চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাটানো কিছু মুহূর্ত || পর্ব :- ৪

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু মুহূর্ত শেয়ার করব। কয়েকদিন আগে পর্ব ৩ শেয়ার করেছিলাম। আজকে পরবর্তী পর্ব শেয়ার করব। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।

পর্ব ১
পর্ব ২
পর্ব ৩

IMG-20240402-WA0042.jpg

বেশ কয়েকদিন আগে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম গিয়েছিলাম। সেখানে দুই দিন থাকা হয়েছে। যেহেতু সুযোগ ছিল তাই বাণিজ্য মেলা থেকে ঘুরে এসেছিলাম। এর আগেও আপনাদের সাথে তিনটি পর্ব শেয়ার করেছি। আজকের পর্বটির পরে আর একটি পর্ব শেয়ার করব। যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই এরিয়া টা অনেক বড়। মোটামুটি পুরোটাই ঘোরা হয়েছিল তাই এতগুলো পর্ব শেয়ার করছি। আসলে এক পোষ্টে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না। গত পর্বে আমি বাণিজ্য মেলা থেকে কি কি কিনেছিলাম সেগুলো শেয়ার করেছি।

IMG-20240402-WA0048.jpg

IMG-20240402-WA0066.jpg

IMG-20240402-WA0077.jpg

ফটোগ্রাফি গুলো দেখে বুঝতেই পারছেন কতটা রোদ ছিল সেদিন। রোদ হলেও পুরোটা জায়গাই ঘুরে ঘুরে দেখা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে সবকিছু ঘুরে ঘুরে দেখতে ভালই লাগছিল। তবে যেহেতু বাণিজ্য মেলা মোটামুটি সব কিছুরই দাম অনেকটা বেশি ছিল। যে জিনিসগুলো আমার কাছে একটু ইউনিক হয়ে গেছে আমি সেগুলোই কিনেছিলাম। টেস্টি ট্রিট এর খাবার গুলো আমার বেশ পছন্দ। ভেবেছিলাম একটা ওয়াফেল ট্রাই করে দেখব পরে আর হলো না। আইসক্রিম খেতে গিয়ে পরে আর খাওয়া হয়নি।

IMG-20240402-WA0085.jpg

IMG-20240402-WA0086.jpg

বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করে আমরা মেলার এই কর্নারটাই গিয়েছিলাম। এখানে মূলত ছোটদের রাইড ছিল আর বড়দেরও একটা রাইড ছিল। কোথাও ঘুরতে গেলে এই জিনিসগুলো আমি কখনোই মিস করি না। আর সব জায়গায় এই জিনিসগুলো ট্রাই করে করে এখন ভয় অনেকটাই কমে গিয়েছি। আমার ছোট থেকেই এই জিনিসগুলোর প্রতি একটা ভালোলাগা কাজ করে। তবে যেহেতু বাণিজ্য মেলা ছিল তেমন কোন নতুন রাইড দেখিনি। নৌকার এই রাইড টা ছিল। এইটাতেই উঠলাম। আমি এবং আমার কাজিনরা মিলে উঠেছিলাম। আর জায়গা মোটামুটি অনেকটাই খালি ছিল তাই আমরা একদম প্রান্তে বসেছিলাম। আসলে এই জায়গা গুলো তে না বসলে মনে হয় যেন আসল মজা টা পাওয়া যায় না। ছোটদের রাইড গুলোও আমার বেশ পছন্দ বিশেষ করে লাফানোর ওই জায়গা গুলো। তবে আমাদের এলাউ করবে না এটাই সমস্যা।

IMG-20240402-WA0084.jpg

নৌকার রাইড টায় উঠার পর পর সন্ধ্যা হয়ে এলো। দিনের বেলা থেকেও রাতের বেলায় চারপাশে এরিয়া অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা দোকান এবং পুরো জায়গাটা দারুন ভাবে লাইটিং করেছে। এরকম আলোকসজ্জা দেখতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে মেলার বাহিরের যে রোড টা সম্ভবত সিআরবি রোড বলা হয় ওই জায়গার প্রত্যেকটা গাছকে অনেক সুন্দর ভাবে লাইটিং করা হয়েছে। রাস্তায় অনেক ভিড় হওয়ার কারণে আমি সেই ফটোগ্রাফি গুলো করতে পারিনি।

IMG-20240402-WA0079.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বে মেলায় কাটানো আরো কিছু মুহূর্ত শেয়ার করব। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি এবং বর্তমানে পরবর্তী পর্যায়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনার কাটানো মুহূর্তের কথা গুলো জানতে পেরে বেশ ভালো লেগেছে আমার। একই সাথে বাণিজ্য মেলা সম্পর্কে অনেকগুলো তথ্য জানতে পেরেছি আপনার এই পোস্টটি পড়ে। বাণিজ্য মেলার বিভিন্ন প্রকারের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে বানিজ্য মেলার পরিবেশটি অত্যন্ত সুন্দর ছিল। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনি খুব সুন্দর ফটো ধারণ করেছেন। আপনি উপস্থিত থাকাকালে বেশ কিছু সুন্দর জিনিস দেখতে পেয়েছেন এবং তা আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে বর্ণনার সাথে ব্যক্ত করেছেন। আপনার এ বর্ণনা পড়ার মধ্য দিয়ে আমারও বেশ ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম।

 last month 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বাণিজ্য মেলায় সব জিনিসের দাম একটু বেশিই হয়ে থাকে। তবে ইউনিক কিছু পেলে তখন দামের দিকে না তাকিয়ে, কিনে ফেলা ভালো। কারণ না কিনলে পরে আফসোস করতে হয়। তাছাড়া ইউনিক কিছু মার্কেটের চেয়ে মেলায় বেশি পাওয়া যায়। যাইহোক ম্যাজিক বোটে চড়ে বেশ মজা করেছেন তাহলে। ম্যাজিক বোটে চড়তে আমারও খুব ভালো লাগে। তবে অবশ্যই এক প্রান্তে বসতে হবে। নয়তো ততোটা ভালো লাগে না। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এটা ঠিকই বলেছেন আপনি। অনেক কিছু মার্কেটের থেকে মেলায় গেলে বেশি পাওয়া যায়। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

চট্টগ্রাম বাণিজ্য মেলায় ঘুরাঘুরির আগের পর্বটি আমি পড়েছিলাম। আজকের পর্বটি পড়েও বেশ ভালো লাগলো। পরীক্ষার ফাঁকে মেলায় বেশ ভালই ঘোরাঘুরি হলো দেখছি।ধন্যবাদ আপু বাণিজ্য মেলায় ঘুরাঘুরির মুহূর্ত গুলো পর্ব আকারে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আপনার এই মেলা ভ্রমণের সবগুলো পর্ব আমার পড়া হয়েছে৷ আজকে এর চতুর্থ পর্ব পড়েও খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি এখানে সবগুলো ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ এখানে আপনি যে সকল সময় অতিবাহিত করেন তাও আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68297.87
ETH 3746.45
USDT 1.00
SBD 3.67