বাইক ট্যুর (Bike Tour) : পর্ব - ৬... || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

" আজ শনিবার - ১৬ই আশ্বিন - ১৪২৯ বঙ্গাব্দ ০১অক্টোবর - ২০২২ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-09-28_19-54-42-449.jpg

বাইক ট্যুর (Bike Tour) : পর্ব - ৫...

পোষ্টের লিংক

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আমার বাইক ট্যুর (Bike Tour) : পর্ব - ৬... উপস্থাপন করব। আমরা হোটেলে উঠার পর ক্লান্ত শরীরটাকে কিছুটা বিশ্রাম দেয়ার জন্য দের থেকে দুই ঘন্টা শুয়ে কাটালাম। এরপর বিকেলের দিকে ছুটে গেলাম মাওয়া ঘাটে, যে ঘাটের কথা মানুষের মুখে অনেক শুনেছি। কিন্তু স্বচক্ষে দেখার এই প্রথমবার সৌভাগ্য হল। আমরা ক্লান্ত থাকার কারণে হোটেলেই দুপুরের খাবার খেয়েছিলাম। তাই চিন্তা করলাম বিকেল বেলা মাওয়া ঘাটে ঘোরাফেরা করে সন্ধ্যায় এখানেই চা নাস্তা খেয়ে একবারে রাতের খাবার খেয়ে তবেই হোটেলে ফিরব। তাই আমরা মাওয়া ঘাটে অনেকটা সময় পার করেছিলাম। বিকেলে পদ্মা নদীর তীরে ফুরফুরে হাওয়ায় কখন যে আমাদের সময় কেটে যাচ্ছিল তা আমরা বুঝে উঠতে পারিনি।

যখন থেকে আমরা পদ্মা সেতু দেখতে আসার প্ল্যান প্রোগ্রাম করছিলাম তখন থেকেই এই মাওয়া ঘাট নিয়ে মনের ভেতর দারুণ কল্পনা জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই মুহূর্ত এল মাওয়া ঘাট দেখে সকল জল্পনা কল্পনার অবসান ঘটাতে পেরেছি। মনের ভেতরে খুবই ভালো লাগা কাজ করছিল এই মাওয়া ঘাটে এসে। প্রথমত এই মাওয়া ঘাট ইলিশের জন্য বিখ্যাত অন্যদিকে এই মাওয়া ঘাট থেকে পদ্মা সেতু দেখতে পাওয়া। সব মিলিয়ে চোখ জুড়ানো, মন মাতানো পরিবেশ। যা দেখে চোখ জুড়িয়ে গেল।

IMG_20220928_010736.jpg

IMG_20220928_030047.jpg

এই সেই মাওয়া ঘাট। যেই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করতো। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে এই ঘাটে তেমন একটা লোকজনের সমাগম নেই। মনে হচ্ছিল লোকজন বিহীন এই ঘাট যেন তার যৌবন হারিয়ে ফেলেছে। তবে মাওয়া ঘাটে যাওয়া অসংখ্য দর্শনার্থীর ভির রয়েছে এখানে। মাওয়া ঘাটের সৌন্দর্যকে অবলোকন করার জন্য অনেকেই সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সূর্যাস্তকে দেখার জন্য।

IMG_20220928_010651.jpg

দূরে পদ্মা সেতু দেখতে পাওয়া যায় বলে এখানে শত শত লোকের ভিড় লক্ষ্য করা যায়। আমরা ওইখানে দাঁড়িয়ে দূর থেকে পদ্মা সেতু দেখছিলাম। পদ্মা নদীর ওপর দিয়ে যে সেতুটি নির্মাণ করা হয়েছে তা দেখতে সত্যিই অনেক অনেক সুন্দর লাগছিল। মাওয়া ঘাট থেকে পদ্মা সেতুটির দিনে এক রকম সৌন্দর্য দেখায় এবং রাত্রে লাইটিং এর কারণে এই সেতুটি অন্যরকম এক সাজে সজ্জিত হয়। যা বলে বোঝানো সম্ভব নয়।

IMG_20220928_030019.jpg

IMG_20220928_025801.jpg

এখানে বেশ কয়েকটি স্পিড বোট রয়েছে যা ভাড়ায় চালিত। মাওয়া ঘাট থেকে পদ্মা সেতুর নিচ থেকে ঘুরে আসতে জনপ্রতি ভাড়া ছিল ১৫০ টাকা। আমিও এই স্পিডবোটে ওঠার জন্য মনস্থির করলাম। কিন্তু আমার অর্ধাঙ্গিনী সাঁতার জানে না বলে স্পিডবোটে চরতে রাজি নয়। আর আমাকেও বাধা দিল আমি যেন স্পিড বোটে না চরি। হোম মিনিস্টারের হুকুম বলে কথা, তাই আর কথা না বাড়িয়ে স্পিড বোটে চড়া বাতিল করে দিলাম।

IMG_20220928_010848.jpg

IMG_20220928_011610.jpg

IMG_20220928_025919.jpg

আমরা ঘুরতে ঘুরতে ফেরিঘাটের প্লাটফর্মে উঠে পড়লাম। এখানে দাঁড়িয়ে পদ্মা নদীর ঠান্ডা হাওয়া আমাদের শরীরকে যেন শীতল করে দিচ্ছিল। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু এই ঠান্ডা হাওয়ায় আমরা কিছুতেই গরমের উপস্থিতি টের পাচ্ছিলাম না। আমরা এখানে দাড়িয়ে দুই একটি ছবি তুলে নিলাম আমার মোবাইল ফোনে।

আশা করি আমার বাইক ট্যুর (Bike Tour) : পর্ব - ৬... পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ দারুণ ঘোরাঘুরি করছেন ভাই। মাওয়া ঘাটে গেলেন আর ইলিশ খেলেন না এটা সত্যি কেমন লাগল। এবং স্প্রিড বোর্ড নিয়ে পদ্মা সেতু পযর্ন্ত ১৫০ টাকা। একটু ঝুঁকি আছে তবে ঘুরে আসা উচিত ছিল। যাইহোক বেশ চমৎকার ছিল আপনার ম্রমণের এই পর্বটা।।

 2 years ago 

ভাইয়া আমার বাইক ট্যুর পর্ব চলছে তাই মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার পর্বটি পরে এসেছে। মাওয়া ঘাটে যাব আর ইলিশ খাব না এমনটি না হওয়ারই কথা। দয়া করে আমার পোস্টে গিয়ে ঘুরে আসবেন। কুটুম বাড়ি রেস্টুরেন্টে ইলিশ খাওয়ার পর্বটি পোস্ট করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আহারে ভাইয়া হোম মিমিস্টার কথায় স্পিড বোট করে পদ্মা বিজ্র দেখতে পারলেন না।আসলে আমার অনেক ভয় লাগে । পানি স্রোত জোয়ারের বেগ বেড়ে যদি পড়ে যায় এরকম আমার চিন্তা হয়। আপনার হোম মিনিস্টার প্রিয় ভাবী মাওয়া ঘাট এর বাইক টু্্যার সবকিছু মিলিয়ে সুন্দর সময় কাটিয়েছেন।মাওয়া ঘাট কিছু অংশের ফটোগ্রাফি আর মাওয়া ঘাটের সুন্দর মুহুর্ত উপভোগ করছেন। আমাদের সাথে শেয়ার করাব জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যিই আপু, সময়টা অনেক সুন্দর কাটিয়েছি, বাইকে করে ভ্রমণ তাও আবার অর্ধাঙ্গিনীর সাথে। মাওয়া ঘাটে কাটানো সুন্দর মুহূর্ত যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

শরীরে ক্লান্তি দূর করার জন্য অবশ্যই বিশ্রাম গুরুত্বপূর্ণ।মাওয়া ঘাট ইলিশের জন্য বিখ্যাত প্রথম শুনে ভালো লাগলো।সূর্যাস্তকে দেখার জন্য মানুষ দারুণ স্থান বেছে নিয়েছে তাছাড়া মানুষের নতুনের প্রতি আকর্ষণ বেশিই থাকে ,যেমন পদ্মা সেতু।ভাবীর কথা শুনতে গিয়ে আপনার স্পিড বোটে চড়া হলো না এটা বেশ মজার।দারুণ সময় কাটিয়েছেন, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ভাবীর কথা শুনে স্পিডবোটে না চড়ে মজাটা আর পেলাম কোথায় আপু। স্পিড বোটে চড়তে পারলে ভালোলাগাটা অনেক বেড়ে যেত। আপনার ভাবি স্পিড বোটে চড়তে না দেয়ায় আফসোসটা থেকে গেল। অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু এজন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33