প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট 🚉(তৃতীয় পর্ব)।10% @shy-fox & 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদের জানাই চলিত পথের শুভেচ্ছা🚶 ।

1656993284106.jpg


প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট প্রথম পর্ব🚉
প্ল্যাটফর্ম ছাড়লো ট্রেনটি, হাতেই রইল টিকিট দ্বিতীয় পর্ব🚉
অবশেষে মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া অর্জন করলাম। কারণ আমি যথা সময়ে আমার অধিদপ্তরের প্রধান কার্যালয় মতিঝিলে পৌঁছে গেলাম। সেখানে আমার কয়েকজন কলিগকে দেখতে পেলাম।
287231655_695085828263907_525670607357156811_n.png

1656993284509.jpg

আরেকটা কথা বলে নেই, চাকরিতে যোগদান করার সময় আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছিলাম। আমার ২৩০ জন কলিগ সেখানে যুক্ত রয়েছে এবং সে গ্রুপটি আমি পরিচালনা করি ও গ্রুপের বহুবিধ সুবিধা ও অসুবিধা বিভিন্ন ধরনের কার্যক্রম ও নানাবিধ সমস্যা ও সমাধান নিয়ে প্রায় সহি তাদের সাথে আলোচনার সুবাদে অনেকেই আমাকে চেনেন ও জানেন।

সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয় এবং আমাকে দেখতে পেয়ে অনেক খুশি হলেন ও সেই সাথে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের কার্যক্রমের কি খবর?

আমি বললাম শুধু মাত্র এসে পৌঁছেছি। যাই হোক দেখা যেহেতু হয়ে গেল কয়েকজনের সাথে বাকিগুলো কই।

কিছুক্ষণের মধ্যে আমাদের ডাক পরল। এবার আমরা কয়েকজন মিলে আমাদের কনফারেন্স রুমে রুমে বসে পড়লাম।

48.jpg

যথা সময়ে স্যার এসে আমাদের অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বৃহৎভাবে অবগত করেন। সেখানে উচ্চ পর্যায়ের শিক্ষকগণ যারা কিনা দেশের সমস্ত শিক্ষা শেষ করে কয়েকটা ডিগ্রী বাইরে থেকে অর্জন করেছেন। তারা আমাদের ক্লাস নিলেন। ক্লাস করিয়েছেন বিহেভিয়ার সম্পর্কে। অতিত বর্তমানে ও ভবিষ্যতের কার্যক্রম সম্পর্কে। অবশেষে আমাদের কার্যক্রম পাট চাষের আধুনিকায়ন সম্পর্কে আলোচনা পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও তার সুন্দর সমাধান সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

45.jpg

আমাদের কার্যক্রমের সময় আমার হাতে তৈরী একটি ভিডিও

আমি প্রত্যাশার তুলনায় অনেক কিছুই জানতে পারলাম এবং ট্রেনিং শেষে গিফট হিসাবে যা পেলাম। তা হলো, বাংলাদেশের সোনালী আঁশ পাটের তৈরি একটি ব্যাগ। অত্যন্ত সুচারুর ভাবে তৈরিকৃত পাটের তৈরি একটি ক্যালেন্ডার এবং সব স্মৃতিকে ধারণ করার জন্য একটি ডায়েরী।

287231655_695085828263907_525670607357156811_n.png
1656993284415.jpg
287231655_695085828263907_525670607357156811_n.png
1656993284437.jpg
287231655_695085828263907_525670607357156811_n.png
1656993284120.jpg
287231655_695085828263907_525670607357156811_n.png
1656993284136.jpg
287231655_695085828263907_525670607357156811_n.png

এভাবে তিনদিন ট্রেনিং চলবে বিধায় আমরা কয়েকজন মিলে হোটেল ভাড়া করলাম। তবে সব থেকে মজার বিষয় আমরা পাঁচজন পরিচিত তাই একটা রুমেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।

1656993284462.jpg

রাতের বেলায় একসাথে থাকা ও খাওয়ার মজাটাই ছিল আলাদা।

287305945_1001375160571867_1884749999125421495_n.png

1656993284351.jpg
287305945_1001375160571867_1884749999125421495_n.png

1656993284366.jpg

287305945_1001375160571867_1884749999125421495_n.png

1656993284351.jpg
287305945_1001375160571867_1884749999125421495_n.png

এভাবে আমাদের তিনদিন টানা কার্যক্রম সম্পন্ন হল। তবে রাতের বেলা মতিঝিলে অনেক সুন্দর লাইটিং এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করার কারণে আমাদের সময় গুলো অনেক সুন্দর কাটতেছে। বোঝার উপায় নেই এখন দিন না রাত। তাবে ঘুমানো যাওয়ার আগের মুহূর্তে একটু সময় নিয়ে ফটোশুট করলাম। সেখানে দেখলাম বিভিন্ন মানুষ ব্যস্ততার মাঝে তাদের সময় গুলো অতিবাহিত করতেছে।

287305945_1001375160571867_1884749999125421495_n.png
1656993284302.jpg
287305945_1001375160571867_1884749999125421495_n.png

1656993284315.jpg
287305945_1001375160571867_1884749999125421495_n.png

1656993284334.jpg
287305945_1001375160571867_1884749999125421495_n.png

দেখতে দেখতে মুহূর্তের মধ্য আমাদের সুন্দর সময় গুলো কিভাবে যে, অতিক্রম হয়ে গেল তা বুজতেই পারলাম না । অবশেষে আমাদের সকলের কার্যক্রম শেষ হওয়ায় নিজ নিজ গন্তব্যে ও কর্মস্থলে যাওয়ার পালা।

তবে, আসার সময় তো সহজেই আসতে পারছিলাম! আপনারা তো জানেনই। কিন্তু যাওয়ার ক্ষেত্রে খুব একটা সহজ ব্যাপার বলে মনে হচ্ছে না। আর এখানেই শুরু হল আমার জীবনের চতুর্থ ও গল্পের শেষ কার্যক্রম।


ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন

চলবে............

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

Sort:  

মাশাআল্লাহ অনেক ভালো লাগলো তৃতীয় পর্বে এসে। আপনি সফলভাবে পৌঁছাতে পেরেছেন এত গুলো বাধা পেরিয়ে।

 2 years ago 

শুভকামনা মামুন ভাই, আপনি আমার তৃতীয় পর্বটি দেখে সুন্দর মন্তব্য ও সেই সাথে প্রার্থনা করার জন্য।

যাক ভাই অনেক চড়াই উতরায় পার হয়ে যথাসময়ে আপনার অফিসের কনফারেন্সে যোগদান করতে পেরেছেন এটা জেনে খুশি হলাম। কষ্টের ফল সুমিষ্ট হয় তার প্রমাণ আপনি নিজেই। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই, পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যর মাধ্যমে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনার জন্য কৃতজ্ঞতা ও সেই সাথে শুভকামনা, লক্ষ্য পূরণে সবার ভালোবাসা ও আশীর্বাদ যেন আপনি সর্বদা পান। আমার পক্ষ থেকে ছোট্ট এই কামনাটি আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60935.93
ETH 2645.60
USDT 1.00
SBD 2.56