প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট (শেষ পর্ব )।10% @shy-fox & 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদের জানাই চলিত পথের গল্পের শেষ পর্বের শুভেচ্ছা।


প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট প্রথম পর্ব🚉

প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট দ্বিতীয় পর্ব🚉

প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট তৃতীয় পর্ব🚉

তিন দিন অনেক ব্যতিক্রম ও মানসিক প্রশান্তিতে সময়গুলো পার হয়েছিল। অবশেষে নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম স্টেশনে। অবশ্য অনেক হয়রানি এবং অতি উচ্চ মূল্যে আমরা দুজন ব্লাক মার্কেটে ট্রেনের টিকিট ক্রয় করি।

আমাদের নীলসাগর এক্সপ্রেস 'ঙ'' বগীর মধ্য ১০ ও ১১ নং সিট যা জানালার কাছে। আমরা অনেক কষ্টে অবশেষে নিজের সিটে বসে প্রশান্তির নিঃশ্বাস ছাড়তে না ছাড়তেই দেখি। অনেকেই আমাদের পাশে দাঁড়িয়ে ও বসে রয়েছে। আসলে মায়ের মত বৃদ্ধ বয়সী মানুষেরা যখন পায়ের নিচে বসে থাকে দেখতে যতটা খারাপ লাগে তার থেকেও বেশি খারাপ মনের মত অনুভূত হয়। ইচ্ছা থাকে কিন্তু উপায় থাকে না।

সবকিছু মেনে নিয়ে ট্রেন চলা শুরু করল নিজ গন্তব্যে।

যেতে যেতে সকাল হওয়া শুরু করল। বাইরে তাকিয়ে দেখি, প্রকৃতি যেন অপরূপ সাজে সাজিয়েছে নিজেকে। বাইরের অপরূপ দৃশ্যপট দেখে, জীবনের সবকিছু একমুহুর্তের মধ্যে ভুলে গিয়ে প্রকৃতির সহনশীল রূপের আদলে নিজেকে দৃষ্টিনন্দন ও প্রকৃতির পিয়াসী মনীষীদের মধ্য নিজেকে আবিষ্কার করি সেই সাথে তাদের বলা বাক্যগুলো বিড়বিড় করে মনের অজান্তে বেরিয়ে আসে। তা আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করা হলো।

সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের এই দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন সৃষ্টিকর্তা প্রকৃতির মধ্যে ঢেলে দিয়েছে। নয়ন বিলাসী প্রকৃতি ট্রেনের জানালা দিয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তারপরেও আমার এই জীবন নামের রেলগাড়িটা কেন স্টেশন খুঁজে পায় না । তারই দুই লাইন প্রকৃতির মাঝে গাওয়া।

যেতে যেতে ট্রেনটি যমুনা সেতুর উপর দিয়ে যখন যাওয়া শুরু করল সেই প্রকৃতি আমার মনকে চাঙ্গা করে তুলল। আসলে আমাদের উত্তরবঙ্গে নদীর আদলে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়ে ওঠেনি। তাই নদী আমার খুব ভালো লাগে।

অবশেষে একটা জায়গায় এসে ট্রেনটি দাঁড় করালো। নিজের প্রয়োজনীয় কাজ সারার জন্য অনেকেই ট্রেন থেকে নেমে বিভিন্ন পণ্য ও নিজের প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতেছে। সে সময় দেখি বিভিন্ন হকার ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করার কাজে ব্যস্ত। প্রচুর রোদ এর মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটু ভালোভাবে বাঁচার জন্য তারা এসব করে থাকে। আবার ক্যামেরায় ধারণ করলে তাদের রিযিক একটু নড়বড়ে হয়ে যেতে পারে বিধায় তারা ক্যামের সামনে আসতে চায় না। কারণ তারা যে এভাবে হকারি করে, ঊর্ধ্বতন কর্মকর্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলে তাদের এ ব্যবসা বন্ধ করে দিতে পারে এজন্য।

অবশেষে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। কারন আমরা কোন ঝামেলা ছাড়াই নিজ গন্তব্যে পৌঁছলাম। এখন ঈদকে কেন্দ্র করে নতুনভাবে কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে যাব বিধায়, অনেক প্রেসারের মধ্য দিয়ে অফিসের জমে থাকা কাজগুলো সম্পূর্ণ করতে হবে।


ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন


আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিলাম।

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

Sort:  

ধন্যবাদ ভাইয়া, আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করেছেন এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আপনার গলায় মনীষীদের বাণী ও গানগুলো দারুন ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর মন্তব্যের জন্য, সেই সাথে আমার পোস্টটি পড়ে ভিডিও গুলো দেখে আপনার মন্তব্যর কথাগুলো গুছিয়ে বলে, আমার হৃদয়কে নাড়া দেওয়ার জন্য। আমি সব সময় আপনার জন্য শুভকামনা জ্ঞাপনকারী একজন ব্যক্তি। ভালো থাকবেন, ভালো রাখবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17