বৃষ্টির ভিন্ন অনুভূতির গল্প সাথে ফটোগ্রাফি || My Rainy Photography

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন? আমিও বেশ আছি মানে আগের তুলনায় ভালো তবে একদম আগের মতো না। আসলে আবহাওয়া যেমন দ্রুত বদলে যায় ঠিক তেমনি আমাদের মানসিকতাও হুট করে বদলে যায়। সত্যি কোন নোটিশ প্রদান করে না, তাই কোন রকম প্রস্তুতি নেয়ার সুযোগও থাকে না। অনেকটা বাড়ীর বউ এর মতো, কখন যে মনের ভিতর কি চলে স্টার জলসার মতো, বাবারে বাবা বুঝা বড্ড বেশী মুশলিক। কি অন্য কিছু নিয়ে চিন্তা শুরু করে দিলেন, এইডা হলো আপনাগো বড় দোষ। আরে ভাই কথা প্রসঙ্গে কথা বললাম আর কি, আমার সাথে কিছুই হয় নাই হে হে হে। হওয়ার কোন সুযোগই নেই, দিলেতো হবে।

দেখুন জীবনটাই একটা সমাঝোতা, এখানে যে যত নিখূঁতভাবে সমাঝোতা করতে পারে তার অবস্থান ততো শক্ত অবস্থানে রাখতে সক্ষমতা লাভ করে। এখন আপনিই চিন্তা করুন, নিজের জীবন এবং পজিশন নিয়ে। আমি এই রকম অনেক লোকের সাক্ষাত পেয়েছি, জীবনের শেষ সময়টায় এসে অহেতুক নানা বিষয় নিয়ে আফসুস করতে। কারন তাদের ভাষ্য হলো, যদি কিছু বিষয়ে সমাঝোতা করতে পারতাম তাহলে শেষ সময়ে জীবনটা অন্য রকম হতে পারতো। কিন্তু কি আর করার, এখনতো আর সেই সুযোগ নেই তবে ভুল করেছি সেটা স্বীকার করতে দোষের কি? একজন বয়স্ক এ্যাডভোকেট আছেন যার কিছু কাজ মাঝে মাঝে আমি করে দেই, কথা প্রসঙ্গে উনিও একদিন এই রকম আফসোস করলেন, আর বললেন জীবনের কিছু কিছু ক্ষেত্রে সমাঝোতা করাটা খুবই জরুরী কিন্তু আমরা সেটা সময় মতো বুঝতে চাই না বা বুঝতে পারি না।

IMG_20220328_171558.jpg

IMG_20220328_171556.jpg


আশা করছি বাস্তবতাটা এখন আপনাদের নিকট পরিস্কার, তাই সময় থাকতে এবং সুযোগ চলে যাওয়ার পূর্বেই সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ। এখন আপনি যদি নিজেকে বোকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমি কিন্তু এই বিষয়ে খুবই সচেতন, তবে হ্যা, নীতির ক্ষেত্রে কখনো আপোষ এর চিন্তা আমার মাথায় আসে নাই, আর ভবিষ্যতে আসার সুযোগও নেই। তারপরও ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না বা করাও সম্ভব না। তবে হ্যা, এতটুকু বলতে পারি আমি সর্বদা আমার নিজস্ব নীতিতে অটল।

IMG_20220328_165956.jpg

IMG_20220328_170209.jpg

IMG_20220328_171331.jpg

IMG_20220328_171405.jpg

IMG_20220328_171438.jpg


যাইহোক, আসল কথায় ফিরে আসি, শুরুটা করেছিলাম প্রকৃতি নিয়ে মানে আবহাওয়া হুট করে বদলে যাওয়া নিয়ে। এই বিষয়টির অনেক মিল খুঁজে পাওয়া যায় আমাদের জীবনের মাঝে। তাই প্রসঙ্গক্রমে কিছু কথা বলে নিলাম। আবহাওয়ার বিষয়টি এখন বেশ প্যারা দিচ্ছে আমায়, কারন গরম আমাদের বড় দুশমন। তবে বৃষ্টি, আহ! সেটা আমি খুবই ভালোবাসি এবং দারুণভাবে উপভোগ করি। এই সময়টায় খুব বেশী বৃষ্টিপাত হয় না, তবে হুট হাট করে মাঝে মধ্যেই বেশ স্বস্তিদায়ক বৃষ্টি হয়ে থাকে। ঐ যে বললাম আবহাওয়া সব সময় নোটিশ দিয়ে কাজ করে না, তাই বৃষ্টিও সর্বদা বলে কয়ে আসে না। যার কারনে মাঝে মধ্যে আমরা যেমন বৃষ্টির কারনে বিপদে পড়ে যাই আবার ঠিক তেমনি বেশ আনন্দ উপভোগ করার সুযোগ পাই।

IMG_20220328_171530.jpg

IMG_20220328_171453.jpg

IMG_20220328_171456.jpg

IMG_20220328_171510.jpg

IMG_20220328_171553.jpg


সেদিন ঢাকা হতে সাভার যাওয়ার পথে, হুট করেই এই রকম স্বস্তিদায়ক কিছু অনুভূতি তৈরী করার সুযোগ পেয়েছিলাম। বাড়ী হতে যখন বের হই তখন বেশ রৌদ্র ছিলো আকাশে। তাই গরমের অনুভূতি এড়ানোর জন্য উবার নিলাম। কিন্তু শাহবাগ পাড় হওয়ার পরই দেখলাম আকাশ দ্রুত পাল্টে যাচ্ছে, চারপাশ বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। তারপর দৈনিক বাংলা ক্রস করার আগেই স্বস্তির বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সত্যি দারুণ একটা উপভোগ্য পরিবেশ তৈরী হয়েছিলো তখন। আমি গাড়ীর ভিতর হতেই বেশ কিছু দৃশ্য ক্যাপচার করি এবং এটা গাবতলী যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। তো আজকের এই লেখার সাথে সেদিনের ভিন্ন প্রকৃতির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আশা করছি দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20220328_171727.jpg

IMG_20220328_172026.jpg

IMG_20220328_172958.jpg

IMG_20220328_173656.jpg

IMG_20220328_174524.jpg


অবশ্য গন্তব্যে পৌছানের পূর্বেই বৃষ্টি ষড়যন্ত্র করে চলে গিয়েছিলো, মানে গাড়ী হতে নামার পর বৃষ্টির দেখা পাই নাই কিন্তু তিনি যে এসেছিলেন চারপাশে তার বেশ ভালো স্বাক্ষী রেখেগিয়েছিলেন। যা বুঝার বুঝে নেন, আমি গাড়ী হতে নামলাম এখন বাড়ীর ভিতরে প্রবেশ করবো, তাই আর কিছু লেখা যাবে না হা হা হা।

তারিখঃ মার্চ ২৮, ২০২২ ইং।
লোকেশনঃ শাহবাগ-গাবতলী সড়ক পথ।
ক্যামেরাঃ Redmi 9, Xiaomi স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah


Leader Banner-Final.png


আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



Banner.png

Sort:  
 2 years ago 

সময় থাকতে যেকোনো কাজ করলে পরে আফসোস করতে হয় না।কিন্তু আমরা বাঙালিরা এই কথাটি জেনেও কোথাও যেন উদাসীনতার পরিচয় দিয়ে থাকি ।ফলে সুযোগটা হাতছাড়া হয়ে যায়।যাইহোক আপনার গরমকালে বৃষ্টির গল্প শুনতে কিন্তু বেশ মজাই লাগলো ভাইয়া।ছবিগুলো ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকটা বাড়ীর বউ এর মতো, কখন যে মনের ভিতর কি চলে স্টার জলসার মতো, বাবারে বাবা বুঝা বড্ড বেশী মুশলিক

কথাটা ভালো লেগেছে ভাই।আর হটাৎ এইরকম কিছু ভালো হয় না আমি মনে করি।কারন একটা ভালো জিনিস জিবনে পেতে হলে অনেক সাধনা করতে হয়।তেমনি আপনার চলার পথে যে হটাৎ বৃষ্টি আবার আবহাওয়া পাল্টানো এতে করে আমাদের শরীরের বিভিন্ন অসুখ হয়ে থাকে।তবুও শেষ বিকেলের সূর্যের সাথে বৃষ্টি দেখতে ভালই লাগতেছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফির সাথে সুন্দর কথাগুলো বর্ণনা করার জন্য।

 2 years ago 

জীবনের শেষ সময়টায় এসে অহেতুক নানা বিষয় নিয়ে আফসুস করতে।

আফসুস জীবণে হতাশা ছাড়া কিছুই দিতে পারে না। তাই আমি মনে করি কোনো কাজে যদি আফসুসই করতে হয় সেই কাজ আগে থেকেই গুছাতে হবে। পরবর্তী যদি হতো এটা বলে আফসুস করাটা বোকামী ছড়া আর কিছুই না। আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়েই চলতে হবে।
আর আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিলো ভাই। রাস্তার ফটোগ্রাফি আমার নিজের কাছেও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ কিছু কথা ও ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

তাই সময় থাকতে এবং সুযোগ চলে যাওয়ার পূর্বেই সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ।

আসলে আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। আসলে সঠিক সময় যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে সেই কাজটি পরবর্তীতে আর করা সম্ভব হয় না। তাই সব সময় সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া উচিত। অনেক সুন্দর কথা বলেছেন ভাইয়া। আপনার পোষ্টগুলো যখনই পড়ি তখন অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো জানতে পারি। তবে যাইহোক ভাইয়া আপনি বৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং অনুভূতি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓💓

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

জীবনটাই একটা সমাঝোতা, এখানে যে যত নিখূঁতভাবে সমাঝোতা করতে পারে তার অবস্থান ততো শক্ত অবস্থানে রাখতে সক্ষমতা লাভ করে।

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন জীবন একটা সমঝোতা। এখানে যে যত বেশি সমঝোতা করে চলতে পারবে এবং নিজের অবস্থান তৈরি করতে পারবে সে তত বেশি সফলতা অর্জন করবে। সফলতা অর্জনের পথ প্রদর্শক হলো সমঝোতা। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে নানান সমস্যার সম্মুখীন হই। তাই সব সমস্যা গুলোকে আমরা যদি সমঝোতার মাধ্যমে সমাধান করি এবং এগিয়ে যাই তবেই জীবনে ভালো থাকতে পারবো এবং সফলতার মুখ দেখবো। তবে যাই বলুন না কেন ভাইয়া আমরা কিন্তু বৃষ্টিবিলাস মানুষ। বৃষ্টি পছন্দ করি। আসলে এই গরমে যদি হঠাৎ বিনা নোটিশে বৃষ্টি চলে আসে তাহলে ভালই হয়। আমি কিন্তু আবার সেই বৃষ্টির কথা বলিনি আমি বলেছি আকাশ থেকে পড়া বৃষ্টি 😅😅। তবে যাই হোক আপনার বৃষ্টি বিলাসী মন বৃষ্টির আনন্দ উপভোগ করেছে এবং ফটোগ্রাফি করেছেন দেখে ভালোই লাগলো।

 2 years ago 

অনেকটা বাড়ীর বউ এর মতো, কখন যে মনের ভিতর কি চলে স্টার জলসার মতো, বাবারে বাবা বুঝা বড্ড বেশী মুশলিক।

ঠিক আছে,ভাবির নাম্বারটা আমার একটু ডিএম করে দেন।ভাবিকে পড়ে শুনাই কি দারুণ লিখেছেন আপনি।😃😃

 2 years ago 

আমার কাছে মনে হয় সমঝোতা ও ত্যাগ একই সুরে বাঁধা। এক জীবনে চলার পথে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয় অনেক কি সিদ্ধান্ত নিতে হয়। আমাদের সামনে এমন অনেক দুই তিনটা প্রিয় জিনিস থাকে আমার কোনটাই ছাড়তে চাই না কিন্তু আমাদের ছাড়তে হয়। ঠিকই আপনি সিদ্ধান্ত নিবেন তার সাথে বাকি সিদ্ধান্ত গুলোর একটা সমঝোতা করা উচিত। আপনি বাজারে গেছেন সেখানে দুইটা কাপড় আপনার খুব ভালো লেগেছে কিন্তু আপনাকে নিতে হবে একটা এই যে অন্য একটি বেটার পছন্দ আপনি ত্যাগ করছেন একটার জন্য অন্য টার সাথে আপনার সমঝোতা করছেন ঠিক এই ভাবেই আমাদের জীবনে উন্নতি করতে হবে। সব কিছু নিতে চাইলে জীবনে কখনো আগানো যাবে না একটা সময় সমস্যায় পড়তে হবে। সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক বিষয় কে বেছে নিতে হবে তাহলে সে জীবনে কখনো হতাশ করতে হবে না আফসোস করতে হবে না। আরেকটি বিষয় টাকার পিছনে না ছুটে আমাদের অবশ্যই শান্তির পিছনে মানসিক তৃপ্তি পেছনে ছোটা উচিত। মানসিক তৃপ্তি আছে সেই কাজের সাথে যে কোন সময় সমঝোতা করা যেতে পারে । বৃষ্টি কার না ভালো লাগে তবে এই সময় মাঝে মাঝে বৃষ্টি হবে আনন্দদায়ক কিন্তু কয়েক মাস পরে যখন বৃষ্টি হবে তখন আপনি আরেকটি পোস্ট দিবেন ঢাকার বৃষ্টি হচ্ছে খুব বাজে অবস্থা কারণ রাস্তা হাঁটু অবধি পর্যন্ত খালি থাকবে। যাই হোক সব মিলিয়ে আপনি আপনার যাত্রাপথে দারুন একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার কাছে মনে হয় সমঝোতা ও ত্যাগ একই সুরে বাঁধা

জ্বী আপু ত্যাগের মানসিকতা ছাড়া সমাঝোয়াত পৌছানো অসম্ভব একটা বিষয়। হুম খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আপনি। ধন্যবাদ

 2 years ago 

আমি সব সময় সুন্দর ব্যাখ্যায় করি। 😜😜😜

 2 years ago 

বাড়ির বউয়ের সাথে আবহাওয়া ও স্টার জলসা সাথে তুলনা,কি সাংঘাতিক ভাবিকে না জানিয়ে পারবো না। মনে হচ্ছে😜😜। যাই হোক তুলনা যেমনেই হোক কথাগুলো বেশ সুন্দর ছিলো।ছবিগুলো বেশ সুন্দর। বৃষ্টির দিনের ছবি বলে কথা।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুঝলাম না বিষয়টি, ভয় দেখাইলেন নাকি মজা নিলেন। যাক কথাগুলো মেনে নিছেন এটাই অনেক পাওয়া হে হে হে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74