ফুল ও ফলের ফটোগ্রাফি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ4 months ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ফটোগ্রাফি পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি সবাই।


IMG_20240324_084719.jpg

বন্ধুরা প্রথমে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তা হলো পেয়াজের ফুল।এটাকে আমাদের গ্রামের ভাষায় গদম বলা হয়।এই গদম পাকা অবদি এভাবেই মাঠে রাখা হবে।এখন এটা কাচা রয়েছে।এই গদম থেকে পাওয়া দানা থেকে পেয়াজের বীজ সংরক্ষণ করবেন চাষিরা।এক কেজি পেয়াজের বীজ বা দানার দাম ৩-৫ হাজার টাকা হয়ে থাকে।তাই অনেক কৃষক বানিজ্যক ভাবে এই গদম চাষ করে থাকেন।কদম চাষে প্রচুর পরিচর্যা করা লাগে।


IMG_20240324_084842.jpg

বন্ধুরা এই চিত্রে যে ছবিটা দেখতে পাচ্ছেন।তা হলো কাঠালের মোচা বা মুচি।আমরা গ্রামে এগুলোকে মুচি বলি।অগনীত এই মোচা সব কিন্তু থাকে না কিছু নষ্ট হয়ে পরে যায়।এই ধরনের মোচা বা মুচি লবন দিয়ে খেতে খুবই ভাল লাগে।আরেকটু বড় হলে সেগুলো ঘন্ট করলেও খুব সুস্বাদু লাগে।মোচা গুলো ছোট আর ছোট কাঠাল দেখতে সুন্দর লাগে।


IMG_20240324_084801.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেগুনের ফুল।চৈত্র মাস পরে গেছে তাই বেগুন গাছ গুলো দূরবল হয়ে গিয়েছে।কারন আর কিছুদিন পরেই গাছ গুলোক্ব তুলে ফেলা হবে।সত্যি বলতে এতো বড় একটা বেগুন ক্ষেতে আমি মাত্র ৩-৪ টা ফুল পেয়েছি কারন চৈত্র মাসের বেগুন গাছে ফুল আসে না।


IMG_20240324_084554.jpg

বন্ধুরা এটা হলো লিচু গাছের মুকুল।অনেক জায়গা লিচু আগুর অর্থাৎ আগাম হয়ে থাকে।তো আমাদের গাছেও আগাম লিচুর মুকুল এসেছিলো সেগুলো ফুল পরে গিয়ে এখন ফলের গুটি এসেছে।আপনার দেখতে পাবেন মুকুলের ডালে ফুল নেই কিন্তু।আর কিছুদিন পরে স্পষ্ট দেখা যাবে এগুলো।


IMG_20240324_084640.jpg

বন্ধুরা এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুই ফলের একটা চিত্র।এগুলো হলো ছোট পুই ফল মাত্রই কয়েকদিন দুটছে ফুল থেকে।দেখতে খুবই ছোট আর শীষ এর মতো লাগছে।আশা করি এটা আপনারা পছন্দ করবেন সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।



পোস্টের বিবরণ

শিরোনামফুল ও ফলের ফটোগ্রাফি
ক্যামেরাঅপু
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  
 4 months ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। বিভিন্ন জিনিসের ফটোগ্রাফির ধারণ করতে আমারও অনেক ভালো লাগে। আমের মুকুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাল লেগছে জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি একজন প্রকৃতি প্রেমী মানুষ। তা নাহলে এতো সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব নয়।প্রথমেই রেখেছেন পেঁয়াজ ফুল বা গদম ফুল,মুচি, বেগুন,লিচু,পুই এর চিকন ফুল সব ফটোগ্রাফি গুলো দৃষ্টি নন্দিত হয়েছে ভাইয়া।যাইহোক ভাইয়া অসাধারণ ফটোগ্রাফি গুলা আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত এর জন্য।

 4 months ago 

কমপক্ষে সাতটি ছবি দিয়ে ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করবেন। প্রথম চিত্রটি চমৎকার ছিল। পেঁয়াজের ফুল দেখতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। এটাকে গদম বলা হয় আজকে জানলাম। বেগুনের ফুল বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আমাদের এ ধারেও আসতেছে কোনরকম ভাবে লিচুর মুকুল। সর্বোপরি ভালো ছিল ফটোগ্রাফি ও বর্ণনা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ।

 4 months ago 

বাহ্ দারুন তো। আপনি তো দেখছি একেবারে কিছু আন কমন জিনিসের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে মাঝে মাঝে এমন আনকমন কিছু জিনিসের ফটোগ্রাফি দেখতেই যেন কেমন লাগে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। দারুন ছিল ফটোগ্রাফি গুলো উপস্থাপনাও। ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 4 months ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো ফুল ও ফলের ফটোগ্রাফি দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ফল ও ফুলের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে পেঁয়াজের ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাছাড়া বেগুনের ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ

 4 months ago 

ফুল ও ফলের বেশ কয়েকটি ফটোগ্রাফি দেখলাম ভাই বেশ ভালো লাগলো। পেঁয়াজের ফুল ও কাঁঠালের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়েছেন।

 4 months ago 

সুন্দর কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। পেঁয়াজের ফুল দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনার পোস্টে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে।

 4 months ago 

অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66779.99
ETH 3503.24
USDT 1.00
SBD 2.70