অভিনন্দন @RME দাদা এবং আমার বাংলা ব্লগ || The Steemit Awards 2022 - Winners

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

award-3961319_1920.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন? আমিও বেশ আছি এবং বেশ থাকার বেশ চেষ্টা করছি। সত্যি বলতে মাঝে মাঝে কিছু বিষয় বা স্বীকৃতি আমাদের চলার গতিকে দারুণভাবে প্রভাবিত করে এবং কাজের ক্ষেত্রে শতভাগ অনুপ্রেরণা যোগায়। হ্যা, অনেক স্বীকৃতি তেমন কোন গুরুত্ব বহন করে না কিংবা জীবনের উপর ততোটা প্রভাব ফেলতে পারে না, কিন্তু এটা সত্য যে স্বীকৃতি একটা অর্জন এবং সেটা কাংখিত অবস্থানে যাওয়ার জন্য অন্যতম একটা প্রেরণা। দেখুন আমাদের জীবনের ছোট ছোট অর্জনগুলো কিন্তু আমাদের দারুণভাবে প্রভাবিত করেছিলো বলেই আমরা বড় বড় অর্জনের পথে পা বাড়াতে দ্বিগুন সাহস পেয়েছিলাম, যদি সেটা না পেতাম তাহলে কিন্তু বড় অর্জনগুলো কখনোই আমাদের নিকট ধরা দিতো না। আপনি নিজেও একটু চিন্তা করে দেখুন, আপনার জীবনে ছোট ছোট অর্জনগুলোর কতটা প্রভাব ছিলো এবং মানসিকতা কতটা পরিবর্তন করতে পেরেছিলো?

আমি জানি এই ব্যাপারে আপনাদের অভিমত আমার সাথে থাকবে এবং সবাই আমার সাথেই সহমত পোষণ করবেন। দেখুন কিছু স্বীকৃত হয়তো আমাদের জন্য অতোটা গুরুত্ব বহন করে না বা করবে না কিন্তু নিজেদের মান যাচাই এবং তুলনামূলক অবস্থান বিবেচনার জন্য সেটা খুবই জরুরী হয়ে যায়। আজকের অর্জনটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য না, আজকের অর্জনটা শুধুমাত্র একদিনের পরিশ্রম না বরং সেটার জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বছরজুড়ে কাজ করতে হয়েছে এবং কমিউনিটিতে কন্ট্রিবিউশন করতে হয়েছে। আমি কি বলতে চাচ্ছি সেটা নিশ্চয় আপনাদের বোধগম্য রয়েছে? হ্যা আমি আমার বাংলা ব্লগ এবং @RME দাদার কথা বলছি। সেই শুরু হতেই একটা মানুষ কতটা পরিমশ্র করেছে, কতটা বিনিয়োগ করেছে সেটা নতুন করে হয়তো বলার প্রয়োজন নেই, তবুও যতটা পেরেছিলাম আমার নমিনেশন পোষ্টে উল্লেখ্য করার চেষ্টা করেছিলাম, আর অবশেষে সেই স্বীকৃতিটা সত্যি এসেছে এবং দাদার কন্ট্রিবিউশনের মূল্যায়ন করা হয়েছে।

হ্যা, এই স্বীকৃতি না হলেও দাদার কন্ট্রিবিউশন কিংবা কমিউনিটির প্রতি অবদান নূণ্যতমও হ্রাস পেতো, সেটা হয়তো আমরা সবাই জানি। আসলে দাদার মানসিকতাই এই রকম, এই দীর্ঘ সময় তার সাথে কাজ করে অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শিখেছি এবং অনেকভাবেই নিজেকে আরো বেশী পরিবর্তন করার চেষ্টা করেছি। কারনটা একদম সহজ, দেখুন একটা চুম্বকের সংস্পর্শে লোহাও কিন্তু চুম্বকের ন্যয় পরিবর্তন হতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের মাঝে পরিবর্তন আসাটাও স্বাভাবিক বিষয়। আমি বা আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, নতুনভাবে এবং নতুন আঙ্গিকে নিজেদের মেলে ধরতে। যে কথা বলতেছিলাম, এটার প্রয়োজন ছিলো, স্টিমিট টীম কর্তৃক এই স্বীকৃতিটা দাদাকে তার অবস্থান হতে আরো কিছু করার উৎসাহ দিবে বলে আমি বিশ্বাস করি। কারন একটা মানুষ সেই শুরু হতে একক প্রচেষ্টায় একটা কমিউনিটিকে শূণ্য হতে চূড়ায় নিয়ে এসেছেন, সেটা স্বীকৃতি না দিলে তার কাজের প্রতি এবং অবদানের প্রতি অবমূল্যায়ন করা হতো।

growth-3814606_1920.jpg

নিজে অসুস্থ্য কিংবা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা অসুস্থ্য হওয়ার পরও একটা মানুষ কতটা নিষ্ঠার সাথে কমিউনিটিতে অবদান রাখতে পারেন কিংবা কমিউনিটির প্রতি কতটা দায়িত্বশীলতার পরিচয় দেখাতে পারেন, সেটা হয়তো RME দাদাকে না দেখলে বুঝতেই পারতাম না। হয়তো বইয়ে কিংবা বইয়ের ভাষায় অনেক কিছুই আমরা পড়ি কিন্তু বাস্তব জীবনে সেটা প্রভাব খুব কমই পড়ে থাকে। কিন্তু এখানে সেটা জীবন্ত প্রভাব আমাদের সকলের উপর পতিত হচ্ছে, আপনাদের বিষয়টি হয়তো অতোটা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে এটা শতভাগ সত্য। আমরা কি করতাম? একটু মন খারাপ হলেই কমিউনিটিতে সময় দেয়া বন্ধ করে দিতাম, পরিবারের কেউ অসুস্থ্য হলেই এখান হতে মুখ ফিরিয়ে নিতাম, কারন এটাই আমাদের বৈশিষ্ট্য কিন্তু এর বাহিরেও কেউ আছেন, যার বৈশিষ্ট্য কিংবা কর্মধারা সম্পূর্ণ ভিন্ন, যে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমাদের মাঝে এবং আমার বাংলা ব্লগকে ঘিরে, যার কাছে আমার বাংলা ব্লগও একটা পরিবার।

আজকের এই অর্জন, আমি জানি না এই মুহুর্তে দাদার কি অনুভূতি কাজ করছে তবে আমার অনুভূতি আমি প্রকাশ করে দিলাম, ভেতরে চাপা দিয়ে রাখতে পারলাম না। দাদার এই অর্জন এবং আমার বাংলা ব্লগের কাজের স্বীকৃতি, দুটোই একটার সাথে আরেকটা ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে, একটার সাথে আরেকটার শিকড়েরর সম্পর্ক রয়েছে। আমরা সত্যি দারুণভাবে আবেগপ্লুত এবং চমৎকার অনুভূতির সাথে উচ্ছ্বাস নিয়ে দাদাকে অভিনন্দন জানাই, তার সাথে সাথে দাদার কণ্ঠের সাথে সমস্বরে আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন, মডারেটর এবং সদস্যদের জানাই অভিনন্দন। আশা করছি সবাই এভাবে আমার বাংলা ব্লগের সাথে এবং দাদার পাশে থাকবেন। সম্পর্কটা একদিনের জন্য হয় না, সেটা হয়ে থাকে যুগের পর যুগের জন্য।

ধন্যবাদ @steemitblog, তবে একটা বিষয় শেষে বলতে চাই, একটা মানুষ টানা বারোটা মাস ক্রমাগতভাবে কমিউনিটিতে কন্ট্রিবিউশন করলো, তাকে কিংবা তার কাজের প্রতি স্বীকৃতি স্বরূপ একটা সাপোর্ট এটা সত্যি অনাকাংখিত। আমার মতে পুরো বারো মাসের কন্ট্রিবিউশনের জন্য বারোটা সাপোর্ট নিশ্চিত করা উচিত। মূল্যায়নটা যথার্থ হওয়া উচিত, না হলে সেটাকে সঠিক মূল্যায়ন বলা যাবে না।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

প্রথমেই RME দাদাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। স্টীমিট ইতিহাসে দাদার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। দাদা যেভাবে স্টীমিটের উন্নয়নে ঝাঁপিয়ে পরেছেন এরকম আর একটি ব্যাক্তি নেই। আমাদের কমিউনিটির প্রান হলো আমাদের দাদা, একমাত্র নিজের পরিশ্রম এবং মূলধন দিয়ে গড়ে তুলেছেন হাজারো মানুষের স্বপ্নের কমিউনিটি। আমি নিজেও আমার নমিনেশন পোস্টে চেষ্টা করেছি দাদাকে সমর্থন করার। গতকাল যখন পুরষ্কারের পোস্টটি দেখেছি সত্যিই এ আনন্দ বলে বোঝাতে পারবো না।

আমার মতে পুরো বারো মাসের কন্ট্রিবিউশনের জন্য বারোটা সাপোর্ট নিশ্চিত করা উচিত।

আমিও আপনার কথার সাথে একমত, শুধুমাত্র একটি সাপোর্ট এটা গ্রহনযোগ্য নয়। বারো মাসের অবদান মূল্যয়ন করে সাপোর্ট করা উচিত।

 2 years ago 

@rme দাদার জন্য অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো ।আপনার পুরো পোষ্টটি পড়ে এত ভালো লাগছে আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না। আসলে আমরা এখন একটি পরশপাথরকে কেন্দ্র করে আমাদের ব্লগিং জার্নিটি পরিচালিত করছি। আর আমাদের সেই পরশপাথর হল দাদা। ঠিকই বলেছেন এক খন্ড চুম্বক যেমন চারিপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে তেমনি আমরা দাদাকে কেন্দ্র করে এখন সফলতার শীর্ষে।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন ভাই আমার বাংলা ব্লগের আজকের এই অবস্থান একদিনে হয় নাই। আমাদের দাদার দেড়বছরের অক্লান্ত পরিশ্রম এবং আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটর মেম্বার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ আমযা এই অবস্থানে। যদিও আমাদের দাদা কখনোই উনাদের সাহায্য বা সাপোর্টের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু এই স্বীকৃতি টা না পেলে একেবারে কেমন হয়ে যেত। এটা দরকার ছিল। আমিও স্টিমিট টিমকে ধন্যবাদ দিতে চাই।।

 2 years ago 

প্রথমে rme দাদাকে অনেক শুভেচ্ছা জানাই। আসলে দাদার অবদান স্টিমেট প্লাটফর্ম কখনো ভুলতে পারবে না।দাদা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং স্টিমেট প্লাটফর্ম থেকে দুর্নীতি দূর করার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। আসলে এই পুরস্কারটি জন্য প্রাপ্য ছিল। যোগ্য লোকের যোগ্য পুরস্কার দিয়েছে। এটাই আমাদের আনন্দ। আর আমার বাংলা ব্লগ আমাদের প্রাণ আর সেই প্রাণের স্পন্দন হলো আমাদের দাদা। সত্যিই খুবই ভালো লাগছে আজকে।

 2 years ago 

কলকে যখন ডিসকোর্টে এনাউন্সমেন্ট দেখলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে Steemit Team কর্তৃক আমার বাংলা ব্লগকে অন্যতম সেরা ব্লগিং কমিউনিটি হিসেবে স্বীকৃতি দান করেছেন।‌‌ জেনে ভীষণ খুশি হয়েছিলাম। সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটি খুব তাড়াতাড়ি ভালো একটা অবস্থানে গিয়েছে। rme দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি সব সময়ই আমার বাংলা ব্লগ কমিউনিটি এভাবেই অনেক দুরের এগিয়ে যাবে ইনশাল্লাহ 🤲

দেখুন একটা চুম্বকের সংস্পর্শে লোহাও কিন্তু চুম্বকের ন্যয় পরিবর্তন হতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের মাঝে পরিবর্তন আসাটাও স্বাভাবিক বিষয়।

এটা খুবই মূল্যবান কথা বলেছেন হাফিজ ভাই। দাদার এই অর্জন আমাদেরও হয়তো কোন না কোন দিক থেকে অনেকটাই উদ্যোগী করে গড়ে তুলবে।

প্রথমে তো rme দা কে অভিনন্দন জানাতে চাই, আর দাদার কাজের জন্য স্বীকৃতি স্বরূপ একটা সাপোর্ট সত্যিই অনাকাংখিত। আমার মতে পুরো বারো মাসের কন্ট্রিবিউশনের জন্য বারোটা সাপোর্ট নিশ্চিত করা উচিত ছিল।

 2 years ago 

দাদার অবদান বলতে গেলে অনেক স্টিমিট কমিউনিটিতে। আমি বলতে চাই, এই স্টিমিট প্লাটফর্ম যে তৈরি করেছে তার থেকেও বেশি অবদান দাদার! এটা বললেও ভুল হবে না। দাদার কঠোর পরিশ্রম ও একক প্রচেষ্টায় স্টিমিটের অবস্থান ধীরে ধীরে ব্লকচেইনে বৃদ্ধি! আসলে দাদা কঠিন মোমেন্টেও আমাদের পাশে ছিল। কত ঝড়-ঝাপটা উপর দিয়ে হল কিন্তু দাদা ঠিকই আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন! এমন একজন মানুষের ছায়াতলে আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করি! স্টিমিটব্লগকে ধন্যবাদ দিতে চাই দাদার অবদানকে স্বীকৃত দেয়ার জন্য 🌼

 2 years ago 

হাফিজ ভাই আপনি এর আগে একটা পোস্ট লিখেছেন ৷ যে বছরের সেরা কমিউনিটি আমার বাংলা ব্লগ হওয়ার যোগ্য কি না ৷
আর সত্যি বলতে দাদা দেয়া এনাউন্সমেন্টে দেখে সত্যি অনেক ভালো লেগেছিল ৷ আসলে এর পিছনে সম্পুর্ণ দাদা ৷ আর দাদার কারনে ই এটা সম্ভব হয়েছে ৷ যেখানে হাজারো কমিউনিটি সেখান থেকে সেরা হওয়া এটা কী কম কথা ৷
আমি তো মনে করি আমার বাংলা ব্লগের সকল ইউজাররা গর্বিত ৷ যে এতো সুন্দর একটি কমিউনিটি তে কাজ করতে পেরে ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60506.21
ETH 3313.49
USDT 1.00
SBD 2.38