আমার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা -০৭ || সৃজনশীলতাই শক্তি ✨

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা - ০৭

WE ARE CLOSED instagram post.gif

ছবিটি কেনভা দিয়ে তৈরি

🍄 সুত্রপাত 🍄

শুভ দুপুর #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আসলে জীবন যেখানে যেমন, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার নাম জীবন। জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে আজ এখনকার আমি। আমি চোখের সামনে প্রচুর টাকা দেখেছি, আর বারবার আমায় নিতে বলা হয়েছে। তবে বিবেকের তাড়নায় কোনদিন তা গ্রহন করিনি। চোখের সামনে মানুষকে বহু টাকার মালিক হতে দেখেছি। আমি তখনও মধ্যবিত্ত ছিলাম আর এখনো রয়ে গেলাম, খুব কষ্ট করে সংসার চালাই। কিন্তু একটা ব্যাপার আমার কাছে আনন্দের তা হলো আমি সৎভাবে উপার্জন করি। তবে মাঝে মাঝেই কিছু মানুষের টাকার গরম দেখে ভীষণ হাসি পায়।

যাক সম্পূর্ণ ভিন্ন কিছু বিষয় নিয়ে কথা বলে ফেললাম। এবার চলুন আমার সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা দেখে আসি।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

✨ আমার সেরা ডাই প্রজেক্ট ✨

Screenshot_2022-09-22-09-46-07-11_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোস্ট লিংক নিচে 👇

লাল কাঁকড়া 🦀 অরিগামী || জিনিসটা বেশ সুন্দর 🦀

আমি প্রতিবার রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করলে দুটি সুবিধা হয় আমার। এক আপনাদের একটি চমৎকার কাজ উপহার দিতে পারি আর দ্বিতীয়ত আমার মেয়ে ঈলমা বেশ খুশি হয়। এই পোস্টে আমি কাগজ দিয়ে লাল কাঁকড়া তৈরি করেছি। জিনিসটা তৈরির পর বেশ চমৎকার দেখতে হয়েছে। আমি খুব সহজ করে প্রতিটি ধাপ দেখিয়েছি, আপনারা চাইলে তৈরি করতে পারেন।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Screenshot_2022-09-22-09-47-01-82_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোস্ট লিংক নিচে 👇

রঙিন কাগজের মানিব্যাগ অরিগামী তৈরি ✨|| সৃজনশীল কাজে মনের আনন্দের খোরাক ☺️

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু করা যায়। এখানে আমি একটি মানিব্যাগ তৈরি করে দেখিয়েছি। তৈরি করার পর ঈলমাকে দিয়েছিলাম, ও দীর্ঘদিন এটা ব্যাবহার করেছে। আপনারা চাইলে এরকম কাগজের মানিব্যাগ তৈরি করে বাচ্চাদের উপহার দিতে পারেন।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Screenshot_2022-09-22-09-47-57-00_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোস্ট লিংক নিচে 👇

DIY PROJECT ✨:) রঙিন কাগজের লাফানো বেড়াল তৈরি 🐈|| Made of colored paper jumping Cat 🐈

এটি রঙিন কাগজের লাফানো বেড়াল। এটা কিন্তু সত্যিই লাফাতে পারে, যদিও স্বল্প পরিসরে। তৈরি করার পর নিজের কাছেই বিড়ালটি ভালো লেগেছে। এটা তৈরি করা একদমই সহজ, যেকেউ চাইলে তৈরি করতে পারবেন।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Screenshot_2022-09-22-09-48-44-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোস্ট লিংক নিচে 👇

DIY project :) আদুরে কাপ কেক 🧁 অরিগামী || রঙিন কাগজের সাথে ভালোবাসা ☺️

এটা আমার খুব প্রিয় একটা জিনিস। এটা আদুরে কাপ কেক। দেখতে বেশ আদুরে তাই এর নাম রেখেছিলাম আদুরে কাপ কেক। তৈরি প্রনালী দেখিয়েছি একদম সহজ করে। দেখে আসুন আমার পোস্টটি আর তৈরি করে ফেলুন চমৎকার আদুরে কাপ কেক।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Screenshot_2022-09-22-09-49-42-97_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পোস্ট লিংক নিচে 👇

DIY PROJECT :) রঙিন কাগজের উরন্ত ড্রাগন তৈরি || রঙিন কাগজের সাথে বন্ধুত্ব অনেক দিনের।

এটি রঙিন কাগজের উড়ন্ত ড্রাগন। লাল কাগজ দিয়ে তৈরি করাতে এটি চমৎকার ফুটে উঠেছে। তবে তৈরি প্রনালী একটু জটিল, সময় নিয়ে খেয়াল করে তৈরি করতে হবে। তৈরি করার পর ড্রাগনটি দেখতে বেশ সুন্দর লাগে।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

🪴পরিশেষ 🪴

ডাই প্রজেক্ট আমার সবসময়ই ভালো লাগে। কোন একটি কাজ শেষ করার পর এতটাই আনন্দ লাগে তা বলে বোঝাতে পারবো না। আপনারাও চাইলে মাঝে মাঝেই ডাই প্রজেক্ট করতে পারেন, দেখবেন বেশ ভালো লাগে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

💚 বিদায় নিলাম 💚

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

অবশ্যই আমরা আমাদের উইটনেসকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ 🤲
আপনার ডাই প্রজেক্ট আমার ভীষণ ভালো লাগে। সব গুলো একসাথে দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে সব থেকে DIY PROJECT :) রঙিন কাগজের উরন্ত ড্রাগন তৈরি বেশি ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

হ্যা বাংলা উইটনেসকে সাপোর্ট অবশ্যই করতে হবে।
আমার ডাই প্রজেক্টগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ লিমন।

 3 years ago 

ভাই এটা ঠিক আমাদের পকেটে টাকা নাই। কিন্তু মনের মধ্যে এতোটুকু সান্ত্বনা না ভুল বললাম গর্ববোধ করতে পারি আমরা সৎ আছি। পয়সা অনেকভাবেই উপার্জন করা যায় কিন্তু সম্মান উপার্জন করা অনেকটা কঠিন। আমাদের সমাজে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে ঠিকই কিন্তু তাদের কে সম্মান করে। যাইহোক আপনার ডাই প্রজেক্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে মানিব্যাগ ও উড়ন্ত ড্রাগন বেশি ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আসলে সৎ রাস্তায় চলতে গিয়ে আর্থিক চাপে সবসময়ই থাকি কিন্তু সত্যিই মনকে বোঝাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ ভালো আছি।

ডাই প্রজেক্টগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি আপনার দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরী করেছিলেন। প্রত্যেকটা পোস্ট আমি দেখেছিলাম। আজকে একসাথে পোস্ট গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 3 years ago 

সৎভাবে উপার্জন করে মধ্যবিত্ত থাকা অসৎভাবে উপার্জিত টাকার গরম থেকে অনেক ভাল। আপনার প্রতিটি ডাই পোস্ট খুবই সুন্দর হয়েছে। আমি প্রতিটিতে ঘুরে ঘুরে দেখেছি। ধাপগুলো সুন্দরভাবে দেখিয়েছেন। আমার কাছে লাল কাকড়া এবং মানিব্যাগের অরিগ্যামি বেশি ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি অরিগ্যামি পোস্টের সংগ্রহশালা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই মধ্যবিত্ত হয়েই বাঁচতে চাই।
আমার পোস্টগুলো ঘুরে দেখার জন্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকুন, দোয়া রইল 🥀

 3 years ago 

আসলে ভাইয়া নিজে সৎ থাকতে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে যে আমি নিজে তো সৎ আছি আর যাই হোক না কেনো। কাপ কেকটির নামটা খুব সুন্দর রেখেছেন। আসলেই সেটিকে খুব আদুরে লাগছে দেখতে। আগেই আপনার এই পোস্ট গুলো দেখেছিলাম। আপনার সবগুলো ডাই প্রজেক্ট অসাধারণ ছিল ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। সত্যিই তাই, টাকা নেই কিন্তু শান্তি আছে, আবার শান্তির জন্যও টাকা দরকার।
আমার ডাই প্রজেক্টগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে সেরা ডাই প্রজেক্টের সংগ্রহশালা করেছেন। এর আগে আপনার সম্পূর্ণ পোস্ট আমার দেখা হয়নি। এখন একসাথে দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 3 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি পোস্ট গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়েছি কোন জিনিসপত্র তৈরি করতে অনেক সময় লাগে। এটি তৈরি করার সময় অনেক দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে। অনেক সময় ব্যবহার করে এই পোস্ট তৈরি করেছেন এবং শেয়ার করেছেন।

 3 years ago 

জি ভাই, রঙিন কাগজের জিনিস তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য লাগে। তবে যেকোন কাজ সুন্দরভাবে শেষ করার পর সত্যিই বেশ ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110718.02
ETH 4294.31
USDT 1.00
SBD 0.83