প্রকৃতি এবং অনুভূতির যত কথা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকতে পারাটা অনেকটাই দুঃস্বপ্নের মতো, কারন চারপাশের অসুস্থ্য পরিবেশের সাথে টিকে থাকাটা যেমন কষ্টকর ঠিক তেমনি এই রকম বাজে পরিস্থিতি সাথে নিয়ে ভালো থাকাটাও কষ্টকর। সত্যি বলতে জীবনের সব কিছুই এখন অনেক বেশী কঠিনতর হয়ে যাচ্ছে। কারন আমরা আমাদের বসবাসের জায়গাটিকে অনেক বেশী অনিরাপদ করে ফেলছি। যার কারনে এখন চাইলেও হয়তো অনেক কিছু পাওয়া সম্ভব না এবং চাইলেও অনেক কিছু করা সম্ভব না। কারন সুযোগ যখন নষ্ট হয়ে যায়, তখন তার সাথে সাথে সম্ভাবনাগুলোও হারিয়ে যায়। আমাদের বর্তমান অবস্থা অনেকটা সেই রকম অবস্থায় রয়েছে।

হ্যা, আমরা ছোট বেলায় বেশ গল্প শুনতাম এবং অদ্ভুত দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকতাম। চিন্তা করতাম এটা কেমন ছিলো, কল্পনা করার চেষ্টা করতাম সেই দৃশ্যটা কেমন হতো। পুকুর ভর্তি মাছ ছিলো, ধানের গোলা ভর্তি ধান থাকতো, কোন কিছুর অভাব ছিলো না, অনাকাংখিত কোন চাহিদা ছিলো না কারোর। আসলে গল্পগুলো আমাদের নিকট শুধুই গল্প ছিলো। কারন মানুষের বর্তমান যে রকম বৈশিষ্ট্য আমাদের চোখের সম্মুখে দেখতে পারছি, সেই হিসেবে সেগুলোকে মেনে নিয়ে বেশ কঠিন হয়ে যায় আমাদের জন্য। সত্যিই এখন একটু কল্পনা করুন, যার বাড়িতে বেশী ধান কিংবা যার বাড়ির পুকুরে বেশী মাছ রয়েছে, সে কি নিশ্চিন্তে ঘুমাতে পারছেন? চাইলেও কি ঘুমাতে পারবেন?

IMG_20230526_130846.jpg

আজকালতো মানুষ ব্যাংকে টাকা রেখেও ভয়ে থাকেন কোন দিন শুনেন ব্যাংক নাই হয়ে গেছে অথবা ব্যাংক লুট হয়ে গেছে। কারন এখন যে যুগ আসছে, শুধু বন্দুক নিয়েই ব্যাংক ডাকাতি করা হয় না বরং ডিজিটাল পদ্ধতিতে পুরো ব্যাংকের হিসাব পাল্টে দেয়া হয়। সবই ঠিক আছে উপর দিয়ে কিন্তু অনেকের ব্যাংক একাউন্ট খালি হয়ে গেছে ভেতর দিয়ে, যার হিসেব শুধুমাত্র সেই বুঝতে পারছে তার কতটা ক্ষতি হয়ে গেছে। বাস্তবতা আমাদের এক কঠিন সময়ের মাঝে দাঁড় করিয়ে দিয়েছে, কেউ হয়তো আনন্দে আত্মহারা উন্নয়নের দোহাই দিয়ে, আবার কেউ হয়তো যন্ত্রণার সীমানায় শেকল বন্দি সম্পতি বেহাত হওয়ার ভয়ে, এগুলো কিন্তু শুধু কথার কথা না বরং একটু সচেতন হলেও বুঝতে পারবেন এর সত্যতা।

IMG_20230526_130847.jpg

IMG_20230526_130851.jpg

আসলে আমরা উন্নয়ন চেয়েছি, আমরা সেরা অবস্থানে পৌঁছাতে চেয়েছি কিন্তু তার উল্টো দিকটি কখনো কল্পনা করি নাই, যার কারনে আমাদের বর্তমান এই নাজুক অবস্থা। পতিটি জিনিষের দুটো দিক থাকে, একটা যেমন তার ভালো ঠিক তেমনি একটা তার মন্দ, আমরা সর্বদা ভালো বিষয়টিকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি এবং সেটার বিবেচনা করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু অন্য দিকটি অর্থাৎ মন্দ দিকটি, সেটা নিয়ে কখনো চিন্তা করি না এবং করতেও চাইনা। যার কারনে আমাদের ভাবনাগুলো এক পাক্ষিক হয়ে যায় এবং চূড়ান্ত সময়ে আমরা বুঝতে পারি কতটা বড় ভুল হয়েছে আমাদের চিন্তায়। আমরা কতটা কঠিন ফাঁদে আটকে গেছি শেষ মুহূর্তে বিজয়ের দ্বার প্রান্তে এসে, কিন্তু তখন আর সময় থাকে না কিছু করার।

IMG_20230526_125945.jpg

IMG_20230526_130831.jpg

IMG_20230526_130836.jpg

প্রকৃতির বর্তমান অবস্থানটা ঠিক সেখানে এসে দাঁড়িয়েছে, ধ্বংস করতে করতে আমরা একে একেবারে শেষ সীমানার কাছাকাছি নিয়ে আসছি। যার কারনে প্রকৃতি যেমন আগ্রাসী রূপ ধারণ করছে, যখন তখন আমাদের উপর প্রবল আঘাত হানছে। ঠিক তেমনি প্রযুক্তি ভুল ব্যবহার করে কেউ কেউ আমাদের একেবারে কোণঠাসা করে দিচ্ছে। আমরা প্রকৃতির ধ্বংস নিশ্চিত করে উন্নয়নকে সামনে নিয়ে আসছি, আর উন্নয়নের ভুল ব্যবহার আমাদের একেবারে নিঃস্ব করে দিচ্ছে । হয়তো এটাই আমাদের প্রাপ্তিতে ছিলো, হয়তো এর চেয়ে ভয়ানক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে।

IMG_20230526_125856.jpg

IMG_20230526_125859.jpg

তারিখঃ নভেম্বর ১১, ২০২২ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

আপনি নিজের অনুভূতির কথা আমাদের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। নিজের অনুভূতির কথা শেয়ার করতে করতে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারে সত্যি এবং বাস্তবিক। এখন যাদের অনেক টাকা-পয়সা, বিভিন্ন রকম অর্থ সম্পদ রয়েছে, তারা শান্তিতে ঘুমাতে পারেনা সেগুলোর টেনশনে। কখন কোন দুর্ঘটনা শুনতে পায় তারা সেজন্য অনেক টেনশন হয়। নিজের অনুভূতি খুব সুন্দর ভাবেই তুলে ধরলেন, সব মিলিয়ে আপনার আজকের পোস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো ও একেবারে মন ছোঁয়া ছিল বলতে হচ্ছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রকৃতি যেমন সুন্দর অনুভূতির কথা গুলো বাস্তব ।জীবনের এই অগ্রযাত্রার যত দিন পার হচ্ছে ততই পরিস্থিতি কঠিন হতে চলেছে। সত্যিই এর জন্য কারা দায়ী কেন দায়ী সেটা বলার অপেক্ষা রাখে না। যেটা দেশের প্রচলন হয়ে গিয়েছে সুযোগ যে পায় সেই সুযোগের অপব্যবহার করতে শুরু করে। সেজন্য আজকের এই পরিস্থিতির জন্য সচেতনতা খুবই প্রয়োজনীয়।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

অনুভূতির কথা বলতে বলতে প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া দারুন লাগলো। আপনি আপনার যে অনুভূতি গুলো শেয়ার করেছেন সবই সত্যি কিন্তু আমার এসব মেনে নিতে কষ্ট হয়।আজকাল খবর, সংবাদপত্র পড়লেই নানা রকমের জালিয়াতি, মারামারি,খুন, লুট এসব দেখা যায়। একাজ গুলো হচ্ছে বিধায় ছাপানো হচ্ছে। কিন্তু এসন খবর মেনে নিতে খুব কষ্ট হয় আমার।আমি তাই খবর দেখা, সংবাদপত্র পড়া,ফেইসবুকে ঢোকা বন্ধ করে দিয়েছি।আপনি হয়তো বলবেন দিন দুনিয়ার খবর না রেখে কিভাবে আপডেট রাখেন নিজেকে ?? আমি এর, ওর কাছে সামান্য শুনি তাতেই হয়।আমি রিলাক্স মুডে থাকতে চাই।এসব খবর আমাকে খুব প্যারা দেয়।সমাধান যখন আমার হাতে নেই, তখন নিজেকে প্যারায়, কষ্টে, দুশ্চিন্তায় রেখে নিজেকে কেন কষ্ট দেব।প্রকৃতির ধ্বংস করে আজ নিজেরাই আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি।এর থেকে সভ্য সমাজের সভ্য মানুষরা বের হতে পারবে না। তাই পরিনতি মেনেই চলতে হবে।ধন্যবাদ খুব সুন্দর কিছু কথা লিখে শেয়ার করার জন্য।

 last year 

অনেক গুলো বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন পড়ে অনেক ভালো লেগেছে। আপনি একদম একটা ঠিক কথা বলছেন সেটা আমার অনেক ভালো লেগেছে। যেটা হচ্ছে ব্যাংক লুটপাটের ব্যাপারে যে কথাটা বললেন। সত্যি কথা বলতে এখন ব্যাংকে টাকা জমা রাখতে গেলে অনেক ভয় লাগে। কারণ একদিকে ডিজিটাল লুটপাট, অন্যদিকে দেশের মন্দার পরিস্থিতি সব মিলিয়ে যদি নিজের টাকাগুলো ফেরত না পায় তাহলে তো বেশ জটিলতায় ভোগতে হবে। প্রকৃতির ফটোগ্রাফি গুলোর সাথে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে বর্ণনা গুলো অনেক ভালো লাগলো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

ভাইয়া আপনি কিন্তু লেখেন বেশ। যখন আপনার লেখা পড়ি তখন কোথায় যেন হারিয়ে যাই। ভুলে যাই হয়তো পৃথিবীতে আছি। বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু কথা আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন। হ্যাঁ কথা সত্য যে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে। একদিকে উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। আর অন্য দিকে মানুষ গুলো হয়তো নিঃ হয়ে যাচ্ছে। মানুষ আজকাল ব্যাংকেও টাকা রাখতে ভয় পায়। আর পাবেই না কেন? সব মিলিয়ে অসাধরণ লিখেছেন। তার সাথে কিছু অসাধারণ
ফটোগ্রাফিও করেছেন।

 last year 

সময়ের সঙ্গে সঙ্গে জীবন অনেক জটিল হয়ে যাচ্ছে,ঠিক বলেছেন ভাইয়া।পূর্বের ধারার দৃশ্য যেন কিছুটা হলেও ভালো ছিল ।যতই দিন যাচ্ছে ততই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে মানুষ।কিন্তু তাদের চিন্তাধারা আরো নিম্নমানের হয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া লেগে।সুন্দর ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89601.89
ETH 3380.22
USDT 1.00
SBD 3.05