ ফুলটির উপর রোদের ঝলকানি পড়েছিল, আর তাই দেখে মনে হচ্ছিল গোলাপ ফুলটি হেসে উঠেছিল, আর তখনই আমি ফটোগ্রাফিটি করেছি।

" ফটোগ্রাফি : ২ "

IMG-20230501-WA0007.jpg

২।
এই ফুলটির নাম সাদা রঙ্গন ফুল। আমরা সচরাচর লাল রঙ্গন ফুলটি বেশি দেখতে পাই। সাদা রঙ্গন ফুল খুব বেশি একটা চোখে পড়ে না। আমি কিছুদিন আগে আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম, তখনই এই সাদা রঙ্গন ফুলটি চোখে পড়ে যায়। আর তখনই আমি সাদা রঙ্গন ফুলের সৌন্দর্য দেখে, সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করেছি।

" ফটোগ্রাফি : ৩ "

IMG-20230501-WA0005.jpg

৩।
এই ফুলটির নাম পিংক এক্সোরা ফ্লাওয়ার। এই ফুলটির নাম আমার জানা ছিল না, তাই গুগলে সার্চ দিয়ে নামটি পেয়েছি। ফুলটিকে দেখে মনে হচ্ছিল, প্রখর রোদের উত্তাপে ফুলটি জ্বলে যাচ্ছিল। যদিওবা কখনো কখনো রৌদ্রজ্জ্বল ফুল গুলো দেখতে বেশি সুন্দর হয়। কিন্তু সেদিন আমার কাছে তা মনে হয়নি।

" ফটোগ্রাফি : ৪ "

IMG-20230501-WA0001.jpg

৪।
এই ফুলটির নাম লাল রঙ্গন ফুল। লাল রঙ্গন ফুলও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। কেননা বিভিন্ন অফিস আদালতে, কিংবা বাড়ির আঙিনাতে যত্রতত্রই এই ফুলটি দেখা যায়। থোকায় থোকায় লাল রঙ্গন ফুল যখন গাছে শোভা পায়, তখন দেখতে ভারী সুন্দর লাগে।

" ফটোগ্রাফি : ৫ "

IMG-20230501-WA0000.jpg

৫।
এই ফুলটির নাম হলুদ রঙ্গন ফুল। এই হলুদ বর্ণের রঙ্গন ফুলটি সেদিন হঠাৎই আমার চোখে পড়ে গিয়েছে। আমি এর আগে খুব বেশি একটা হলুদ রঙ্গন ফুল দেখিনি। তবে ইদানিং রঙ্গন ফুলের বিভিন্ন কালার চোখে পড়ে যায়। যদিওবা ফুলগুলো খুব বেশি ফুটে উঠেনি, তবুও ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ৬ "

IMG-20230501-WA0006.jpg

৬।
এই ফুলটি গোলাপি জবা ফুল। লাল জবা ফুল, সাদা জবা ফুল, অরেঞ্জ কালারের জবা ফুল, ও গোলাপি জবা ফুল, সব রঙের জবা ফুলগুলোই দেখতে ভারী সুন্দর হয়। যেদিন আমার কাজিনের বাসায় গিয়েছিলাম, সেদিনই এই গোলাপি রঙের জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর আজ তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

" ফটোগ্রাফি : ৭ "

IMG-20230501-WA0008.jpg

৭।
এই ফুলটি হচ্ছে জংলি ফুল। এই ফুলটির নাম আমার জানা নেই। তবে হলুদ রঙের ফুলটি কিন্তু দেখতে খুবই চমৎকার। রাস্তার ধারে এই ফুলের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায়। ফুল নার্সারিতেই হোক, কিংবা বাড়িতেই হোক, কিংবা পথের ধারে, যেখানেই ফুল ফুটুক না কেন, তার সৌন্দর্য সব সময় ছড়িয়েই যায়।

photographerDeviceLocation
@mahbubul.lemonOppo A16kurigram sador



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 2 years ago 

মুঠো ফোনে তোলা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো ভাইয়া। আপনি রঙন ফুলের বেশ কয়টা কালার শেয়ার করলেন খুবই ভালো লাগলো। বন্য ফুলটিও কিন্তু কম সুন্দর নয়।সবগুলো ফুলের ফটোগ্রাফি এক কথায় অসাধারন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর কিছু জানাও অজানা ফুলের ফটোগ্রাফি আপনি আপনার মুঠোফোনে ধারণ করলেন। আপনার করা আজকের প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে ভাইয়া। হলুদ আর গোলাপি রঙের ছেয়ে গেছে আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগছে।তাছাড়া দারুন ক্যাপচার করেছেন।গোলাপ, রঙ্গন, জংলি ফুল আমার সবথেকে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।সবগুলো ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এত সুন্দর সুন্দর ফুল সামনে দেখতে পেলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

এখানে বেশ গুটি কয়েক জন ছাড়া ফটোগ্রাফি করে কিন্তু মুঠো ফোনের মাধ্যমে ফটোগ্রাফি করার সংখ্যা অনেক বেশি। মুঠো ফোনে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সত্যি চোখ দিলে চোখ জুড়িয়ে যায়। অবিশ্বাস্যকর লাগতেছে মুঠো ফোন দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি নিয়েছে আপনি সত্যি অসাধারণ লাগতেছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে দারুণ হয়ছে।

 2 years ago 

আপু, আমার ফটোগ্রাফি দেখে আপনার চোখ জুড়িয়ে গেছে এতেই আমার ফটোগ্রাফি করাটা সার্থকতা লাভ করেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই, অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রানী গোলাম ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ ফুলের পাপের উপরে হালকা পানি জমে আছে যেটা এই ফুলের সৌন্দর্যটা পুরোপুরি ফুটে তুলতে সাহায্য করেছে। তাছাড়া অন্যান্য ছবিগুলোও স্বচ্ছ এবং সুন্দর ছিল। এমন সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করে আমাকে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 97331.61
ETH 3443.25
USDT 1.00
SBD 3.05