জেনারেল রাইটিং :- ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


books-2596809_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি শিক্ষণীয় পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। পোস্টটি হচ্ছে ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট। প্রত্যেক মানুষ জন্মের পর থেকে কোন না কোন কাজে শিক্ষা নিয়ে থাকে। অনেক মানুষ আছে খুব ভদ্র আচরণ করতে পারে। তাদেরকে আমরা অনেক মানুষ ফলো করি। কারণ তাদের কথাগুলো শুনলে নিজের কাছে ভালো লাগে। এবং তারা মানুষের সাথে খুব ভদ্র ভাবে কথা বলে। অনেক সময় আমরা যেমন বড়দের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকি।

পড়ালেখার পাশাপাশি মা বাবা এবং বড়দের আচার-আচরণের উপর আমরা অনেক ধরনের শিক্ষা গ্রহণ করে থাকি। ভদ্রলোকের আচরণ দেখলে বুঝা যায় লোকটি খুব ভদ্র। তাদের আচরণে শিক্ষা বোঝা যায়। আর এমন এমন কিছু লোক আছে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। কারণ তারা কি বলে নিজেও জানে না। আর অজ্ঞতাই লোকগুলো কখনো কারো বন্ধু বা আপন হতে পারে না। তাদের কথার কারণে মানুষের কাছে শত্রু হয়ে যায়। তবে শিক্ষা মানুষ ছোট এবং বড় থেকেও নিতে পারে।

আবার অনেক মানুষ অনেক ভদ্র আচরণ ফলো করে থাকে। তাদের আচার-আচরণ ভদ্রতা মানুষকে বেশি মুগ্ধ করে। এ ধরনের লোকগুলোকে অনেক মানুষ সম্মান করে এবং তাদের কে ইজ্জত করে। আর তাদেরকে সব সময় ফলো করার চেষ্টা করে। যে মানুষের মধ্যে আচরণের মধ্যে শিক্ষা আছে। তার থেকে মানুষ অনেক কিছু আশা করে। আর যে মানুষের মধ্যে ভাষার কোন মাধুর্য নেই অজ্ঞতা তাদের থেকে মানুষ কিছু আশা করতে পারেনা। বরং তাদের কথার কারণে মানুষ আরো রেগে যায়।

সঠিকভাবে যদি অনেক মানুষ দেখা যায় শিক্ষা গ্রহণ করতে পারে নাই। তাদের কথার কারণে অনেক মানুষের মনে কষ্ট যায়। এরকম অজ্ঞতাই লোক সব জায়গাতে কম বেশি দেখা যায়। অজ্ঞতাই লোক হচ্ছে আপন এবং পর সবার জন্য ক্ষতিকর। তাদের ব্যবহারের কারণে মানুষের মনে কষ্ট দেয়। কারণ তার আগে এবং তাদের জ্ঞানের উপর কোন চর্চা নেই। এরকম মানুষগুলো আসলে কারো উপকার করতে পারে না। বরং তাদের কথার কারণে মানুষের মনে কষ্ট যায়।

আর যে মানুষ আচরণ ভালো তাদের থেকে শিক্ষা নিতে পারে ।সে মানুষ মানুষকে সম্মান করতে পারে। আসলে মানুষের মুখের বাসার মধ্যে অনেক ধরনের তফাৎ বুঝা যায়। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষের আচরণ। আচরণ যদি ভাল হয় মানুষ মনে করে ভদ্র এবং তার পরিবার তাকে শিক্ষা দিয়েছেন। আর যে মানুষের মুখের ভাষা অজ্ঞতাই তার কথার কারণে মানুষের মনে কষ্ট দেয়। অজ্ঞতা লোক হচ্ছে এক ধরনের বিবেকহীন মানুষ। তাদের অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ বিপদে পড়ে যায়। আশা করি আমার সুন্দর টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন। একটা ভদ্র ফ্যামিলির ছেলে ভদ্র আচরণ করে সব সময়। তার ফ্যামিলি থেকে সব সময় ভদ্র শিক্ষা দেওয়া আছে। অভদ্র আচরণ করতে অজ্ঞতায় যথেষ্ট। বর্তমানে মানুষ অভদ্রতা করে নিজেকে স্মার্টনেস মনে করে। যারা এই সমাজে ভালো মানুষ তাদেরকে আমরা ফলো করার চেষ্টা করি। অভদ্র মানুষ থেকে আমরা সবসময় দূরে থাকি। এমন অজ্ঞতার লোক সব জায়গায় আছে কম বেশি। অবশ্যই এটা আপন ও পরের জন্য বেশ ক্ষতিকর। এসব মানুষ থেকে আমাদের দূরে থাকতে হবে। অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলে আপু আচারণ সাধারণ আমরা আমাদের পরিবার থেকে শিখে আসি।আমরা যেমন আচারণ করব আমাদের বাচ্চারা তেমনটাই শিখবে। আর অজ্ঞতা লোক হচ্ছে সব চেয়ে খারাপ। যাইহোক আপু অজ্ঞতার কারণে সত্যি মানুষ অনেক বিপদে পড়তে পারে। ধন্যবাদ আপু পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

হ্যাঁ আমরা যেভাবে আচরণ করি বাচ্চারা সেই ভাবে আচরণ শিখবে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন, ভদ্র আচরন করতে শিক্ষা লাগে। কারণ বলা হয়ে থাকে, ভদ্রতা বংশের পরিচয়। যে পরিবার সন্তানকে ভালো শিক্ষা দেয় পরবর্তী সে সবার সাথে ভদ্র আচরণ করে। অভদ্র আচরন অজ্ঞতা এবং মূর্খতা জন্য হয়ে থাকে। বেশ সুন্দর বিষয় আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। আসলে আমাদের সকলের সাথে অভদ্র আচরন করা প্রয়োজন। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

হ্যাঁ এটি একদম ঠিক ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

ঠিকই বলেছেন অজ্ঞতা লোক আপন পর সবার জন্যই ক্ষতিকর। আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে যারা শিক্ষার অভাবে সঠিকভাবে কথাই বলতে পারেনা শুধু মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলেই একদম সত্য কথা আপনি আপনার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ ভদ্র পরিবারের সন্তান সবসময় ভালো আচরণ করবে এবং সে কখনোই অন্যের সাথে খারাপ ব্যবহার করবে না৷ অভদ্র আচরণও কারো সাথে করবো না৷ কারণ তার ভেতরে সেই শিক্ষা নেই যে শিক্ষা অন্যান্য মানুষদের কাছে রয়েছে৷ যারা ভদ্র আচরণ করে তাদের পরিবার থেকেও হয়তো ওই শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাদের পরিবার এরকম হওয়ার কারণে তারা অভদ্রতা সকলের সাথে করতে পারে৷ আসলে সমাজে ভালো এবং খারাপ উভয় মানুষ রয়েছে৷ যারা ভালো মানুষ তাদেরকে তেমন একটা মূল্য দেওয়া হয় না৷ তাদের এই ভদ্রতাকে নীরবতা মনে করে৷ এর ফলে তাদের অনেক ধরনের অপমানজনক কথাবার্তা এবং অপমান করা হয়ে থাকে৷ তবে তা কখনোই ঠিক নয়৷ যারা অভদ্র রয়েছে তারা হয়তো এটা জানেনা একদিন না একদিন তাদেরকেও এই পৃথিবী থেকে চলে যেতে হবে এবং এটাই তাদের অজ্ঞতার পরিচয়৷

 2 months ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর করে উৎসাহিতমূলক মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট। ভালো আচরণ মানুষ সব মানুষের কাছে আশা করে কিন্তুু কিছু কিছু মানুষ আছে যে এমন বাজে আচরণ করে যে মনে হয় পারিবারিক শিক্ষার অভাব।আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি পারিবারিকী আচরণের শিক্ষা ও পেয়ে থাকি।মানুষের আচরণ এমন হওয়া উচিত যে আচরণ আর দশজন ফলো করবে এবং অন্যরা সন্মান করবে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু মানুষের ব্যবহার এমন দরকার যার ব্যবহার কারণে আরও ১০ জন তাকে ফলো করবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68516.58
ETH 3713.75
USDT 1.00
SBD 3.74