অলস সময়ের অলস কর্ম

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি, পরিবারের সাথে সুন্দর সময় ব্যয় করার চেষ্টা করছি। সত্যি বলতে প্রতিটি মুহুর্ত আমাদের জন্য একেকটা সুযোগ এবং আমাদের উচিত সবাইকে নিয়ে সেই সুযোগগুলোর সঠিক ব্যবহার করার চেষ্টা করা। যদিও আমরা প্রায় সময় এর উল্টোটা করার চেষ্টা করি। আমাদের গ্রামীণ সমাজে একটা কথা প্রচলিত আছে, “নাই কাজ তো খই ভাজ” আমাদের অবস্থাও অনেকটা সেই রকম। কাজ না থাকলে অকাজ-কুকাজ একটু বেশী করার চেষ্টা করি।

আমিও যে খুব একটা ভালো না কিন্তু বলছি না, বাঙালি বলে কথা দোষ গুণ একটু থাকতেই পারে, কি বলেন আপনারা? নেট ছিলো না সত্য কিন্তু ল্যাপটপ কিংবা মোবাইল তো ছিলো নাকি? কাজ করার ইচ্ছা থাকলে কিংবা কিছু করার আগ্রহ থাকলে সেটা অবশ্যই করা যেতো। হ্যা, যেতো ঠিকই কিন্তু সেটা কেন করতে যাবো আমরা, আর যদি করি তাহলে খই ভাজবে কে? হা হা হা। না থাক তাহলে বাদ দেই, বেশী খই ভাজা হয়ে গেলো দাম পড়ে যাবে তাতে কিন্তু লসের পাল্লাটাই একটু বেশী ভারী হয়ে যাবে। তো এখন আপনি চাইলে এটা সবিস্তালে আমাদের সাথে আলোচনা কিংবা উপস্থাপন করতে পারেন, কি পরিমাণ খই ভেজেছেন এই অলস সময়ের মাঝে আপনি বা আপনারা, হি হি হি।

New Logo ABB Final .png

আমি? না না তেমন কিছুই করতে পারি নাই, খই ভাজাতো দূরে থাক। তবে একটা কিছু তো করেছি যেটা আজ উপস্থাপন করার জন্য এতো এতো ঢং করছি, হি হি হি। ফটোশপ এর উপর আমার কোন ট্রেনিং নেই, তবে শখের বশে বই পড়ে পড়ে অনেক কিছুই শেখার চেষ্টা করেছি এবং এখনো শিখছি। মাঝে মাঝে আপনাদের কাজ দেখেও অনেক কিছু শেখার চেষ্টা করি। কিন্তু বয়স হয়েছে তো দেখার পরও আবার অনেক কিছু ভুলে যাই। কিন্তু সত্যি বলছি আগ্রহটা কোন সময়েই হারাই নাই। সমস্যা হলো সময় করে উঠতে পারি না, তাই ইচ্ছে থাকলেও মাঝে মাঝে কিছুই করতে পারি না।

New Logo ABB FInal3.png

তো, এবার যেহেতু বেশ সময় ছিলো সেহেতু চিন্তা করেই কাজে লেগে গিয়েছিলাম, ফটোশপ এবং কিছু ফ্রি ইমেজ নিয়ে একটা আকাম করার আর সেটা হলো লোগো তৈরী করার দুঃসাহস। যেহেতু সময় ছিলো সেহেতু চেষ্টা করতে দোষের কি? যা কিছু হোক না কেন তৈরী করেই ছাড়বো কিছু একটা, হি হি হি। অবশ্য ফাইনাল করার পর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার কিছু পরামর্শ নিয়ে পুনরায় এডিট করেছি। ঐ একটু মেকাপ করে, আকর্ষণ বৃদ্ধি করার প্রচেষ্টা আরকি। অবশ্য সেটা না করলে আপনারাও খুব একটা যে সাধুবাদ জানাবেন সেটাও বলতে পারছি না।

New Logo ABBgreen.png

তবে হ্যা, এই লেগোটি শুধুমাত্র শখের বশে এবং অলস সময়ে খই ভাজার জন্য করেছি। এটা আমার বাংলা ব্লগের অফিসিয়াল লেগো না, তাই কমিউনিটির কোন কাজে এটা ব্যবহার করা একদমই উচিত হবে না। সুতরাং এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মাঝে মাঝে আমরা যেমন চিন্তা করি ভালো না হলে কিছু করার চেয়ে না করাই ভালো, ঠিক তেমনি মাঝে মাঝে এটাও চিন্তা করি খারাপ হোক তবুও কিছু করার চেষ্টা করা উচিত। আমি কিন্তু শুরু হতেই শেষের ডায়লগটির পক্ষে আছি এবং থাকবো। ভালো কিংবা মন্দ যেটাই হোক, কিছু করার চেষ্টাটা গতিশীল থাকুক।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

অবসর সময় গুলো কাজে লাগিয়ে এত সুন্দর একটি লোগো তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া কাজের প্রতি আগ্রহ থাকলে সময়টা ভালোভাবেই কাজে লাগানো যায়। আপনার লেখাগুলো পড়ে খুবই উৎসাহ পেলাম ভাইয়া।

 5 months ago 

আপনাকেও ধন্যবাদ নিজের মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 5 months ago 

খুটিয়ে দেখলাম। নতুন লোগো অনেক সুন্দর হয়েছে। কমিউনিটির সাথে মানানসই। ফিচারের পরবর্তী পোস্টে দেখলে অবাক হবোনা।

 5 months ago 

না ভাই এটা অফিসিয়ালি করা হয় নাই, এমনি তৈরী করেছি। ধন্যবাদ

 5 months ago 

বসে বসে অলস সময় পার না করে দারুন একটি কাজ করেছেন। লোগোটা কিন্তুু দারুন হয়েছে। লোগোর মধ্যে আমাদের কমিউনিটির কাজ কর্ম সহ অনলাইন ভিত্তিক সব কিছুই রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছুই সংযুক্ত করেছেন। খই মুড়ি না ভেজে দারুন একটি কাজ করেছেন। আর আমি কাজ জেনেও কিছু করতে পারলাম না। তবে ঘরের কাজ করেছি,হি হি হি। ধন্যবাদ।

 5 months ago 

অবশ্য আপনি ট্রাই করলে আরো ভালো কিছু করতে পারতেন সেটা আমি নিশ্চিত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

ভাই লোগোটি কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। অবসর সময়টা দারুণভাবে কাজে লাগিয়েছেন। আর আমরা তো অবসর সময়ে খই ভাজা নিয়েই ব্যস্ত ছিলাম 😂। তবে আমি কিন্তু খই ভাজার পাশাপাশি, প্রতিদিন একটি করে মোট ছয়টি পোস্ট লিখে রেখেছিলাম স্যামসাং নোটস এর মধ্যে। যাইহোক এতো চমৎকার একটি লোগো তৈরি করে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

পোষ্ট লিখে রাখার কাজটি আমিও করেছি কিন্তু কাউকে বলি নাই, হি হি হি।

 5 months ago 

ভাই আপনি তো তাহলে অলস সময়ে অনেক কাজ করেছেন। লোগো তৈরি করেছেন এবং পোস্টও লিখে রেখেছেন। আমার তো মনে হচ্ছে আরও অনেক কিছু করেছিলেন 😂।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30