✨ সৃজনশীলতাই শক্তি ✨
🧁

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের পোস্ট। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা আগেও দেখেছেন রঙিন কাগজ দিয়ে আমি এটা ওটা তৈরি করি। আসলে বিষয়টি আমি বেশ উপভোগ করি। বলতে পারেন রঙিন কাগজের সাথে ভালোবাসা হয়ে গেছে ☺️ যাক অনেক কথা হলো, এবার আসি মূল বিষয়ে। আমি আজ একটি আদুরে ছোট্ট কাপ কেক তৈরি করবো। তো চলুন শুরু করি।


- রঙিন কাগজ
- পেন্সিল
- কাঁচি
- কালো কলম
- আঠা

প্রথমেই ১৫সঃমিঃ ✖️১৫ সেঃমিঃ মাপের একটি রঙিন কাগজ কেটে নিলাম। এবার প্রথমেই মাঝ বরাবর একটি ভাঁজ দিলাম। ঠিক এভাবেই অপর পাশে আরো একটি ভাঁজ দিলাম। এবার কোনাকুনিভাবে দুটি ভাঁজ দিলাম। |

এবার এবার ভাঁজ করা কাগজটির মাঝে মাঝে আঙুলের সাহায্যে চাপ দিয়ে কৌনিক আকৃতির করে নিলাম। এরপর নিচের থেকে উপরের দিকে একটি ভাঁজ দিলাম এবং ঠিক অপর পাশেও তাই করলাম। এবার একটিকে উল্টিয়ে অপরপাশে ঠিক একই রকম ভাজ দিলাম। |

এবার ভাঁজ করা কোনাগুলো খুলে চাপ দিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, ঠিক এভাবেই চারপাশে ভাজ করে নিলাম। এরপর নিচের কোনা থেকে কিছুটা উপরে একটি ভাজ দিলাম। এবার উপর থেকে নিচে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবেই চারপাশে ভাজ করে নিলাম। |

এইধাপে ভাঁজ দেয়া অংশের ঠিক পাশ থেকে দুপাশে ভাজ করে নিলাম। এবার ভাঁজগুলো খুলে নিলাম। |

এবার ঠিক ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী ভাঁজ করে নিলাম একটি ভাজের ভেতর আরেকটি ভাঁজ ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের কাপ তৈরি হয়ে গেছে। |

এবার আমি কেক তৈরি করবো এবার আবার দুটি ১৫সঃমিঃ ✖️১৫ সেঃমিঃ মাপের কাগজ কেটে নিলাম। এরপর মাঝ বরাবর ভাঁজ দিলাম এবং কোনাকুনি ভাঁজ দিলাম উভয় পাশে। এরপর ভাঁজ খুলে ঠিক ছবির মত আঙ্গুলের সাহায্যে ভেতরের দিকে ভাঁজ করে নিলাম। |

এইধাপে আমি একটি কলমের সাহায্যে ভাঁজ করা কাগজটির প্রতিটি ভাজকে আলাদা করে পেঁচিয়ে নিলাম এবং অপর অংশটিও ঠিক একই ভাবে তৈরি করলাম। অবশেষে দুটি অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর এটি কাপের ভেতর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের কাপ কেক তৈরি শেষ। |




আমি জানিনা কাপ কেকটি কার কাছে কেমন লাগছে কিন্তু আমার নিজের কাছেই জিনিসটা বেশ আদুরে মনে হয়েছে তাই এর নাম "আদুরে কাপ কেক 🧁" |


সংগ্রহশালা

বিষয়বস্তু | আদুরে কাপ কেক 🧁 অরিগামী |
ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
ছবির কারিগর | @emranhasan |
ছবির অবস্থান | সংযুক্তি |

✨ আমি @emranhasan ✨
💠 আমি আমার মতো 💠

ডিসকর্ড থেকে সংগৃহীত

https://twitter.com/emranhasan1989/status/1505262615215611907?t=el6bdhvagj3ebmOutJyd6A&s=19
আপনার diy পোস্ট গুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আপনি ছোট আর সহজ কোনো কিছু তৈরি করলেও তার মধ্যে একটা বিশেষ যত্ন থাকে। নিপুণভাবে তৈরি করার চেষ্টা করেন, যা আমার কাছে খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
ভাইয়া বেশ সুন্দর লাগছে।কাপ কেক টা দেখে খেতে ইচ্ছে করছে। রঙিন কাগজের বানানো জিনিস গুলো দেখতে ভালোই লাগে। তবে আজকে আপনার বানানো কাপ কেকের অরিগামীটা বেশি ভালো লাগছে।। কালাটাও বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀
এতোদিন ব্যাঙ পাখি খরগোশ এগুলোর অরিগ্যামী তৈরি করা দেখেছি। আজ প্রথম দেখলাম কেক এর অরিগ্যামি। প্রথমত রঙিন কাগজের কালার কম্বিনেশন গুলো অনেক ভালো ছিল। এবং প্রতিটা ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক ভালো একটা পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 💌
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
রঙিন কাগজ দিয়ে আদরের কাপ কেক তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই ভালো লাগে ।আপনার চিন্তা বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আদরের কেক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
কাগজের তৈরি কাপ কেক টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কাগজ কেটে কিভাবে কাপ কেক তৈরি করা যায় সেটা আপনার পোষ্ট দেখলে খুব সহজেই বুঝতে পারা যায়। আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
স্যার আপনি আজকে চমৎকার ভাবে আদুরে কাপ কেক অরিগামী করেছন। আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের সাথে যেনো একটা ভালোবাসা হয়ে গেছে। এসব কাজ করতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ লিমন অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য ♥️
ভাই অনেক সুন্দর একটি কাপ কেকের ডাই তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপনার কাপ কেকের কারুকাজ। অসংখ্য ধন্যবাদ এরকম একটি ডাই শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
রঙিন কাগজ ব্যবহার করে কাপ কেক তৈরি করা যায় তা এই প্রথম আপনার পোস্টেই দেখতে পেলাম। আর দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ সুন্দর হয়েছে আপনার এই রঙিন কাগজের তৈরি আদুরে কাপ কেক। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀