ফটোগ্রাফি পোস্টঃ রেনডম কিছু দৃশ্যের ফটোগ্রাফি
আজ - শনিবার
গত দুইদিন হল শরীরটা একটু খারাপ করছে মাথার ভিতর অসর্য যন্ত্রণা এবং গায়ে যেন জ্বর, জ্বর ভাব। আজকে ভাবছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠেই পোস্টগুলো সেরে ফেলবো কিন্তু মন সাথ দিলেও শরীর যেন সাথ দিতে চাচ্ছিল না তাই ভাবলাম যে সকালবেলায় একটা স্যালাইন এবং একটা বড়ি খেয়ে একটু ঘুম পেড়ে নেই তাহলে যদি একটু মাথার যন্ত্রণাটা কমে। আজকে সারাদিনই ঘুমিয়ে কেটেছে ঘুম থেকে উঠে গোসল করলাম গোসল করার পরে একটু রেস্ট নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাই পোস্ট করতে বসলাম। আজকে আমি যখন বাজারে ওষুধ কিনতে গিয়েছিলাম তখন কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম আজকে সেই ফটোগ্রাফি গুলো দিয়েই ফটোগ্রাফি পোস্ট সাজাচ্ছি আশা করি আপনাদের বেশ ভালই লাগবে। আজকে আমি ফটোগ্রাফি করার সময় একটা বিষয় দেখে বেশ আশ্চর্য হয়েছে সেটা হচ্ছে এদিকে দেখলাম পাকা তাল বিক্রয় করা হচ্ছে। আমাদের এলাকাতে সাধারণত আমরা গাছ থেকে কুড়িয়ে যে তাল পাই সেগুলো দিয়েই তালের বড়া তালের রুটি এবং অনেক ধরনের পিঠা পুলি তৈরি করে থাকে। কিন্তু এদিকে হয়তো এমন তালগাছের তেমন একটা দেখা মিলেনা যার কারণে দেখলাম যে তাল বাজারে এনে বিক্রয় করা হচ্ছে।
আর পাকা তালের সুবাস কেমন হয় আপনারা হয়তো বা ভালোই উপলব্ধি করতে পারছেন। যখন তাল বাজারে এনে বিক্রয় করা হচ্ছে তখন তালের গন্ধে যেন পুরো বাজার মো,মো করছিল, এটা দেখতে এক দিক থেকে যেমন ভালো লাগছিল অন্যদিকে আমার একটু অদ্ভুত লাগছিল। তবে জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আরেকটি বিষয় দেখলাম সেটা হচ্ছে মুলা এবং মূলার শাক একসঙ্গে বিক্রয় করা হচ্ছে। আপনারা যদি ফটোগ্রাফি গুলো একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি একটা ফটোগ্রাফি শেয়ার করব যেটাতে মুলা এবং মুলা শাক একসঙ্গে রয়েছে। জিনিসটা দেখে বেশ আমার কাছে ইউনিক লাগল তাই ভাবলাম যে ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করাই যায়। যাই হোক আজকে আর বেশি কথা বাড়াচ্ছে না চলুন দেখে আসি আমি আজকে কি, কি ফটোগ্রাফি করলাম....।
এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। আসলে এই ক্রেতারা রাস্তার পাশে এগুলো সাজিয়ে রেখে বিক্রয় করে থাকেন। দাম জিজ্ঞেস করাতে বললেন যে দুই পিস আনারসের দাম ১৪০ টাকা। আনার এগুলো দেখে বেশ ভালই লাগছিল মনে হচ্ছিল অনেক টাটকা।
এই যে এই মুলা শাকের কথা আমি পোষ্টের মধ্যে উল্লেখ করেছিলাম যে এই মুলা শাক এ যেমন মুলা রয়েছে তেমনিভাবে এর শাক ও রয়েছে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মূলা ক্রয় করেন সে ক্ষেত্রে মুলা এবং শাক দুটোই খেতে পারবেন যেটা বেশ দারুন একটা বিষয়। এমন জিনিস আজকে আমি প্রথম দেখলাম। আমার কাছে এটি অনেক ইউনিক লেগেছে।
পেঁপে গুলো দেখে আমার কাছে বেশ চমৎকার লেগেছে, একেবারে মনে হচ্ছে গাছ পাকা পেঁপে খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। আসলে আমি এই ধরনের পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করি আর এটি ক্যান্সারের বীজ ধ্বংস করে থাকে এর জন্য অনেক সুস্বাস্থ্যকর একটি ফল হচ্ছে পেঁপে।
এই যে এই আঙ্কেল তাল বিক্রি করেছিল রাস্তার পাশে। গাছ পাকা তাল গুলো দেখে বেশ ভালোই লাগছিল সেই পুরনো কথা গুলো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় তাল কুড়ানো একটা নেশা ছিল। বৃষ্টি হলেই তালগাছের আশেপাশের থেকে দেখতাম যে কখন তাল পড়ে। এই তাল বিক্রেতাকে দেখে ছোটবেলার সে সোনালী দিনগুলো মনে পড়ে যাচ্ছিল।
রাস্তার পাশে দেখলাম অনেকগুলো গেন্ডারী কসুর রাখা আছে। এগুলো খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে এবং রসে ভরপুর। যদি এগুলো ছোট, ছোট করে কেটে বিক্রি করতো সেক্ষেত্রে হয়তোবা আমি এটি নেওয়ার চেষ্টা করতাম তবে যেহেতু অনেক বড় একটা আখ বা কুসুর এটি খাওয়াটা কিন্তু অনেক সময় সবার একটা বিষয়।
সেদিন গিয়েছিলাম বেরি বাঁধে একটু ঘুরতে। তখন এই ফটোগ্রাফি টা করেছিলাম। অনেকদিন পোষ্টের ভিতর নিজের ফটো ব্যবহার করা হয় না তাই ভাবলাম যে একটা নিজের ফটো ব্যবহার করি, সেদিনের দিনটা বেশ রোদ্রজ্জ্বল ছিল এবং ঘুরে বেড়ানোর একটা দিন ছিল। এখানকার কিছু, কিছু দৃশ্য রয়েছে যে গুলো দেখে সত্যি মন ভরে যায়।
আমাদের ডিপ্লোমা তে কাজ চলছে উন্নয়নের, এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা মিস্ত্রি কাজ করছে ।আমাদের ডিপ্লোমা কে আরো বেশি সুন্দর করার জন্য। ইনশাল্লাহ আর কয়েকদিন পর ডিপ্লোমাটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে এবং ওইখানকার ফটোগ্রাফি করে আপনাদের শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই আগামীকাল আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।
ব্লগার | @emonv |
---|---|
ডিভাইস | Tecno camon 20 |
শ্রেণী | ফটোগ্রাফি |
লোকেশন | বেতিল, সিরাজগঞ্জ |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
!upvote 15
Very good photos. I loved pineaples.🍍🍍
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).
the post has been upvoted successfully! Remaining bandwidth: 130%
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি বর্ণনা দিয়েছেন পরে ভালো লেগেছে।
মাঝে মাঝে এইরকম জ্বর মাথা ব্যাথার কবলে আমাকে পড়তে হয়। সত্যি এটা একেবারে অসহনীয় বললে ভুল হবে না। পেঁপে গুলো দেখে বেশ লাগছে। একেবারে ফ্রেশ মনে হচ্ছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
বাজারের বিভিন্ন জিনিসগুলোর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটা জিনিস ফ্রেশ মনে হচ্ছে। বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি দেখতে ভিন্ন রকম কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে আমাদের এদিকে ও আনারস এভাবে বিক্রি করা হয়। আপনার কাছে ১৪০ টাকা একজোড়া দাম চাইলো। বাজারে গেলে বিভিন্ন ধরনের জিনিসের ফটোগ্রাফি করা যায়। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।