ফিরে পাওয়া ভালোবাসা - গল্পের চতুর্থ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

ফিরে পাওয়া ভালোবাসা

image.png

image source

পর্ব :১-,২-,৩-,

চাচা এতক্ষনে বুঝতে আর বাকি রইলো না যে আমি সেই ছেলে। এরপর আমি আমার সেদিনের ঘটনা সবকিছু বৃদ্ধলোকটির কাছে বলি ও নিজের পরিচয় দেয়। এবং আবেগ আপ্পুত হয়ে জবার সাথে কথা বলিয়ে দিতে বলি। বৃদ্ধ লোকটি তখন মোবাইল থেকে কল করে জবার সাথে কথা বলার সুযোগ করে দিলেন। অপর পাশ থেকে ফোন রিসিভ করল জবা আর জবার কণ্ঠ শুনেই আমি চিনে গেলাম জবাকে। জবা, কেমন আছো তুমি ? অপর পাশ থেকে চিৎকার করে উঠলো, ভাইজান !!

ভাইজান তুমি কেমন আছো ?? আমি তোমার কথা অনেক মনে করি। তোমাকে আমার দেখতে মন চাই অনেক কিন্তু আমি তো এখন আমার গ্রামের বাড়িতে থাকি আর আমি ছোট মানুষ চাইলেই তোমার কাছে যেতে পারিনা। বাবা চিনতো তোমাদের বাসা কিন্তু এখন আর আমার জীবনে সেই বাবাও নেই। আমাকে বলেছিল তোমার কাছে আমাকে নিয়ে যাবে কিন্তু বাবা মরে যাওয়ার পর তোমার সাথে আর যোগাযোগ করতে পারেনি। মনে আছে তুমি আমাকে ছোট্ট একটা কাগজে তোমার নাম তোমার বাবার নাম ও ঠিকানা লিখে দিয়েছিলে ? সেই ঠিকানা দিয়েই দাদাকে আমি জোর করে পাঠায়। দাদা বৃদ্ধ বয়সে নিজেই চলতে পারে না, কিন্তু আমি তোমাকে অনেক মনে করতেছিলাম, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করতেছিল। আমার যে এখন কি ভালো লাগতেছে ভাইজান তোমাকে বলে বোঝাতে পারবো না।

জবা এক নাগাড়ে কথা বলেই যাচ্ছে। অনেক দিনের জমানো কথাগুলো কিছুটা হয়তো প্রকাশ করতে পারছে। বেশিরভাগটাই রয়ে গেছে অনুভূতিতে। জবা আমিও তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছি এখন। তোমরা যেখানে থাকতে সেখানে আমি গিয়ে তোমাকে খুজেছি কিন্তু পাইনি। আমি তোমাকে দেখতে আসবো জবা। আমার কথা শুনে জবা কান্না করছে। ভাইজান তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি পছন্দ হলে আমাকে জানিও। আমি আর কথা বলতে পারলাম না, দুচোখ বেয়ে কান্না নেমে আসছে। ফোন কেটে দিয়ে চাচার কাছে ফোনটি দিয়ে দিলাম।

আর তখন চাচার হাতে থাকা প্যাকেটটি আমার হাতে দিয়ে বললো জবা তোমার জন্য এই উপহারটি পাঠিয়েছে। জবার মা মেশিন চালিয়ে এ পাঞ্জাবিটি তোমার জন্য তৈরি করেছে জবার অনুরোধে। জবার মা জবাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে যে ওরা অনেক বড়লোক মানুষ এই পাঞ্জাবি ওরা পরবেনা, তারপরেও মেয়েটি অনুরোধ করে মায়ের কাছে এই পাঞ্জাবিটি তৈরি করার জন্য। আর আমিও আমার নাতনির আবদার মানা করতে পারিনি, শরীর আমার যেমনি হোক নাতনির মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু করতে পারি। ও খুশি হইলে আমার আর কিছু লাগেনা। আমি বৃদ্ধ লোকটার কাছ থেকে ব্যাগটি নিলাম ও দেখলাম ভিতরে লাল রঙের একটি পাঞ্জাবি। অনেক ভালোবাসা জড়িয়ে আছে এতে। হাজার হাজার টাকা দিয়েও আবেগময় পাঞ্জাবি পাওয়া যাবে না আমি জানি।

(চলবে..........)

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

অবশেষে জবার সাথে কথা বলতে পারল। আর বৃদ্ধ লোকটিও জেনে গেল এই ছেলেটি হল সেই ছেলে যার কারনে তার নাতনি আজ বেঁচে আছে। তবে জবার সাথে কথা বলতে পেরে হয়তো বা তার মন অনেক বেশি ভালো হয়ে গেছে। আর আবেগ মেশানো গিফট পেয়ে তো আরো বেশি খুশি হয়েছে। প্রথম থেকেই পর্যন্ত সবটাই পড়তে পেরেছি আপু। এজন্য বেশি ভালো লাগছে আমার কাছে। যেহেতু আরো বাকি আছে তাহলে তা পড়ার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63047.55
ETH 2690.45
USDT 1.00
SBD 2.54