ভাই লোগোটি কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। অবসর সময়টা দারুণভাবে কাজে লাগিয়েছেন। আর আমরা তো অবসর সময়ে খই ভাজা নিয়েই ব্যস্ত ছিলাম 😂। তবে আমি কিন্তু খই ভাজার পাশাপাশি, প্রতিদিন একটি করে মোট ছয়টি পোস্ট লিখে রেখেছিলাম স্যামসাং নোটস এর মধ্যে। যাইহোক এতো চমৎকার একটি লোগো তৈরি করে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
পোষ্ট লিখে রাখার কাজটি আমিও করেছি কিন্তু কাউকে বলি নাই, হি হি হি।
ভাই আপনি তো তাহলে অলস সময়ে অনেক কাজ করেছেন। লোগো তৈরি করেছেন এবং পোস্টও লিখে রেখেছেন। আমার তো মনে হচ্ছে আরও অনেক কিছু করেছিলেন 😂।