You are viewing a single comment's thread from:

RE: সত্যের জয় সবসময়

in আমার বাংলা ব্লগ5 months ago

এককথায় দুর্দান্ত লিখেছেন ভাই। আমাদের সমাজে আসলেই চাপাবাজদের অভাব নেই। তারা ১০ টাকা মালিক হলে সবাইকে বলে বেড়ায় ১০০০ টাকার মালিক। যদিও তারা চাপাবাজী বেশিদিন করতে পারে না। কারণ সত্য তো চাপা থাকে না, তাই কিছুদিনের মধ্যেই সত্য ফাঁস হয়ে যায়। পক্ষান্তরে আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে, যারা অন্যের ভালো দেখতে পারে না। কেউ ভালোভাবে চললে কিভাবে তার ক্ষতি করা যায়, সেটা নিয়েই সারাক্ষণ ভাবতে থাকে। মোটকথা অন্যের ক্ষতি করতে পারলেই তাদের শান্তি। কিন্তু সাময়িক এই শান্তির বিনিময়ে তারা কঠোরতম শাস্তি পায় একসময়। কারণ একটা কথা মনে রাখতে হবে যে, প্রকৃতি আমাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং সব সময় আমাদের দৃষ্টিভঙ্গি এমন থাকা উচিত, কখনো কারো উপকার করতে পারি বা না পারি, অপকার বা ক্ষতি করার কথা চিন্তাও করা যাবে না। যাইহোক এতো চমৎকার টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Sort:  
 5 months ago 

আসলেই ভাই সমাজে এমন কিছু মানুষ থাকেই যারা অন্যের পিছনেই লেগে থাকে। তবে আমাদের দ্বারা কারো উপকার না হোক সেদিকে দৃষ্টি রাখাই ভালো 🌼

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58098.46
ETH 3134.93
USDT 1.00
SBD 2.38