"আমার করা চারটি রেসিপি পোস্টের রিভিউ"

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১ লা এপ্রিল , শনিবার , ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা চারটি রেসিপি পোস্ট এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এটাই আমার রেসিপি পোষ্টের তৃতীয় রিভিউ পোস্ট। এ পর্যন্ত অনেকগুলাই রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আর সে সকল রেসিপিগুলো একসাথে খুঁজে পাওয়ার জন্য মাঝে মাঝে কয়েকটি রেসিপি নিয়ে একটি করে রিভিউ পোস্ট করলে বেশ ভালই হয়। তাহলে চলুন আর রেসিপি গুলো দেখে আসি।



GridArt_20230401_122313127.jpg

আমার করা চারটি রেসিপি পোস্টের কভার ফটো দিয়ে এই রিভিউ পোস্ট এর জন্য ছবিগুলো সংযুক্ত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করেছি।



সহজ পদ্ধতিতে হোয়াইট ব্রেড ও ডিম দিয়ে স্যান্ডউইচ রেসিপি

GridArt_20221103_162545722.jpg

এই রেসিপি পোস্টটি যখন আমি করেছিলাম তখন আমি আমার পিসিমণির বাসায় ছিলাম। ঢাকাতে আসার পর সিলেটে পিসি মনির বাসায় বেশ ভালোই যাওয়া হয় একথায় বাড়ি যাওয়ার থেকে বেশি যাওয়া হয় পিসিমণির বাসায়। আমার কাছে পিসিমণির বাসাটা আমার নিজের বাড়ির মতনই লাগে। পিসিমনির বাসায় গিয়ে নিজে খুব একটা রেসিপি করি না তারপরও যখন সুযোগ পায় রেছিপি করার চেষ্টা করি।

স্যান্ডউইচ রেসিপি টা আমার কাজ অনেক ভালো লাগে। খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। হোয়াইট ব্রেড ও ডিম দিয়ে খুব সহজে এবং সুন্দরভাবে অল্প সময়ের ভেতরে স্যান্ডউইচ রেসিপি তৈরি করেছিলাম। আমার তৈরি এই স্যান্ডউইচ রেসিপিটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে বাসায় তৈরি করে এ ধরনের রেসিপি খেয়ে দেখতে পারেন আশা করি বেশ ভালই লাগবে।

এই রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।



করলা এবং পটল মিক্সার ভাজি রেসিপি

20221107_155530.jpg

এই রেসিপিটি যখন আমি করেছিলাম তখন মেসে নিজেরাই রান্না করতাম। প্রতিদিন দুবেলা করে রান্না করা লাগতো বেশ ভালই লাগতো রান্না করতে তবে মাঝে মাঝে যখন ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রেসার থাকতো তখন একটু বোর লাগতো। পটল এবং করলা মেসে আলাদা আলাদা করে ভাজি করতাম প্রায়ই। কিন্তু এই রেসিপিটি যেদিন করলাম ভাবলাম যে করোলা এবং পটল যদি একসাথে করে ভাজি করি তাহলে কেমন লাগবে। যে কথা সেই কাজ শুরু করে দিলাম রেসিপি আইটেম। তারপর রেসিপিটা তৈরি করার পর খেয়ে দেখলাম যে আসলে বেশ ভালই হয়েছে। করলা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু মেসে থাকার কারণে বাধ্য হয়ে অনেক কিছুই খেতে হয়। তবে আমার তৈরি রেসিপিটা বেশ ভালই হয়েছিল মেসের সবাই খেয়ে দেয়ে কমেন্টস করেছিল।

এই রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।



খুব সহজে মজাদার কেক তৈরি

20221121_202514.jpg

এই রেসিপিটি আমি আমার পিসিমণির বাসা থেকে করেছিলাম। এই রেসিপিটি করার কয়েকদিন আগেই আমার বাংলা ব্লগের কেক তৈরি রেসিপিটি প্রতিযোগিতা শেষ হয়েছিল। প্রতিযোগিতার ভেতর আমিও অংশগ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু সিলেটে থাকার কারণে সময়মতো সবকিছু করতে না পারার কারণে আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলাম না বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। যাইহোক বাড়িতে বা বাসায় কেক তৈরি করে খেতে বেশ ভালোই লাগে এটা আমার জীবনের দ্বিতীয় বার কেক তৈরি। এর আগে অবশ্য আমি বাড়িতে কেক তৈরি করেছিলাম একবার বেশ ভালই হয়েছিল সেবারও। আমার তৈরি কে বেশ ভালই সুস্বাদু হয়েছিল।

এই রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।



বিভিন্ন সবজি দিয়ে ডিমের রেসিপি

20220914_163034.jpg

আলু, পটল ও চালকুমড়া দিয়ে ডিম রান্নার রেসিপি আমার মেসের সবার কাছে খুবই প্রিয়। আসলে কয়েক প্রকারে সবজি দিয়ে ডিম রান্না করলে বেশ ভালোই সুস্বাদু হয়। বাড়িতে থাকতে অবশ্যই এ ধরনের ডিম রান্না করে কখনো খাওয়া হয়নি কিন্তু ঢাকাতে আসার পর মেসে এ ধরনের খাবার প্রায়ই খাওয়া হয়। আমার বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি ডিমের এই রেসিপিটি বেশ সুন্দর। আমার নিজের কাছে এবং আমার ম্যাচের সবার কাছে এই রেসিপিটা খুবই জনপ্রিয়। এখনো মাঝে মাঝে এই রেসিপিটা করে ম্যাচের সবাইরে খাওয়াই আমি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিম রান্না করে খেতে আমার বেশ ভালই লাগে। তাই আপনাদেরও হয়তো বেশ ভালই লাগবে সেজন্য রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালই লাগবে।

এই রেসিপি পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।





পোস্টের বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
পোস্ট ধরনরেসিপি রিভিউ


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার করা রেসিপি পোস্ট এর রিভিউ ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার রেসিপি রিভিউ পোস্ট গুলো দেখে অনেক ভালো লাগলো। সময়ের কারণে আপনার পোস্টগুলো আমি আগে দেখতে পারেনি। তবে আপনার রেসিপি পোস্ট সবগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। আর কেক দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। সুন্দর করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবগুলো রেসিপি অনেক লোভনীয় ছিল তবে যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলি তাহলে আমার কাছে কেক রেসিপিটা সবচেয়ে বেশি লোভনীয় মনে হয়েছে। মজার মজার সব রেসিপি পোস্টগুলো পুনরায় আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

কেক রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার রেসিপির রিভিউ পোস্টটি অনেক চমৎকার হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি একটি সাজেশন দিতে চাই। রিভিউ পোস্ট না করে একটি সংগ্রহশালা তৈরি করুন, তাতে করে আপনার সমস্ত রেসিপিগুলো এক জায়গায় সংরক্ষিত থাকবে।

 2 years ago 

সুন্দর উপদেশমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমি অবশ্যই রেসিপি পোস্টগুলো সংগ্রহশালা তৈরি করব পরবর্তীতে। এভাবে সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রতিটি রেসেপি এতটাই লোভনীয় ছিল যা বলে বোঝানো সম্ভব নয় ৷ অনেক ভালো লাগলো আজকে চারটি রেসেপি পোষ্ট রিভিউ দিয়েছেন ৷ ভালো লাগলো তবে কেক বানানোর রেসেপি টা অনেক ভালো ছিল ৷ ধন্যবাদ দাদা

 2 years ago 

সহজ এবং সাবলীল ভাষায় সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্রতিটি রেসিপি দারুন ছিল এবং বেশ লোভনীয়।
এবং রেসিপি গুলো পুনরায় আদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

ভাইয়া একদম ঠিক বলেছেন এভাবে যদি রেসিপি পোষ্টের রিভিউ বা সংগ্রহশালা তৈরি করা হয় তাহলে প্রয়োজনীয় রেসিপিগুলো খুঁজে পেতে খুব সহজ হয়। অসাধারণ চারটি রেসিপি নিয়ে একটি রিভিউ পোস্ট তৈরি করেছেন আমার তো প্রতিটি পোস্ট অনেক ভালো লেগেছে দেখতে। বিশেষ করে পাউরুটি এবং ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছেন সেই রেসিপিটি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দারুণ একটি রিভিউ পোস্ট তৈরি করার জন্য।

 2 years ago 

সুন্দর এবং সহজ ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার রেসিপি রিভিউ গুলো দেখে অনেক ভালো লাগলো। সময়ের কারণে আপনার পোস্টগুলো আমি আগে দেখতে পাইনি। তবে আপনার রেসিপি গুলো সত্যি অসাধারণ হয়েছে। তবে প্রথম রেসিপিটি আমার অনেক প্রিয় একটি রেসিপি। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68750.43
ETH 2428.97
USDT 1.00
SBD 2.37