ক্লে দিয়ে তৈরি বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর দৃশ্য।

in আমার বাংলা ব্লগ6 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240710_092514.jpg

IMG-20240710-WA0005.jpg

আজ চলে এলাম টানা কয়েকদিন পরিশ্রমের একটা ডাই প্রজেক্ট নিয়ে।কারণ ছেলের জন্য সুযোগ পাই না,বসলেই সে এসে সব নিয়ে যায়। আসলে ক্লে দিয়ে তেমন একটা কাজ করা হয় না,মাঝে মাঝে করি। তবে যেহেতু বর্তমানে আমার বাংলা ব্লগে একটা কনটেস্ট চলমান রয়েছে সেই হিসেবে কাজটা করতে হয়েছে। আর করতে অনেক বেশি ভালো লেগেছিল। এমনিতে সময় বের করে কাজ করা হয়ে ওঠে না। এই কনটেস্ট আসায় খুব ভালই হয়েছে। ক্লে দিয়ে দারুন একটা অভিজ্ঞতা হলো, যে ক্লে দিয়ে কিভাবে প্রাকৃতিক দৃশ্য তৈরি করা যায়।

IMG-20240710-WA0012.jpg

IMG-20240710-WA0017.jpg

যাইহোক ক্লে দিয়ে বড় বড় কাজগুলো খুব সহজে করা গেলেও ছোট ছোট যে কাজগুলো থাকে এগুলো করতে অনেক বেশি সময় লাগে। যেমনটা করতে আমি অনেকবার বাধাগ্রস্ত হয়েছি। এই যে কদম ফুল গুলো তৈরি করতে মূলত সমস্যা বেশি হয়েছিল, আর সময়টাও অনেক বেশি লেগেছিল। আজকে আমার এই প্রাকৃতিক দৃশ্যের পেছনে একটা কন্সেপ্ট আছে সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

কন্সেপ্ট

কনটেস্টটা যেহেতু বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যের উপর ভিত্তি করে, সেই হিসেবে এই সময়ে কি কি দেখা যায়, সেই চিন্তাধারা থেকেই প্রথমে মাথায় আসলো কদম ফুলের কথা। কারণ বর্ষাকালে চারিদিকে কদম ফুলের ছড়াছড়ি আর কদমফুলের সুগন্ধ এত বেশি ভালো লাগে যে সব দিকে ছড়িয়ে যায়। যাই হোক, এজন্য আমি কদম ফুল গাছ বড় করে রেখেছি। তীব্র বেগে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো এক পাশে হেলে থাকে। যেদিকে বাতাস সেদিকে হেলে যায়। এটা বোঝানোর জন্য নারিকেল গাছটাকেও তেমন বাঁকা করে রেখেছি। আর বর্ষাকালে পদ্মফুল আর শাপলা ফুল দুটোই পাওয়া যায়। শাপলা আমরা অনেকেই খেয়ে থাকি। আর এজন্যই মূলত আমি নদীর মাঝে থৈ থৈ পানিতে পদ্ম ফুল এবং শাপলা ফুল ফুটে আছে সেটা বোঝানোর জন্য ফুল গুলো তৈরি করে নিলাম।
IMG-20240710-WA0014.jpg

IMG-20240710-WA0011.jpg

নদীতে পালতোলা নৌকা হাওয়ার বেগে দৌড়াচ্ছে, পাল তো পড়ে যাচ্ছে অনেকটা তাই বাঁকা করে তৈরি করে নিলাম।তার পাশাপাশি প্রকৃতি হয়ে থাকে সবুজ। আর সেটার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে সবুজটাই ব্যবহার করেছি ,মানে ঘাস পাতা।কালো মেঘে আকাশ ছেয়ে থাকে,তাই আকাশে দিয়ে দিলাম ধূসর মেঘ। আর এই বর্ষণের মধ্যে ছাত্রছাত্রীরা স্কুল থেকে বাড়ি ফিরে ছাতা মাথায় দিয়ে। সেটাও দিয়ে দিলাম। চেষ্টা করেছি পুরোটাই ক্লে দিয়ে করতে। শুধুমাত্র আকাশের নীল রংটা এক্রলিক রঙ দিয়েই করেছিলাম। কারণ গাঢ় নীল ক্লে ছিল না বিধায় রং দিয়ে করতে হয়েছে।

20240710_092144.jpg

20240710_092551.jpg
যাই হোক আমি চেষ্টা করেছি আমার সম্পূর্ণ কাজকে ক্লে দিয়েই তৈরি করতে এবং আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি তবে আপনাদের মন্তব্যের আশায় রইলাম।

উপকরণসমূহ

  • কার্ডবোর্ড
  • সাদা কাগজ
  • পেস্তা বাদামের খোসা
  • আঠা
  • ক্লে
  • রঙ
  • তুলি

20240706_192544.jpg

ধাপ-১

প্রথমে একটা কার্ডবোর্ড নিলাম। তাতে আঠা লাগিয়ে উপরে সাদা কাগজ বসিয়ে দিলাম। পুরো কার্ডবোর্ডটাকে কভার করে নিলাম। তারপর আমি যেই চিত্রটা উপস্থাপন করব সেটা এঁকে নিলাম পেন্সিলের সাহায্যে।

20240706_193049.jpg20240706_193259.jpg

20240706_194531.jpg

ধাপ-২

এখন তুলিতে গাঢ় নীল রং নিয়ে উপরের কিছুটা অংশ আকাশের রং করে নিলাম। তার মাঝে আবার সাদা রং দিয়ে কিছু মেঘ এঁকে নিলাম।

20240706_194917.jpg20240706_195126.jpg
20240706_195136.jpg20240706_195139.jpg

ধাপ-৩

এই ধাপে সাদা এবং কালো রঙের ক্লে মিশিয়ে একটা ধূসর রঙ তৈরি করে নিলাম। যাতে সেটা কালো মেঘের মত করতে পারি।

20240706_195241.jpg20240706_195252.jpg

20240706_195332.jpg

ধাপ-৪

এখন সেটা দিয়ে ছোট ছোট মেঘ তৈরি করে আকাশে দিয়ে দিলাম। আকাশে কালো মেঘে ভেসে আছে।

20240706_195423.jpg20240706_195509.jpg

20240706_195632.jpg

ধাপ-৫

এখন কমলা রঙের একটা ক্লে নিয়ে প্রথমে ঘরের চালের শেপ তৈরি করলাম। তারপর ঘরের চালটা ভরাট করে দিলাম। একপাশে কমলা রং এবং অপরপাশে দিলাম খয়রি রঙের ক্লে।

20240706_195741.jpg20240706_195834.jpg
20240706_195938.jpg20240706_200128.jpg

ধাপ-৬

তারপর ধীরে ধীরে ঘরের নিচের দিকের অংশটা দিয়ে দিলাম এবং পরবর্তীতে পাশে আরো একটা ঘরের চাল দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি ভিন্ন ভিন্ন রঙের ক্লে ব্যবহার করেছি।

20240706_200335.jpg20240706_200506.jpg
20240706_200719.jpg20240706_200957.jpg

ধাপ-৭

এখন প্রথম ঘরটাতে ক্রিম কালারের ক্লে দিয়ে ঘরের আশেপাশের টিনের অংশটা ভরাট করে নিলাম। আর পাশের ঘরটাতে কমলা রঙের ক্লে দিয়ে টিনের অংশ সেট করে নিলাম। ঘরের দরজা জানালা গুলোকেও ভিন্ন ভিন্ন ক্লে দিয়ে ভরাট করে নিলাম।

20240706_201523.jpg20240706_201525.jpg

20240706_201639.jpg

ধাপ-৮

ঘরের বাম পাশের জায়গাটা হবে ঘাসের মতো জায়গা। সে জন্য মূলত সেখানে সবুজ রং দিয়ে মার্কিং করে নিলাম এবং এগুলো ছড়িয়ে ছিটিয়ে ভরাট করে দিলাম।

20240706_201805.jpg20240706_202055.jpg
20240706_202400.jpg20240706_202506.jpg

ধাপ-৯

এখন বাম পাশের কোনার অংশটাতে আমি সবুজ রঙ দিয়ে ঘাসের মতো আঁকলাম। আর ঘরের বাম পাশে একটা নারিকেল গাছ আঁকার জন্য প্রথমে নারকেল গাছের কান্ড খয়রি রঙের ক্লে দিয়ে বসিয়ে দিলাম।

20240706_203306.jpg20240706_203309.jpg
20240706_203717.jpg20240706_203810.jpg

ধাপ-১০

এখন আবার ডানপাশে একটা বিশাল বড় কদমগাছ আঁকার জন্য মূলত প্রথমে তার কান্ড, শাখা প্রশাখা গুলো এঁকে নিলাম।মানে খয়েরি রঙের ক্লে দিয়ে ভরাট করে নিলাম। কয়েকটি ডালপালাও দিয়ে দিলাম।

20240706_203934.jpg20240706_204102.jpg

20240706_204611.jpg

ধাপ-১১

এখন পানি দেয়ার জন্য নীল এবং সাদা রংয়ের ক্লে মিক্স করে আমি খালি জায়গাটায় দিয়ে দিলাম। নৌকার অংশটা খালি রেখে বাকি পুরো জায়গায় পানির মতো করে ক্লে দিয়ে ভরাট করে দিলাম।

20240706_204732.jpg20240706_204853.jpg
20240706_205556.jpg20240706_205707.jpg

ধাপ-১২

এখন আবার একটা ধূসর রঙ তৈরি করলাম এবং সেটা দিয়ে একটা রাস্তা তৈরি করে নিলাম। আসলে গ্রামের রাস্তাগুলো একদম কাদা মাটিতে ভরপুর হয়ে থাকে বর্ষাকালে আর রংটা ঠিক এরকমই মনে হয়। এই জন্যই মূলত কাদামাটির মত করে ক্লে ব্যবহার করলাম।

20240708_195218.jpg20240708_195310.jpg
20240708_195425.jpg20240708_195555.jpg

ধাপ-১৩

এখন এটা খয়েরি রঙের ক্লে দিয়ে নৌকার কাঠের অংশটা তৈরি করে নিলাম এবং ছাঁচ দিয়ে এটা সমান করে নিলাম।

20240708_195638.jpg20240708_195705.jpg
20240708_195754.jpg20240708_195917.jpg

ধাপ-১৪

এখন গোলাপী রং এর ক্লে দিয়ে নৌকার উপরের ছাউনি তৈরি করে নিলাম। প্রথমত শেপ দিয়েছিলাম, তারপরে এটা ভরাট করে নিয়েছি।

20240708_200132.jpg20240708_200227.jpg

20240708_200348.jpg

ধাপ-১৫

এই ধাপে পাল তোলা নৌকার পালটা লাল রঙের ক্লে দিয়ে ভরাট করে নিলাম। তারপর একটা লাঠি দিয়ে আটকানো এই পাল সেটা দিয়ে দিলাম। এখানে আবার একটা মানুষ নৌকা বাইচে বৈঠা নিয়ে সেটাও ভরাট করে নিয়েছি কালো এবং ক্রিম কালারের ক্লে দিয়ে।

20240708_200518.jpg20240708_200733.jpg

20240708_201031.jpg

ধাপ-১৬

এখন একটা সবুজ কালারের ক্লে নিয়ে ছোট ছোট করে তৈরি করে তারপর কদম পাতার মতো তৈরি করলাম। কারণ কদম পাতাগুলো একটু বড় আকারের হয়। আর এজন্যই পাতাগুলো তৈরি করে গাছের শাখা প্রশাখায় একটা করে বসিয়ে দিতে থাকলাম।

20240708_201443.jpg20240708_201601.jpg
20240708_201728.jpg20240708_202104.jpg

ধাপ-১৭

এখানে আবার হালকা সবুজ রংয়ের ক্লে দিয়েও কিছু পাতা তৈরি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিলাম। কারণ একই গাছের বিভিন্ন রঙের পাতা থাকে।

20240708_203103.jpg20240708_203747.jpg

20240708_204152.jpg

ধাপ-১৮

এ ধাপে সাদা ক্লে থেকে ছোট ছোট করে বল তৈরি করলাম। এগুলো মূলত কদম ফুলের বেইস তৈরি করে নিলাম। তারপর এগুলো এক এক করে গাছের পাতার মাঝে বিভিন্ন জায়গায় বসিয়ে দিলাম।

20240708_204212.jpg20240708_204314.jpg
20240708_204407.jpg20240708_204826.jpg

ধাপ-১৯

এখন হলুদ রঙের ক্লে থেকে একদম ছোট ছোট করে কিছু পাপড়ির মত তৈরি করে সাদা রংয়ের এই ছোট বলের উপরে বসিয়ে দিলাম। যাতে এগুলো কিছুটা কদম ফুলের মতো দেখতে মনে হয়। এভাবে সবগুলো তৈরি করে নিলাম। দেখতে একদম কদম ফুলের মতোই লাগছিল।

20240708_205026.jpg20240708_205222.jpg
20240708_205810.jpg20240708_210420.jpg

ধাপ-২০

এখন অপর পাশে যে নারিকেল গাছের বেইস তৈরি করেছিলাম, সেটাতে সবুজ এবং হালকা সবুজ রং দিয়ে নারকেল গাছের পাতাগুলোর কাজ করে নিলাম।এখানে আবার তিনটে ডাব গাছের মধ্যে দিয়ে দিলাম। যদি কারো ইচ্ছে করে পেড়ে খেয়ে নিতে পারেন হাহাহা।

20240709_115235.jpg20240709_115333.jpg
20240709_120528.jpg20240709_120909.jpg

ধাপ-২১

এই কাজটা করতে আমার খুব বেশি মজা লেগেছিল। এখানে আমি গোলাপি রঙের কিছু ছোট পাপড়ি তৈরি করে নিলাম পদ্ম ফুল তৈরি করার জন্য। কয়েকটা পাপড়ি তৈরি করে একসাথে এগুলোকে খুব সুন্দর করে জোড়া লাগিয়ে একটা পদ্মফুল হয়ে গেল।

20240709_121647.jpg20240709_121747.jpg
20240709_121850.jpg20240709_122137.jpg

ধাপ-২২

এই ধাপে পদ্মফুলের পাতা তৈরি করে নিলাম সবুজ রঙের পাতা দিয়ে। তারপর এগুলো দিয়ে দিলাম পানির উপরে।তার পর পদ্মফুলটা বসিয়ে দিলাম। এখানে আমি তিনটি পদ্ম ফুল দিয়েছি।

20240709_122207.jpg20240709_122318.jpg
20240709_122322.jpg20240709_122548.jpg

ধাপ-২৩

এবার আমি কিছু লাল রংয়ের ফুল তৈরি করলাম। সেগুলো শাপলা ফুল হিসেবে ব্যবহার করেছি এবং এগুলোও ফাঁকে ফাঁকে কয়েকটা দিয়ে দিলাম। তার পাশাপাশি কয়টা কলিও দিয়ে দিলাম। পদ্ম ফুল এবং শাপলা ফুলে এই নদীটা ভরে আছে।

20240709_123003.jpg20240709_123515.jpg

20240709_123946.jpg

ধাপ-২৪

এখন হালকা সবুজ এবং গাঢ় সবুজ রঙের দুইটি লতা তৈরি করলাম ক্লে দিয়ে। তারপরে এগুলোকে পেঁচিয়ে দড়ির মতো তৈরি করে এগুলো কদম গাছের সাথে ঝুলিয়ে দিলাম। বিভিন্ন গাছের লতা এভাবেই ঝুলে আছে এই গাছের উপর এটা বোঝানোর জন্য।

20240709_124237.jpg20240709_124303.jpg

20240709_124340.jpg

ধাপ-২৫

এরপর দুই কালারের ক্লে দিয়ে কিছু ছোট ছোট ঘাস তৈরি করে নিলাম। তার উপরে আবার ছোট ছোট বল করে ফুল তৈরি করে নিলাম। এগুলো কদম গাছের নিচের অংশই দিয়েছি।

20240709_125044.jpg20240709_125236.jpg

20240709_125443.jpg

ধাপ-২৬

এই ধাপে রাস্তা দিয়ে একটি মেয়ে ছাতা মাথায় হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছে এই দৃশ্যটা ফুটিয়ে তুললাম। এজন্য কমলা এবং লাল রং দিয়ে মেয়েটির ড্রেস তৈরি করে নিলাম। তারপর বেগুনি রং দিয়ে উপরে ছাতা তৈরি করলাম।

20240709_130025.jpg20240709_130100.jpg
20240709_130316.jpg20240709_130721.jpg

ধাপ-২৭

এটা হলো নারিকেল গাছের নিচের দিকের অংশ।এখানে কিছু ঘাস তৈরি করলাম। এক্ষেত্রে আমি সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করেছি। তার পাশাপাশি পেস্তা বাদামের খোসা গুলোকে গাঢ় খয়েরি রঙ করে নিলাম।

20240709_131112.jpg20240709_131310.jpg
20240709_193245.jpg20240709_193249.jpg

ধাপ-২৮

তারপর এগুলোকে নদীর পাড়ে এর অংশে বসিয়ে দিলাম এক এক করে।কারণ বর্ষাকালে অতিরিক্ত প্লাবনে পাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য মূলত এগুলো দিয়ে বাঁধ দিয়েছে সেই রকম বোঝানোর জন্যই মূলত এগুলো ব্যবহার করেছি। আর সর্বশেষ ভারী বর্ষণ হচ্ছে এরকম বোঝানোর জন্য বৃষ্টি তৈরি করে নিলাম সাদা এবং হালকা আকাশি রং দিয়ে। কারণ পানির কোন রং হয় না কিন্তু উজ্জ্বলতার জন্য এটা বোঝানোর চেষ্টা করলাম।

20240709_193707.jpg20240709_193708.jpg
20240709_193804.jpg20240709_194754.jpg

20240709_200342.jpg

ফাইনাল লুক

20240710_091753.jpg

20240710_091929.jpg

20240710_092549.jpg

IMG-20240710-WA0003.jpg

20240710_092517.jpg

IMG-20240710-WA0006.jpg

IMG-20240710-WA0010.jpg

IMG-20240710-WA0007.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। বেশ দারুণভাবে আপনি আমাদের মাঝে একটি দৃশ্য তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। ক্লে দিয়ে এমন সুন্দর দৃশ্য তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই দৃশ্য তৈরি করা। আশা করব প্রতিযোগিদের বিজয়দের মধ্যে একজন হবেন আপনি

 5 days ago 

ক্লে দিয়ে করতে আসলে বেশ মজাই লেগেছিল। যেন কাদামাটি নিয়ে খেলছি কিন্তু মাটি হাতে লাগছে না। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আপু প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। ক্লে দিয়ে আপনি একটি বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যের তুলে ধরেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার এই বর্ষাকালী প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যরে ছবির মধ্যে প্রথমেই দুটি ঘর তৈরি করে নেওয়া আমার কাছে ভীষণ ভালো লেগেছে ,কদম ফুলের গাছে কদম ফুল দেখে আমার অনেক ভালো লাগলো, প্রতিটা পদক্ষেপ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সুন্দর বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো।

 5 days ago 

আসলে বর্ষাকালের কথা যখন মাথায় আনি তখন এক পলকেই চোখের সামনে বৃষ্টি, কদম ফুল, আর শাপলা ফুল ভাসে। এজন্যই সব কিছু এখানে দেয়ার চেষ্টা করলাম।

 6 days ago 

বর্ষাকালীর অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম আপু। আপনি আপনার ছেলেকে নিয়ে অনেক পরিশ্রম করে এই প্রজেক্ট তৈরি করেছেন দেখে খুশি হয়েছি। ছোট বাচ্চা থাকলে অনেক বেশি সমস্যা হয়। আর বড় কোন প্রজেক্ট তৈরি করতে গিয়ে বেশি সমস্যায় পড়তে হয়। দারুন হয়েছে আপু আপনার পোস্ট।

 5 days ago 

জ্বী ভাইয়া বড় কোন প্রজেক্ট থাকলে আসলে একটু বেশি সমস্যা হয়ে যায়। এজন্যই তো অনেকদিন সময় লেগেছে, ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি আজ আমাদের মাঝে চোখ ধাঁধানো পোস্ট শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।ক্লে দিয়ে তৈরি বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর দৃশ্য। আসলেই সত্য কথা বলেছেন দৃশ্যটি মনোমুগ্ধকর ছিল প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত পর্যায়ক্রমে নিখুঁতভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

চেষ্টা করেছি সব কিছুকে একটু বাস্তবিকভাবে হলেও ফুটিয়ে তোলার জন্য। ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্যটা দেখে। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ক্লে দিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন।আপনিও দারুণ একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন বর্ষাকালের আপু।বিশেষ করে কদম ফুল গাছটি আমার কাছে বেশি ভালো লেগেছে।আর প্রত্যেকটি ধাপ সুন্দর ছিল।আশা করি একটি অবস্থানে থাকতে পারবেন।

 5 days ago 

আমার কাছে খুব বেশি ভালো লেগেছে পদ্ম ফুলগুলো তৈরি করতে। ক্লে দিয়ে কিন্তু খুব মজা করে কাজ করা যায়, ধন্যবাদ আপু।

 6 days ago 

প্রথমেই জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুভকামনা। আপনি চমৎকার সুন্দর ও আকর্ষণীয় ভাবে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে চমৎকার সুন্দর পদ্ধতিতে "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ আপনাকে পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 5 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন সব সময়।

 6 days ago 

ক্লে দিয়ে বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্যের ডাই পোস্টটি এককথায় জাস্ট অসাধারণ হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা আপু কনটেস্ট ৫৯ এর জন্য।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 days ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য , ভালো থাকবেন।

 6 days ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আপনার তৈরি করা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটার মধ্যে কম বেশি সবকিছুই দিয়েছেন। যেটার কারণে আমার কাছে এটা দেখতে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। নদী, গাছপালা, ফুল, নৌকা, ঘরবাড়ি এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নিয়ে সব কিছুই সুন্দর করে তৈরি করেছেন। ক্লে দিয়ে পুরোটা তৈরি করতে আপনার অনেক সময় লেগে গিয়েছিল এটা তো দেখে বুঝাই যাচ্ছে। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

জি ভাইয়া ক্লে দিয়ে তৈরি করতে বেশ ভালই সময় লেগেছে। আর আমি কয়েক দিন ধরেই তৈরি করেছি। কারন নিভৃতের জন্য তো করা যায় না, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64821.33
ETH 3466.08
USDT 1.00
SBD 2.51