DIY project :) আদুরে কাপ কেক 🧁 অরিগামী || রঙিন কাগজের সাথে ভালোবাসা ☺️

in আমার বাংলা ব্লগ2 years ago
✨ সৃজনশীলতাই শক্তি ✨

🧁আদুরে কাপ কেক অরিগামী🧁
"রঙিন কাগজের সাথে ভালোবাসা"

🧁

Polish_20220319_235131851.jpg

সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের পোস্ট। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা আগেও দেখেছেন রঙিন কাগজ দিয়ে আমি এটা ওটা তৈরি করি। আসলে বিষয়টি আমি বেশ উপভোগ করি। বলতে পারেন রঙিন কাগজের সাথে ভালোবাসা হয়ে গেছে ☺️ যাক অনেক কথা হলো, এবার আসি মূল বিষয়ে। আমি আজ একটি আদুরে ছোট্ট কাপ কেক তৈরি করবো। তো চলুন শুরু করি।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 প্রয়োজনীয় উপকরণ 🧁

IMG20220319125322_01~2.jpg

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কাঁচি
  • কালো কলম
  • আঠা

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁
IMG20220319125947~2.jpgIMG20220319130207_01~2.jpgIMG20220319130717_01~2.jpg
IMG20220319130755_01~2.jpg
প্রথমেই ১৫সঃমিঃ ✖️১৫ সেঃমিঃ মাপের একটি রঙিন কাগজ কেটে নিলাম। এবার প্রথমেই মাঝ বরাবর একটি ভাঁজ দিলাম। ঠিক এভাবেই অপর পাশে আরো একটি ভাঁজ দিলাম। এবার কোনাকুনিভাবে দুটি ভাঁজ দিলাম।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319130815_01~2.jpgIMG20220319130916~2.jpgIMG20220319131012_01~2.jpg
IMG20220319131031_01~2.jpgIMG20220319131118~2.jpg
এবার এবার ভাঁজ করা কাগজটির মাঝে মাঝে আঙুলের সাহায্যে চাপ দিয়ে কৌনিক আকৃতির করে নিলাম। এরপর নিচের থেকে উপরের দিকে একটি ভাঁজ দিলাম এবং ঠিক অপর পাশেও তাই করলাম। এবার একটিকে উল্টিয়ে অপরপাশে ঠিক একই রকম ভাজ দিলাম।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319131209_01~2.jpgIMG20220319133847_01~2.jpgIMG20220319134028_01~2.jpg
IMG20220319134109_01~2.jpgIMG20220319134128_01~2.jpg
এবার ভাঁজ করা কোনাগুলো খুলে চাপ দিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, ঠিক এভাবেই চারপাশে ভাজ করে নিলাম। এরপর নিচের কোনা থেকে কিছুটা উপরে একটি ভাজ দিলাম। এবার উপর থেকে নিচে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবেই চারপাশে ভাজ করে নিলাম।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319134300_01~2.jpgIMG20220319134555_01~2.jpgIMG20220319134605_01~2.jpg
IMG20220319134949_01~2.jpg
এইধাপে ভাঁজ দেয়া অংশের ঠিক পাশ থেকে দুপাশে ভাজ করে নিলাম। এবার ভাঁজগুলো খুলে নিলাম।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319135114_01~2.jpgIMG20220319135827_01~2.jpgIMG20220319135830_01~2.jpg
IMG20220319140249_01~2.jpgIMG20220319140433_01~2.jpg
IMG20220319140438_01~2.jpg
এবার ঠিক ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী ভাঁজ করে নিলাম‌ একটি ভাজের ভেতর আরেকটি ভাঁজ ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের কাপ তৈরি হয়ে গেছে।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319140918_01~2.jpgIMG20220319141102_01~2.jpgIMG20220319141203_01~2.jpg
IMG20220319141310_01~2.jpgIMG20220319141323_01~2.jpg
IMG20220319141407_01~2.jpg
এবার আমি কেক তৈরি করবো এবার আবার দুটি ১৫সঃমিঃ ✖️১৫ সেঃমিঃ মাপের কাগজ কেটে নিলাম। এরপর মাঝ বরাবর ভাঁজ দিলাম এবং কোনাকুনি ভাঁজ দিলাম উভয় পাশে। এরপর ভাঁজ খুলে ঠিক ছবির মত আঙ্গুলের সাহায্যে ভেতরের দিকে ভাঁজ করে নিলাম।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক তৈরি প্রক্রিয়া 🧁

IMG20220319141434_01~2.jpgIMG20220319141706~2.jpg
IMG20220319142335_01~2.jpg
IMG20220319143015_01~2.jpgIMG20220319143826_01~2.jpg
IMG20220319144039_01~2.jpg
এইধাপে আমি একটি কলমের সাহায্যে ভাঁজ করা কাগজটির প্রতিটি ভাজকে আলাদা করে পেঁচিয়ে নিলাম এবং অপর অংশটিও ঠিক একই ভাবে তৈরি করলাম। অবশেষে দুটি অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এরপর এটি কাপের ভেতর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যাস আমাদের কাপ কেক তৈরি শেষ।

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

🧁 কাপ কেক পরিবেশন করলাম 🧁

IMG20220319150104_01~2.jpg

IMG20220319150227_01~2.jpg

IMG20220319150238_01~2.jpg

আমি জানিনা কাপ কেকটি কার কাছে কেমন লাগছে কিন্তু আমার নিজের কাছেই জিনিসটা বেশ আদুরে মনে হয়েছে তাই এর নাম "আদুরে কাপ কেক 🧁"

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

muffin-1775046_640.webp

সংগ্রহশালা

vM1pGHgNcyCbee5hzZJ19JZfuFzCeUv7mVFKdbzHUpgcfdNb1BLwsvbfwcU8F1Ay3ARopdoTuTvAvR5F4HQ3a28L67PaaEWpEPmxJ8cGsjYKG3es1V8d3zFvjKDmyMsxo6L6pMk.png

ছবির বিবরণ
বিষয়বস্তুআদুরে কাপ কেক 🧁 অরিগামী
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

GIF-220228_224626.gif

ডিসকর্ড থেকে সংগৃহীত

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আপনার diy পোস্ট গুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। আপনি ছোট আর সহজ কোনো কিছু তৈরি করলেও তার মধ্যে একটা বিশেষ যত্ন থাকে। নিপুণভাবে তৈরি করার চেষ্টা করেন, যা আমার কাছে খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

ভাইয়া বেশ সুন্দর লাগছে।কাপ কেক টা দেখে খেতে ইচ্ছে করছে। রঙিন কাগজের বানানো জিনিস গুলো দেখতে ভালোই লাগে। তবে আজকে আপনার বানানো কাপ কেকের অরিগামীটা বেশি ভালো লাগছে।। কালাটাও বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

এতোদিন ব‍্যাঙ পাখি খরগোশ এগুলোর অরিগ‍্যামী তৈরি করা দেখেছি। আজ প্রথম দেখলাম কেক এর অরিগ‍্যামি। প্রথমত রঙিন কাগজের কালার কম্বিনেশন গুলো অনেক ভালো ছিল। এবং প্রতিটা ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক ভালো একটা পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 💌

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আদরের কাপ কেক তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই ভালো লাগে ।আপনার চিন্তা বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আদরের কেক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজের তৈরি কাপ কেক টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। কাগজ কেটে কিভাবে কাপ কেক তৈরি করা যায় সেটা আপনার পোষ্ট দেখলে খুব সহজেই বুঝতে পারা যায়। আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

স্যার আপনি আজকে চমৎকার ভাবে আদুরে কাপ কেক অরিগামী করেছন। আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের সাথে যেনো একটা ভালোবাসা হয়ে গেছে। এসব কাজ করতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ লিমন অসাধারণ সুন্দর মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

ভাই অনেক সুন্দর একটি কাপ কেকের ডাই তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপনার কাপ কেকের কারুকাজ। অসংখ্য ধন্যবাদ এরকম একটি ডাই শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে কাপ কেক তৈরি করা যায় তা এই প্রথম আপনার পোস্টেই দেখতে পেলাম। আর দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ সুন্দর হয়েছে আপনার এই রঙিন কাগজের তৈরি আদুরে কাপ কেক। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52752.07
ETH 2324.76
USDT 1.00
SBD 2.12