আমার তোলা কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 months ago

29-04-2024

১৬ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি ভালো থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাছাড়া আমি কোনো উপায় দেখছি না। কারণ যেভাবে টেম্পারেচার বাড়ছে তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের ভালো থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। একে তো প্রচন্ড রকমের গরম তার উপর কারেন্ট থাকছে না। তীব্র তাপদাহের কারণে এখন শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষণ করছে। এই গরমে অনেকেই হিট স্ট্রোক করছে! তবে কর্মজীবী মানুষেরা কিন্তু বসে নাই। প্রচন্ড রোদ উপেক্ষা করেই বেরিয়ে পরছে। আসলে এ সময় সুস্থ্য থাকাটাও কঠিন। গরমে কয়েকদিন ধরে আমার ঠান্ডা লেগে গিয়েছে। তাই আমি বলবো আপনারা বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

যাইহোক, আজকে আবারো চলে এলাম আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে বাড়িতে থাকা অবস্থায় অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি । গ্রামে গেলে ফটোগ্রাফি করতেই মন চায়। ভাঙা ফোন, ক্যামেরটাও তেমন ভালো নেই। বলতে পারেন ভালো লাগার একটা জায়গা থেকেই ফটোগ্রাফি করে থাকি। আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেও ভালো লাগে ।


ফটোগ্রাফিঃ০১

IMG_20240429_142047.jpg

এটি একটি উদ্ভিদ জাতীয় ফুল। দেখতেও চমৎকার লাগে। বিশেষ করে গ্রীষ্মের সিজনে বেশি দেখতে পাওয়া। রাস্তার আশেপাশে বা বিস্তৃত জঙ্গলে। যত্ন ছাড়া জন্ম নেয়া এই উদ্ভিদ জাতীয় ফুলগুলো দেখতেও চমৎকার লাগে।


ফটোগ্রাফিঃ০২

IMG_20240429_142123.jpg

IMG_20240429_142105.jpg

আমাদের বাড়ির পিছনের জমিতে পাট শাকে চাষ করা হয়েছিল। বাড়িতে যখন ছিলাম তখন পাটশাকগুলো খাওয়ার মতো হয়েছে। পাট শাক খেতে আমার দারুণ লাগে। তাছাড়া নিজের জমির শাক খাওয়ার অনুভূতিটাও অন্যরকম।


ফটোগ্রাফিঃ০৩

IMG_20240429_142219.jpg

এগুলাকে আমরা বলতাম নাক ফুলের গাছ! ছোটবেলায় এগুলো দিয়ে খেলা হতো! বাড়ির পাশে ঝোপঝাড়ে এগুলো বেশি দেখা যায়। তবে এগুলোর পাতা আবার ধরলে শরীর চুলকায়। এজন্য এগুলো থেকে দূরে থাকায় ভালো। তবে এ গাছের ফুলগুলো দেখতে চমৎকার হয়।


ফটোগ্রাফিঃ০৪

IMG_20240429_142159.jpg

এটাও একধরনের উদ্ভিদজাতীয় ফুলের গাছ। এ ফুলগুলো খেলে নাকি শরীরের জন্য। ছোটবেলায় এ ফুলগুলো ক্ষত স্থানে লাগানো হতো। লাগালে সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে যেতে। তবে ফুলগুলো সুন্দর। হলুদ রঙের মাঝে বৃত্তের মতো ফুলগুলো দেখতেও চমৎকার লাগে।


ফটোগ্রাফিঃ০৫

IMG_20240429_142303.jpg

এটি একটা নতুন জাম গাছের পাতা। নতুন জাম গাছের পাতা দেখতেও চমৎকার লাগছিল। অনেকটা বাদামী রঙের পাতা। আর কিছুদিন পর জাম গাছও বড় হয়ে যাবে।

ফটোগ্রাফিঃ০৬

IMG_20240429_142248.jpg

এটাকে আমরা বলি লাউয়ের ডুগা! মানে হচ্ছে লাউয়ের পাতার সবচেয়ে উপরের অংশ। যেটা নতুন গজিয়েছে গাছে। আর সেটা দেখতেও চমৎকার লাগে।

ফটোগ্রাফিঃ০৭

IMG_20240429_142333.jpg

এটা নিশ্চয় চিনতে পেরেছেন। এটি হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো ফুলের পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের গাছে সবেমাত্র কুমড়ো ফুল দিয়েছে। এ ফুলগুলো থেকেই একসময় কুমড়ো হয়।

ফটোগ্রাফিঃ০৮

IMG_20240429_142022.jpg

এটা আসলে একটা উদ্ভিদজাতীয় ফুল! এটার ভিতরে ছোট ছোট দানাদার বিচি পাওয়া যায়। এগুলো উপকারী কি না আমার জানা নেই। তবে আমাদের পুকুর পাড়ে এ গাছটি দেখতে পেয়েছিলাম।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail,Mymensingh



আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আশা করি জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 months ago 

ওয়াও ভাইয়া অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। আসলে আপনি ঠিক বলেছেন জঙ্গলে বিভিন্ন রকম যত্ন ছাড়া বেড়ে ওঠা সুন্দর সুন্দর ফুল দেখা যায় ফুল গুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸

 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বাড়ির আনাচে কানাচে তোলা দারুণ সব ছবি নিয়ে আপনি আজকের ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছেন ভাইয়া। ভাল হয়েছে ফটোগ্রাফি গুলো। ছবি গুলোর বর্ণনাও সুন্দর করে তুলে ধরেছেন। তবে পাট শাকের ছবিটি সবচেয়ে ভাল লেগেছে। ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমাদের জমির পাট শাক আপু! আপনার কাছে ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

আপনি ঠিক বলছেন এই সময় শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকলেও কর্মজীবি গুলোর কাজ বন্ধ নেই। তারা এই প্রচন্ড রোদের মধ্যে কাজ করে যাচ্ছে, যাইহোক আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন।সব গুলো ফটোগ্রাফি দারুণ ছিল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

কর্মজীবী মানুষরা ঠিকই রোদের মধ্যে কাজ করছে ভাই। যাইহোক, আপনার কাছে ফটোগ্রাফিগুলে ভালো লেগেছে জেনে ভালো লাগলে।

 2 months ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আজকে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। জমিতে পাট শাক চাষ করা হয়েছে, দেখে ভীষণ ভালোই লাগতেছে। নাকফুলের গাছ এটা আজকে প্রথম দেখলাম। আপনি প্রতিটি ফটোগ্রাফি বেশ দক্ষতার সাথে তুলে ধরেছেন।প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মন ভালো হয়ে যায়।

 2 months ago 

আসলেই ভাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মনটা ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

অনেক ভালো লাগলো ভাইজান আপনার আজকের অসাধারণ রেনডম ফটোগ্রাফি গুলো। প্রাকৃতিক পরিবেশ থেকে বিভিন্ন পর্যায়ে ফটো ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট সাজিয়েছেন। আপনার সুন্দর এই পোস্টটি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। আশা করবো আবারো এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 months ago 

আপনার ভালে লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 63242.16
ETH 3422.65
USDT 1.00
SBD 2.41