RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৩
স্কুল জীবনে থাকতে শিক্ষা সফর অনেকবার করেছি। ক্লাস সেভেনে থাকা অবস্থায় শিক্ষা সফর করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটেছিল সেটি শেয়ার করব আজকে। সেই বছর শিক্ষা সফরে বাসে করে আমাদের নিয়ে গেছিল চিড়িয়াখানাতে পশুপাখি দেখানোর জন্য। আমরা সর্বমোট ৫০ জনের মত গেছিলাম একসাথে এই শিক্ষা সফরে। সকাল 11 টার দিকে গেছিলাম এবং সন্ধ্যার আগে সবারই বাড়ি ফেরার কথা ছিল। এই সফরে আমাদের সাথে আমাদের এক দুষ্টু বন্ধু ছিল। চিড়িয়াখানায় গিয়ে সেই বন্ধু আমাদের সবার থেকে আলাদা হয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিল। যথারীতি বিকেলের আগে আমরা ঘুরাঘুরি করে সবাই বাসে চলে আসি। আমাদের টিচাররা সবাইকে জিজ্ঞেস করে সবাই আমরা বাসে এসে উঠেছি কিনা। সবাই তখন চিৎকার করে হ্যাঁ বলে। কিন্তু কখন যে সেই দুষ্টু বন্ধুটা ওঠেনি আর আমরা সেটা মিস করে ফেলেছি সেটাই বুঝতে পারিনি। যথারীতি আমাদের বাস চলতে থাকে । প্রায় দশ মিনিট চলার পরে আমাদের মাথায় আসে যে আমরা আমাদের সেই দুষ্টু বন্ধুকে না নিয়েই চলে এসেছি। পরে সবাই টিচারদের সেই কথা জানাই। টিচারটা চিন্তিত হয়ে বাস নিয়ে পুনরায় চিড়িয়াখানায় যায় । যেখানে গিয়ে আমরা দেখি সেই বন্ধু বানরের সাথে খেলা করতে ব্যস্ত আছে। তার আর বাড়ি যাওয়ার কথা মনে নাই। তার এরকম পরিস্থিতি দেখে আমরা সবাই অবাক হই এবং হাসতে হাসতে গড়াগড়ি দিই।
সত্যিই খুব হাস্যকর। 😂😂😂😂 এতো বন্ধু রেখে সে বানরের সাঠে খেলছিল।😂😂😂😂
রতনে রতন চিনে নেই... এইজন্যই হয়তো দিদি সে বন্ধু রেখে বানর নিয়ে খেলায় ব্যস্ত ছিল! 🐒🐒
হা হা হা হা হা হা,,,,,ঠিক বলেছেন।
🤪🤭🤪🤣হা হা হা..