সত্যের জয় সবসময়

in আমার বাংলা ব্লগ5 months ago

28-01-2024

১৫ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


achieve-1822503_1280.jpg

Link

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা শুরু করছি। আসলে সমাজে চলতে গেলে আমাদের অনেক মানুষের সাথেই চলাফেরা করতে হয়। তাদের সাথে কুশল বিনিময় করতে হয়। তবে সমাজের এমন কিছু মানুষ আছে যারা চাপাবাজি বেশি করতে পছন্দ করে। সবসময় নিজেকে মানুষের সামনে বড় প্রমাণ করতে ব্যস্ত! কিন্তু সেই চাপাবাজি যে সবাই বুঝে এমনও না! যারা বুঝে তারা সবসময় তার থেকে দশহাত দূরে থাকে। কিন্তু কথা হলো চাপাবাজি করে নিজেকে বড় প্রমাণ করার মধ্যে কি এমন বীরত্ব লুকিয়ে আছে! আমার সঠিক জানা নেই। সমাজের এমন কিছু মানুষ আছে দেখবেন তারা আবার আপনাকে নিয়ে মিথ্যে রটনা করছে মানুষের কাছে! তারা চাই মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখুক, হিংসা করুক!

কিন্তু আপনি তো জানেন, আপনি কেমন মানুষ! কারো কথায় বা কি যায় আসে! অথচ তারা কুৎসা রটনা করে কি মজা পাই! বর্তমান প্রেক্ষাপটের আলোকে যদি বলি, তাহলে কে কাকে মেরে উপরে উঠবে এটা নিয়েই পরে আছে। সে ভাবে হয়তো তাকে মেরে দিতে পারলেই সবকিছু তার হয়ে যাবে। তার মানে মানুষ সুনাম করবে! আমার মা সবসময় একটা কথা বলে! সত্যের জয় সবসময়। হতে পারে এ জয়টা একদিন আগে অথবা পরে আসবে। তবে এটা নিশ্চিত, সত্যের জয় হবেই! মিথ্যাবাদীরা সাময়িক আনন্দ পেলেও তারা একটা সময় এসে জীবনের কাছে হেরে যায়। একটা কথা আছে, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না! আপনি যার সাথে যেমন আচরণ করবেন আপনিও ঠিক তেমনই পাবেন কোনো না কোনো সময়।

আপনি যদি সত্যকে সাপোর্ট করেন তাহলে দেখবেন একের পর এক আপনার উপর বিপদ আসতেই থাকে। কিছু মানুষ লেগে যায় আপনার পিছু! তারা আপনার ক্ষতি করতেও উঠে পরে লাগে। সমাজের সামনে আপনার ছোট একটি সত্য কথার মাধ্যমে যারা প্রতিনিয়ত অন্যায় করছে, দূর্নীতি করছে তাদের মুখোশ যখন উন্মোচন হয়ে যায় তখন আপনি হয়ে পরেন তাদের চোখে শত্রু! কিন্তু আপনি যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান ঠিকই আপনার ফলাফল পেয়ে যাবেন। তবে যাদের চোখে আপনি শত্রু তাতেই বা কি আসে যায়।

আমাদের সমাজে সবাই যেন মুখোশ পরে বসে থাকে! সামনে কত বড় বড় অন্যায় কাজ হচ্ছে কিন্তু কারো বলার সাহস নেই যে এটা ভুল হচ্ছে! প্রতিনিয়ত অন্যায়কে প্রশ্রয় দেয়া হচ্ছে। আর সুযোগ লুপে নিচ্ছে দূর্নীতিবাজরা, তেলবাজরা! সমাজের চিত্র পুরোপুরি পরিবর্তন হয়ে যায় অন্যায়ে! আমরা এমন সমাজে আছি আসলে, আপনার সামনে কাউকে খুন করে ফেললেও কেউ কিছু বলতে চাই না! সবাই মুখ বন্ধ করে বসে থাকে। তবে আমাদের উচিত ছিল অন্যায়ের প্রতিবাদ করা। আর সে প্রতিবাদ যদি সমাজের সকল মানুষকে নিয়ে করা যেত তাহলে দূর্নীতিবাজরা এতো সাহস কখনোই পেত না।

আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন দূর্নীতিতে কিন্তু খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওয়ালা বা আমি আপনি জড়িত না! দূর্নীতি তারাই করছে প্রতিনিয়ত যারা সমাজে প্রতিপত্তি করছে দিনের পর দিন! তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়ারও কেউ নেই! অনেকটা জিম্মি করে রাখা হয়েছে আমাদের! ধরুন, আমি তাদের বিরুদ্ধে কথা বলে ফেললাম। তাহলে দেখা যাবে আমার উপরই আক্রমণ শুরু করে দিবে। কিন্তু তবুও সমাজের কিছু মানুষ কিছুই বলবে না। তারা তাকিয়ে তাকিয়ে দেখেই যাবে। কিছু করার থাকে না তখন! কিন্তু তাদের উচিত ছিল এগিয়ে আসা। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

সমাজ আমার আপনার সবার! চোখের সামনেই কত অন্যায় দেখি আমরা কিন্তু বলতে পারি না! একজন হুজুর একটা কথা বলেছিল, "বিড়ালের মতো তিনশো বছর বাচারঁ দরকার নেই, সিংহের মতো একখন্ড বছর বাচঁতে চাই! " কথাটি একদম যথার্থ আসলে! এতো এতো বছর চুপ করে অন্যায়কে প্রশ্রয় দেয়ার থেকে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বরং মরে যাওয়ায় ভালো। দিনশেষে সত্যবাদীরা সবচেয়ে বেশি কষ্ট পেলেও তারাই কিন্তু একসময় জয়ী হয়!

এ দেশ, এ সমাজ তো আমাদেরই। আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে সৎ থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো । তবেই আমরা সুন্দর একটি সমাজ ও দেশ দেখতে পাবো! আজ এই পর্যন্তই! সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

সত্যের জয় সব সময় আজ নয়তো কাল সত্যের জয় হয়।মিথ্যার দৌড় বেশি কিন্তুু তা কখনোই জয় আনতে পারে না।ঠিক বলেছেন ভাইয়া খেটে খাওয়া শ্রমিক, রিক্সাওলা কখনো দূর্নীতি করে না।দূর্নীতি করে কিছু কিছু বিত্তবানরা।ধন্যবাদ ভাইয়া সুন্দর কথা গুলো তুলে ধরে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 5 months ago 

আসলেই আপু বিত্তবানরাই কিন্তু দূর্নীতি করে জাতি সমাজ ও দেশকে কলুষিত করে

 5 months ago 

এককথায় দুর্দান্ত লিখেছেন ভাই। আমাদের সমাজে আসলেই চাপাবাজদের অভাব নেই। তারা ১০ টাকা মালিক হলে সবাইকে বলে বেড়ায় ১০০০ টাকার মালিক। যদিও তারা চাপাবাজী বেশিদিন করতে পারে না। কারণ সত্য তো চাপা থাকে না, তাই কিছুদিনের মধ্যেই সত্য ফাঁস হয়ে যায়। পক্ষান্তরে আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে, যারা অন্যের ভালো দেখতে পারে না। কেউ ভালোভাবে চললে কিভাবে তার ক্ষতি করা যায়, সেটা নিয়েই সারাক্ষণ ভাবতে থাকে। মোটকথা অন্যের ক্ষতি করতে পারলেই তাদের শান্তি। কিন্তু সাময়িক এই শান্তির বিনিময়ে তারা কঠোরতম শাস্তি পায় একসময়। কারণ একটা কথা মনে রাখতে হবে যে, প্রকৃতি আমাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং সব সময় আমাদের দৃষ্টিভঙ্গি এমন থাকা উচিত, কখনো কারো উপকার করতে পারি বা না পারি, অপকার বা ক্ষতি করার কথা চিন্তাও করা যাবে না। যাইহোক এতো চমৎকার টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আসলেই ভাই সমাজে এমন কিছু মানুষ থাকেই যারা অন্যের পিছনেই লেগে থাকে। তবে আমাদের দ্বারা কারো উপকার না হোক সেদিকে দৃষ্টি রাখাই ভালো 🌼

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36