আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৩steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

শিক্ষা সফর নিয়ে মজার কোন কৌতুক বা হাসির অনু গল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া হচ্ছে।তবে এবার যাওয়া হচ্ছে বিমানে। সবাই বিমানে ওঠার পর পাইলট বলল

পাইলট:আপনারা জেনে গর্বিত হবেন যে এই বিমানটি এই কলেজের ছাত্ররাই বানিয়েছে।

পাইল্ট এর কথা শুনে ভয় পেয়ে সবাই নেমে গেল শুধুমাত্র হেডমাস্টার ছাড়া।তাই দেখে পাইলট বলল

পাইলট:যাক আপনার স্টুডেন্ট দের প্রতি আপনার দেখি অগাধ বিশ্বাস।

হেডমাস্টার:তা তো অবশ্যই।আমি লিখে দিতে পারি এই বিমান উড়বেই না।

 2 years ago (edited)

কথায় আছে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া।
যেমন শিক্ষক তেমন ছাত্র।

 2 years ago 

ঠিক ভাই ঠিক।

এটা বেস্ট ছিল। হা হা হা 😂😂😂 কলেজ জীবনের কথা মনে পড়ে গেলো। আমাদের HOD বলতো তোদের দিয়ে কিচ্ছু হবেনা। আমার এই জীবনে সব থেকে খারাপ ব্যাচ তোদের গ্রুপ টা।

 2 years ago 

আমাকে বলছিল তুমি তো ভিআইপি তিনবছরে একদিনও ক্লাস করো নি। আমি বলছিলাম স্যার অটোগ্রাফ নিবেন? পরে স্যার হেসে ফেলে।

 2 years ago 

😂😂😂😂😂 এতো টাই বিশ্বাস করে ফেলেছে যে, বুঝে গেছে বিমান আর উড়বে না।

 2 years ago 

বেশ মজা পেলাম ভাই।

 2 years ago 

হাঁসতে হাঁসতে শেষ। 😂

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে গাড়ি গুলিস্তানে জ্যামে পড়েছে।সবাই মন খারাপ করে বসে আছে। আনান্দটা মাটি হয়ে গেল।
হঠাৎ!!!!!

😊 বল্টু আর এক ব্যক্তি বাসের মধ্যে কথা বলছে 😊
.....
বল্টু:- আপনাকে চেনা চেনা লাগছে, বাসা কোথায় আপনার?🧐
.
লোক:- জ্বি ৪নং ভূতের গলিতে। ☺️

বল্টু:- আরে আমার বাসাও তো ওখানে! কত নাম্বার বাসায় থাকেন?😱
.
লোক:- ১৭ নাম্বার।☺️
.
বল্টু:- আরে কি বলেন আমিও তো১৭ নাম্বার বাসায় থাকি,আপনি কয় তলায় থাকেন?😱
.
লোক:- ছয় তলায় পশ্চিম দিকের ফ্লাট।☺️
.
বল্টু:- আশ্চর্য আমিও পশ্চিম দিকের ফ্লাটে থাকি !😱
.
.(পাশে বসা বল্টুর ভূগোল শিক্ষক তাদের এই আলাপ শুনে বললেন)
.
ভূগোল শিক্ষক : আপনাদের ঘটনাকি বলেন তো? একই বাসায় থাকেন অথচ কেউ কাউকে চিনেন না? 🤔
.
.
বল্টু:- আরে স্যার দেখেন না রাস্তায় কি জ্যাম,পিকনিকের আনন্দ তো মাটি তাই বাপ বেটা মিলে একটু মজা করছি।😏😁😜🤪😂

 2 years ago 

দুই বন্ধু পিকনিকে গিয়ে রাতের বেলা একটি তাবু তৈরী করে দুই বন্ধু মিলে এক সাথে ঘুমিয়ে আছে। হঠাৎ করে এক বন্ধুর ঘুম ভেঙ্গে গেছে। সে দ্বিতীয় বন্ধুকে ঘুম থেকে জাগিয়ে বলে....

প্রথম বন্ধু:- তুই কি আকাশ দেখতে পাচ্ছিস...?
দ্বিতীয় বন্ধু:- হ্যা,সুন্দর ভাবে আকাশ দেখতে পাচ্ছি।
প্রথম বন্ধু:- আকাশ দেখে কে বুঝলি...?
দ্বিতীয় বন্ধু:- আকাশ অনেক পরিষ্কার। বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই।
প্রথম বন্ধু:- ওরে আবহাওয়াবিদের বাচ্ছা আমাদের তাবুটাই চুরি হয়ে গেছে। তাই আকাশ দেখা যাচ্ছে,হা হা হা।😂😂😂

 2 years ago 

হাহাহা 🤪🤣 দারুন হয়েছে ভাই। এর পরে কোথাও ঘুরতে গেলে তাবুতে ঘুমানোর কথা ভাববো না । এমনিতেই আজকে রাতে ফোন চুরি হয়ে গেছে এমন স্বপ্ন দেখেছি।😬

 2 years ago 

😂😂😂😂 দারুণ ছিল। তাবুটাই চুরি করে নিয়ে গেল শেষে।

 2 years ago 

আমাদের কলেজের বোটানি ডিপার্টমেন্টের স্যাররা, এত অলস, এত অলস, যে তার বলার না। যেমন একটি ঘটনা বলি,গত বছর নভেম্বর মাসে, আমাদের কলেজ থেকে একটি শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য কথা হয়েছিল, তার তারিখও ঠিক হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব উৎসাহিত ছিলাম। যেহেতু সব বন্ধু-বান্ধবীরা মিলে একসঙ্গে ঘুরতে যাব তাই সেখানে স্বাভাবিকভাবেই একটা সুন্দর দেখানোর ব্যাপার থেকেই থাকে, হি হি হি। যেহেতু শীতকাল ছিল তাই আমি একটা খুব সুন্দর নতুন সোয়েটার ,আরেকটি নতুন জিন্সের প্যান্ট অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমাদের যেদিন ঘুরতে যাওয়ার কথা ছিল তার আগের দিনই ডেলিভারিটা আমার কাছে এসে পৌঁছায়। সোয়েটারটা আমার গায়ে কিছুটা বড় হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু পরের দিনই ঘুরতে যাওয়ার কথা ছিল তাই আমার কাছে আর পাল্টানোর কোন অপশন ছিল না। তাই আর এক্সচেঞ্জ করিনি। কিন্তু পরের দিন সকালেই হঠাৎ গ্রুপে দেখলাম স্যার এসএমএস করেছেন, তার কোন এক কাজ পড়ে গিয়েছে, তাই তিনি আমাদের ঘুরতে নিয়ে যেতে পারছেন ,না পরের সপ্তাহে ঘুরতে নিয়ে যাবেন। যেহেতু নতুন সোয়েটার পড়ে যাব আর নতুন জিন্স পরে যাব তাই ওই জামাটা পড়াই যাবে না প্রথম দিন ঘুরতে যাওয়ার জন্যই পড়বো বলে ঠিক করে রেখে দিয়েছি।পরের সপ্তাতে এসেও তিনি আবার ডেট চেঞ্জ করে ফেললেন, আর বললেন এক মাস পরে তোমাদের ঘুরতে নিয়ে যাব।কিন্তু এক মাসের জায়গায় এখন পাঁচ মাস হয়ে গেল ,সেই ঘুরতে যাওয়া আর হলো না ।🙂আর শীতকালের জায়গায় গরম চলে আসলো, সেই সোয়েটার আমার আলমারিতে পড়ে থেকেই পুরনো হলো।🙂

 2 years ago 

হেহেহে 🤣🤣 আমি লেখাটা পড়তে পড়তে অন্য কিছু ভাবছিলাম কিন্তু আনএক্সপেক্টেড ভাবে এমন কিছু ঘটে যাবে তা বুঝতে পারিনি। সামনের শীতকালে কাজে লাগবে দিদি ওই সোয়েটারটা। 🤪🤪

 2 years ago 

😂😂😂😂 ঠিক আছে দাদা, এই বছর শীতকালেই ওটা পড়ে নেবো 🙂🙂🙂🙂🙂।

 2 years ago 

স্কুল জীবনে থাকতে শিক্ষা সফর অনেকবার করেছি। ক্লাস সেভেনে থাকা অবস্থায় শিক্ষা সফর করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটেছিল সেটি শেয়ার করব আজকে। সেই বছর শিক্ষা সফরে বাসে করে আমাদের নিয়ে গেছিল চিড়িয়াখানাতে পশুপাখি দেখানোর জন্য। আমরা সর্বমোট ৫০ জনের মত গেছিলাম একসাথে এই শিক্ষা সফরে। সকাল 11 টার দিকে গেছিলাম এবং সন্ধ্যার আগে সবারই বাড়ি ফেরার কথা ছিল। এই সফরে আমাদের সাথে আমাদের এক দুষ্টু বন্ধু ছিল। চিড়িয়াখানায় গিয়ে সেই বন্ধু আমাদের সবার থেকে আলাদা হয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিল। যথারীতি বিকেলের আগে আমরা ঘুরাঘুরি করে সবাই বাসে চলে আসি। আমাদের টিচাররা সবাইকে জিজ্ঞেস করে সবাই আমরা বাসে এসে উঠেছি কিনা। সবাই তখন চিৎকার করে হ্যাঁ বলে। কিন্তু কখন যে সেই দুষ্টু বন্ধুটা ওঠেনি আর আমরা সেটা মিস করে ফেলেছি সেটাই বুঝতে পারিনি। যথারীতি আমাদের বাস চলতে থাকে । প্রায় দশ মিনিট চলার পরে আমাদের মাথায় আসে যে আমরা আমাদের সেই দুষ্টু বন্ধুকে না নিয়েই চলে এসেছি। পরে সবাই টিচারদের সেই কথা জানাই। টিচারটা চিন্তিত হয়ে বাস নিয়ে পুনরায় চিড়িয়াখানায় যায় । যেখানে গিয়ে আমরা দেখি সেই বন্ধু বানরের সাথে খেলা করতে ব্যস্ত আছে। তার আর বাড়ি যাওয়ার কথা মনে নাই। তার এরকম পরিস্থিতি দেখে আমরা সবাই অবাক হই এবং হাসতে হাসতে গড়াগড়ি দিই।

 2 years ago 

সত্যিই খুব হাস্যকর। 😂😂😂😂 এতো বন্ধু রেখে সে বানরের সাঠে খেলছিল।😂😂😂😂

 2 years ago 

রতনে রতন চিনে নেই... এইজন্যই হয়তো দিদি সে বন্ধু রেখে বানর নিয়ে খেলায় ব্যস্ত ছিল! 🐒🐒

 2 years ago 

হা হা হা হা হা হা,,,,,ঠিক বলেছেন।

 2 years ago 

🤪🤭🤪🤣হা হা হা..

 2 years ago 

দুই বন্ধু শিক্ষা সফরে গিয়ে শিকারে গেছে জঙ্গলে। এর মধ্যে একজন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সুস্থ বন্ধু তাড়াতাড়ি ফোন করল ৯১১-এ। হ্যালো, আমার বন্ধু বোধ হয় মারা গেছে।

আপনি আগে সিওর হন যে সে মারা গেছে।

তখন লোকটা তার রিভলবার বের করল। বন্ধুকে গুলি করল। তারপর ফোনে বলল, এবার আমি সিওর যে সে মারা গেছে।☺️☺️

 2 years ago 

দুই বান্ধবী শিক্ষা সফরে গেল সমুদ্র সৈকতে তারা হাঁটু পর্যন্ত পানিতে নেমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে। আর একজন অপরজনের ফটোগ্রাফি করতেছে ‌।

সমুদ্রে অনেক বরফের টুকরা ভাসতেছে। এক বান্ধবী তার হ্যান্ড ব্যাগ বরফের টুকরো উপর রাখলো। কিছুক্ষণ পরে জোরে পানি ঢেউ এলো । ঢেউয়ের কারণে বরফের টুকরো সহ হ্যান্ড ব্যাগ অনেক দূরে ভেসে গেলো।

এখন তারা দুইজন মিলে হ্যান্ড ব্যাগ কাছে আনার জন্য আশেপাশে বরফের টুকরো মারতে লাগলো। এক বান্ধবী বরফের টুকরো ভেবে তার হাতে থাকা হ্যান্ড ব্যাগ টি মেরে দিলো । একটু পরে আবার জোরে ঢেউ এসে ব্যাগ দুটি তলিয়ে গেল।

এখন প্রথম বান্ধবী বলতেছে আমার মানিব্যাগ হারিয়ে গেছে তো সমস্যা নাই তবে মনের আশা পূর্ণ হল তোর ব্যাগ হারিয়ে গেল‌।

 2 years ago 

😂😂😂😂 দারুণ ছিল। যার জন্য ব্যাগ ছুঁড়ে মারল সেই আবার পড়ে খুশী হয়ে গেল😂😂😂।

শিক্ষা সফর নিয়ে বেশ ভাল রকমের এটা অভিজ্ঞতা হয়েছিল আমার বছর পাঁচ ছয় আগে। তখন আমি সবেমাত্র ক্লাস ইলেভেন পাশ করে টুয়েলভে উঠেছি। প্রাইভেট টিউটর হিসেবে আমাদের একজন ভালো পদার্থবিজ্ঞান স্যার ছিলেন, উনাকে আমরা একবার জোরজাবস্তি করে বলেছিলাম যে আমাদের কলকাতা সাইন্স সিটিতে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য। এতে করে আমাদের পদার্থবিজ্ঞানের অনেক ব্যাপারে অনেক বেশি নলেজ তৈরি হবে। কিন্তু উনিও সময় বের করতে পারছিল না। তবে শেষমেষ আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পর আমরা প্রায় ১৫ জন বন্ধুবান্ধব মিলে সেই পদার্থবিজ্ঞান স্যারকে নিয়ে গেছিলাম সাইন্স সিটি। তবে ওখানে গিয়ে একটা জিনিস দেখে বেশ অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে সাইন্স সিটির একটা বড় অংশ জুড়ে সেখানে প্রেমিক প্রেমিকারা বায়োলজি ক্লাস নিচ্ছে একে অন্যের। ওই সময়টাতে তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতো, তাই স্যারের মানা করা সত্ত্বেও বেশ কিছু সময় দাঁড়িয়ে মজা দেখছিলাম। তবে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটা জিনিস আমার মনে হয়েছিল সেটা হল, ফিজিক্সের কোন ব্যাপার শিখতে পেরেছি কি না পেরেছি সেটা বলতে পারবো না, তবে বায়োলজির বেশ কিছু চ্যাপ্টার মোটামুটি মাথার ভেতর গেঁথে গেছিল।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110268.26
ETH 3863.70
USDT 1.00
SBD 0.58