প্রকৃতির সজীবতায় পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়
হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন এবং সময়গুলোকে উপভোগ্য করার চেষ্টা করছেন। হ্যা, আমি কিন্তু এই কাজটা বেশ নিষ্ঠার সাথে করার চেষ্টা করি সর্বদা। সময়গুলোকে আনন্দময় কিংবা উপভোগ্য করতে না পারলে জীবনটা অনেকটা তেজপাতার মতো মন হয়, কেমন জানি দ্রুত শুকিয়ে যায় এবং একটা অন্য রকম যন্ত্রণা শুরু হয়। যদিও তেজপাতা শুকালে কিছুটা সুঘ্রাণ বের হয় কিন্তু জীবন হতে সেই ঘ্রাণটা পাওয়া যায় না বরং সেটা পাওয়া যায় সেটা হলো পানসে হতাশা। দেখুন একটু চিন্তা করে, জীবনের প্রতিটি সময়ই অমূল্য এবং যার দারুণ কার্যকর একটা প্রভাব থাকে আপনার জীবনের উপর। যার করনে আপনি যদি সময়গুলোকে উপভোগ্য রাখতে পারেন তাহলে সেটার ভালো প্রভাব পড়বে জীবনের উপর আর যদি সেটা না পারেন তাহলে তার খারাপ প্রভাব পড়বে জীবনের উপর। সুতরাং ভালো কিংবা খারাপ প্রভাবের বিষয়টি অনেকাংশে আপনার উপর নির্ভর করে।
তাই চেষ্টা করা উচিত আমাদের সকলের নিজ নিজ অবস্থান হতে, কিভাবে সময়গুলোকে উপভোগ্য করা যায়। আমি করি আমার মতো, যেমন কখনো ভিন্ন অনুভূতির কবিতা লিখে, কখনো ভিন্ন ভিন্ন স্বাদের আনকমন রেসিপি তৈরী করে এবং কখনো নিজের মতো করে প্রকৃতির দৃশ্য মোবাইল ফোনে ক্যাপচার করে। আবার মাঝে মাঝে নিজেকে প্রকৃতির মাঝে লুকিয়ে রেখে। না না না শেষের দৃশ্যগুলো আপনাদের সাথে আর শেয়ার করবো না, কারন আমার প্রোফাইল পিকচার নিয়ে ইতিমধ্যে একজন খারাপ মন্তব্য করেছেন, সেটা মোটেও সুখকর ছিলো না। মাঝে মাঝে এই রকম অভিজ্ঞতাগুলো সত্যি সময়গুলোকে উপভোগ্য রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়, ইচ্ছে করলেও সেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না।
কি মানসিকতা আমাদের? আজকাল প্রোফাইল পিকচার নিয়েও কিছু বলতে দ্বিধাবোধ করছি না, কোথায় যাচ্ছে আমাদের মানসিকতা? জানিনা আর কতটা উচ্চতায় উঠবো আমরা এই ধরনের মানসিকতা নিয়ে? সে যাইহোক হঠাৎ বিষয়টি স্মরণে চলে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে অন্য কোন উদ্দেশ্য ছিলো না আমার মাঝে, আমি এটা নিয়ে কোন উত্তর দেই নাই আর দেয়ার ইচ্ছেও আমার মাঝে নেই। কারন মানসিকতাও যার যার ব্যক্তিগত সম্পত্তি, তাই এটা নিয়ে কথা বলতে গেলে আবার মামলা খেতে পারি, থাক যার যেভাবে খুশি সেভাবেই থাক, তার চেয়ে বরং ভালো আমি আমাকে নিয়ে চিন্তা করি।
আজকে রেসিপি পোষ্ট করার ইচ্ছা ছিলো, কিন্তু ঘুম হতে উঠতে দেরী হয়ে গেছে বিধায় আর সেদিকে গেলাম না। ইতিমধ্যে ১০ টার বেশী বেজে গিয়েছে, আর আমি সাধারণত ১০টার পূর্বে পোষ্ট করার চেষ্টা করি, যদি কোন সমস্যা না দেখা দেয়। এছাড়াও রেসিপি পোষ্ট করতে সত্যি সময় একটু বেশী লাগে এবং ধাপগুলোর বর্ণনা সঠিকভাবে উপস্থাপন করতে হয়, না হলে আশে পাশে কত নতুন রাধুনী রয়েছে, তারা আবার রেকর্ড ধরে ধরে ভুল ধরার চেষ্টা করবে। তাই সম্মান রক্ষার্থে রেসিপি পোষ্টগুলোর সময় আমি একটু বেশী সতর্ক থাকি এবং পরিচ্ছন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যদিও ব্লকচেইনের চার বছরের যাত্রায় একদম শুরু হতেই আমি রেসিপি শেয়ার করে আসছি।
থাক আজ যেহেতু রেসিপি পোষ্ট করছি না, তাই প্রকৃতির নির্মল কিছু দৃশ্য ভাগ করে নিলাম। হয়তো প্রকৃতির সতেজ ও নির্মল পরিবেশের প্রভাবে আমাদের হৃদয় কিছুটা হলেও সতেজ হওয়ার সুযোগ পাবে, আমাদের মানসিকতা পরিবর্তন আসবে এবং আমরা চেষ্টা করবো দৃষ্টিভঙ্গিকে স্বাভাবিক রাখার। দৃষ্টিভঙ্গি স্বাভাবিক রাখতে পারলেই হয়তো মানসিকতার পরিবর্তন আসবে আর আমরা সব কিছুকে সহজভাবে নিতে পারবো।
নাও নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না, প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো সবাইকে প্রভাবিত করতে পারবে কি পারবে না? কারন যারা ভালো হওয়ার তারা হয়তো কিছুটা সুযোগ নিয়ে আর যারা নিজের অবস্থান পরিবর্তন করবে না, তাদেরকে সবুজ প্রকৃতির মাঝে বেঁধে রাখলেও কোন কাজ হবে না, হয়তো এটাই কঠিন বাস্তবতা। না না না রাগ করে বলি নাই আমরা, এমনিই বললাম। কারন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না, যে ইশারায় বুঝে না তাকে চোখে গুতা দিলেও সে বুঝে না। সুতরাং প্রকৃতির দৃশ্যগুলো দেখে যার মন সতেজ হবে না, তাকে সবুজ প্রকৃতির মাঝে আটকে রাখলেও কাজ হবে না, এটাই বাস্তবতা।
তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজ ছুটির দিন পেয়ে ঘুমালেন তাহলে 😁। আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেন আপনাকে দেখলেই বুঝা যায়। আমিও চেষ্টা করি আপনার মতো সময়গুলো উপভোগ করার। আজ রেসিপি পোস্ট করতে পারেননি। আপনার রেসিপি পোস্টগুলো সুন্দর করে ডিটেইলসে বলা থাকে। যে কেউ চাইলেই রান্না করতে পারবে ধাপগুলো ফলো করে।
এটা একদম ঠিক কথা। সবুজের মাঝে যে সৌন্দর্য খুজেঁ পায়না, তাকে যতই সবুজের ভিতরে রাখা হোক না কেন লাভ নেই।
এই রকম মানুষ কিন্তু আমাদের চারপাশে প্রচুর আছে, যারা বাড়ীর চারপাশে গাছপালা দেখলে চিল্লাচিল্লি করে আর বলে বাড়ির পরিবেশ জঙ্গলের মতো হয়ে গেছে, আফসুস এরা প্রকৃত বিষয়টি বুঝে না।
হুমম আপনি একদম ঠিক বলেছেন। বাড়ির আশে পাশে একটু ঝোপঝাড় হয়ে গেলেই সব কেটে ফেলে। আগে যে পরিমাণ জঙ্গল দেখা যেত গ্রামে এখন আর দেখাও যায় না
প্রোফাইল পিকচার নিয়ে কে কি বললো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ভাইয়া।কি যে হয় মাঝেমধ্যে লোকজনের!!প্রকৃতির ছবি দেখতে ভালোই লাগে কারণ প্রকৃতির হাত ছানি এই চারদেয়ালের মাঝে নেই বললেই চলে।
বলে বলে আজকাল মানুষ অনেক কিছুই বলে আপু, কত কিছু যে হমজ করেছি জীবনে।
অনেক প্রভাবিত হয়েছি ভাই এই প্রকৃতি দেখে।এই শহুরে ইট-কাঠ-পাথরের ভিড়ে সবুজ প্রকৃতি দেখে মন ভরে গেল।আর আমরা দিনদিন জাজমেন্টাল হয়ে যাচ্ছি।মানুষের যে নিজস্ব একটি সত্বা আছে,এটা আমরা ভুলে যাই।আপনি মন খারাপ করবেন না ভাইয়া।ধন্যবাদ আমাদের প্রকৃতির সান্নিধ্যে আনার জন্য।
ধন্যবাদ ভাই, আমার ভালো লাগে এবং সুযোগ পেলেই আমি প্রকৃতির মাঝে ছুটে যাই। না না আজকাল আর মন খারাপ করি না, হজম করতে শিখে গেছি।
মাঝে মাঝে জীবনটাকে তেজপাতা মনে হয়। যদিও তেজপাতা আমাদের উপকারে আসে। কিন্তু আমাদের নিজের জীবন আমাদের কোনো উপকারে আসে না। যাইহোক ভাইয়া প্রোফাইল পিকচার দেওয়া একান্তই নিজের ব্যক্তিগত অভিমত। সেখানে যদি কেউ অন্য কিছু মন্তব্য করে এটা তার মানসিকতার সমস্যা। হয়তো তার মানসিকতা নিচ পর্যায়ের। সেজন্যই গঠনমূলক কিংবা ভালো মন্তব্য করতে কষ্ট হয়েছে। রেসিপি পোষ্টের ক্ষেত্রে সত্যিই অনেক সময় লাগে। কারণ ভুল করে যদি একটি স্টেপ বাদ পড়ে যায় তাহলে আবার নতুন রাধুনীরা তরকারিতে লবণ না দিয়েই রান্না করে ফেলবে 😅😅। ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে সত্যি অনেক ভালো লাগে। কাশফুলের ফটোগ্রাফি গুলো সত্যি দারুন ছিল।
সত্যি শুধু তেজপাতা না বরং ভেজা তেজপাতা মনে হয়, শুকানোর সুযোগও পাওয়া যায় না, কি আর করা। মানুষগুলোর যে মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে।
সত্যি শুধু তেজপাতা না বরং ভেজা তেজপাতা মনে হয়, শুকানোর সুযোগও পাওয়া যায় না, কি আর করা। মানুষগুলোর যে মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে।
ভাইয়া,আপনি একদম ঠিক কথা লিখেছেন মানসিকতা যার যার সম্পদ। যে যেই মনমানসিকতা নিয়ে চলে সে সেই মন মানসিকতার চিন্তা করে।সত্যি কথা বলেছেন ভাইয়া,প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকলে মনের সৌন্দর্য বৃদ্ধি হয়।ভাইয়া, যারা প্রাকৃতির সবুজ সৌন্দর্যের ফটোগ্রাফি উপভোগ করতে পারেনা তাদেরকে প্রাকৃতিক সবুজের মধ্যে আটকে রাখল কোন লাভ হবে না। ভাইয়া, আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভাই আমাদের মন-মানসিকতা খুবই খারাপের দিকে যাচ্ছে। আমরা সব কিছুতেই যেন নেগেটিভ চিন্তা ভাবনা করি। সেটা আর যাই হোক সকল বিষয়েই। কোন কিছুতেই যেন আমাদের এই মানসিকতা ঠিক হচ্ছে না। এটা আসলে আমাদের মনের ভুল যার কারণে আমরা এই মানসিকতা নিয়ে বেঁচে আছি। এটা আসলেই প্রকৃত ভালো মানুষের মন মানসিকতা এরকম না। যাইহোক আমাদের মন-মানসিকতা আমাদের নিজেদেরই পরিবর্তন করতে হবে। তবে আজকে আপনার প্রকৃতির সৌন্দর্য ফটোগ্রাফি গুলো আমার মন ছুঁয়ে গেছে। সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
ভাইয়া আপনার তো প্রফাইল পিকচার নিয়ে মন্তব্য করছে সেটা তো ভালই। এখন তো মানুষ অন্য মানুষের পেটের ভিতর কি আছে সেটা নিয়েও মন্তব্য করে। বাঙ্গালীদের মন্তব্য করা একটি ডিউটির মত। যেখানে যা কিছু দেখবে একটি মন্তব্য করবেই। যায়হোক প্রকৃতির ছবি গুলো দেখে ভাল লাগলো। আমরা প্রকৃতি দেখি কিন্তুু প্রকৃতি থেকে শিক্ষা নেই না। ধন্যবাদ ভাইয়া।
আপনি এত সুন্দর সুন্দর কথা কোথায় থেকে পান,একটু যদি লোকেশন দিতেন তাহলে আমিও যেয়ে নিয়ে আসতাম😉😉।আর কে প্রোফাইল নিয়ে কি বলছে,খালি বলেন একবার।যাই হোক আপনিও বাদ দিলেন না কাশফুল থেকে।খালি মনে আমি এখন পর্যন্ত গেলাম না কাশফুল দেখতে।😀