You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং :- ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলেই একদম সত্য কথা আপনি আপনার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ ভদ্র পরিবারের সন্তান সবসময় ভালো আচরণ করবে এবং সে কখনোই অন্যের সাথে খারাপ ব্যবহার করবে না৷ অভদ্র আচরণও কারো সাথে করবো না৷ কারণ তার ভেতরে সেই শিক্ষা নেই যে শিক্ষা অন্যান্য মানুষদের কাছে রয়েছে৷ যারা ভদ্র আচরণ করে তাদের পরিবার থেকেও হয়তো ওই শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাদের পরিবার এরকম হওয়ার কারণে তারা অভদ্রতা সকলের সাথে করতে পারে৷ আসলে সমাজে ভালো এবং খারাপ উভয় মানুষ রয়েছে৷ যারা ভালো মানুষ তাদেরকে তেমন একটা মূল্য দেওয়া হয় না৷ তাদের এই ভদ্রতাকে নীরবতা মনে করে৷ এর ফলে তাদের অনেক ধরনের অপমানজনক কথাবার্তা এবং অপমান করা হয়ে থাকে৷ তবে তা কখনোই ঠিক নয়৷ যারা অভদ্র রয়েছে তারা হয়তো এটা জানেনা একদিন না একদিন তাদেরকেও এই পৃথিবী থেকে চলে যেতে হবে এবং এটাই তাদের অজ্ঞতার পরিচয়৷

Sort:  
 2 months ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর করে উৎসাহিতমূলক মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66524.25
ETH 3616.53
USDT 1.00
SBD 2.81