অন্ধকার থাকলেই কেবল আলোর গুরুত্ব বুঝতে পাই।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় বন্ধুরা আশা করি,,আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি সুস্থ আছি। প্রিয় পাঠকগণ আজকে আমার এই ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ব্লগ লেখার বিষয় হচ্ছে সূর্যকে নিয়ে। তো চলুন শুরু করা যাক।

received_182456941290952.jpeg

সূর্য আমাদের শক্তির উৎস আমরা সবাই জানি। এই সূর্য মাধ্যমে আমাদের খাদ্য দ্রব্য উৎপাদিত হয়ে থাকে, এমনকি খাদ্য দ্রব্যর উৎপাদানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সূর্যের তাপ।

সূর্য যে শুধু খাদ্য দ্রব্য উৎপাদনে ভূমিকা রাখে এমন টা নয়, বর্তমানে যেমন সূর্যকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহৃিত হচ্ছে, ঠিক অনুরুপ অতীতে ও মানুষ এর ব্যবহার অনেক করেছে, এবং বর্তমানে ও হবে ভবিষ্যতে ও হবে,,,,

তো চলুন সূর্যকে কাজে লাগিয়ে বর্তমানে এবং ভবিষ্যৎ কি কি কাজ করেছে বা করবে মানুষ। বর্তমানে এর ব্যবহার যদি বলি যেমন সূর্যের তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি রূপান্তর করেছে, যা আমরা সবাই জানি।

received_159386596755441.jpeg

সূর্যকে শুধু কাজে ব্যবহার করি এমন টা নয়, সূর্য আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, সৌরশক্তি না থাকলে আমরা পৃথিবীতে, মাত্র কয়েকদিন বেঁচে থাকতে পারতাম,,,,কারণ খাদ্যদ্রব্য উৎপাদন হতো না। তারপরে মানব সভ্যতা বিলীন হয়ে যেত।

কেননা সূর্যের শক্তি দ্বারা আমাদের খাদ্যদ্রব্য উৎপাদিত হয়ে থাকে, ঠিক ততটুকুই বিদ্যুৎ উৎপাদনে বিশাল ভূমিকা রাখে। এই বিদ্যুৎ আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কেউ বাসা- বাড়িতে, হসপিটালে, কারখানা, শিল্প প্রতিষ্ঠানে ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করে থাকি।

একবার ভাবুন পৃথিবীতে যদি সূর্য শক্তি না থাকতো মানুষ এবং গবাদি পশু গাছপালা কিছুই অস্তিত্ব থাকত না। কারণ পৃথিবীতে শুধু বরফের অস্তিত্বই তখন থাকতো,,,, কারণ পৃথিবীতে নিম্ন তাপমাত্রার কারণে, অন্যান্য গ্রহ থেকে বরফ বৃষ্টি হতো।

যার কারণে পৃথিবীতে কোন গাছপালা, মানুষ, জীবজন্তু এগুলোর অস্তিত্ব ধীরে ধীরে পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। এখানে মানুষ সভ্যতার বসবাসের জন্য অনুপযোগী হয়ে যেত।

received_1287919202136525.jpeg

সূর্যের শক্তির কারণে আমরা পৃথিবীতে দিন এবং রাত্রির অনুভব বুঝতে পারি। দিনের বেলা আমরা সুন্দর একটি আলোকৃত দিন উপভোগ করতে পারি।

আর রাত্রিবেলা অন্ধকারছন্ন একটি রাত আমরা দেখতে পাই,,,,,দিন এবং রাত কি মাধ্যমে হয় তা আমার এবং আপনাদের সবার জানা।

সূর্য থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে। সূর্য আমরা সঠিক সময়ে দেখতে পাই পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়। এ থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে, তা হলো সূর্য সঠিক সময়ে উদিত হয় এবং সঠিক সময় অস্ত যায়।

received_206004948808560.jpeg

এ থেকে আমরা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা সময়ের গুরুত্ব দেওয়া। আমরা অনেকেই সময়কে গুরুত্ব দিতে জানি না। যার কারনে জীবন থেকে আমরা সময়কে গুরুত্ব দেওয়ার অভাবে অনেক কিছু হারিয়ে ফেলি।

এছাড়া ও সূর্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন এই সু-বিশাল আসমান বা আকাশ যাই বলি না কেনো,,,এখানে সুধ সূর্য একাই রাজত্ব করে না কখনো কখনো ঘন- কালো মেঘ ☁ সারা আকাশ ছেয়ে নেয়,,, তখন সমগ্র সূর্য অন্ধকারে ঠেকে যায়।

কিন্তু এই অন্ধকার মেঘা ছন্ন আকাশ বেসি সময় ঢেকে রাখতে পারে না,,,,কারন সূর্য তার নিদিষ্ট সময়ে অন্ধকার আকাশকে আলোকৃত করে, এটাই প্রমাণ করে যে বিপদ সারাক্ষণ আমাদের মাঝে থাকবে না। শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য এবং ধৈর্য ধারন করতে হবে,,,,,

received_240638885207648.jpeg

তবেই সূর্য্যযের ন্যায় আলোকৃতি জীবন ধারন করতে পারবো। অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য বুঝতে পারি না,,,ঠিক সময় থাকতে আমরা সময়ের মূল্য দিতে জানি না,,,,

বন্ধুরা আমি কিছু প্রকৃতির মাঝে সূর্যের লুকোচুরি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি,,,,এই ছবি গুলো আমার নিজের মুঠো ফোনে তোলা কেমন হয়েছে,, আপনারা সবাই আপনাদের মন্তব্য করে যানাবেন আশা করি।

সম্মানিত পাঠকগন আমার এই ব্লগ আমি এখানেই শেষ করবো,,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই আশা করি। আসসালামু আলাইকুম,,,

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@shahinalam12
Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Loading...
 last year 

ঠিকই বলেছেন ভাই অন্ধকার থাকলেই তবে আমরা আলোর গুরুত্ব খুজা শুরু করে দিয়ে থাকি ৷ অন্ধকারের মধ্যেও আমরা লাইট বা বাতি জ্বালিয়ে থাকি ৷ শুধু মাত্র একটি আলোর সন্ধানের জন্য ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো ৷

#miwcc

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই,,,, আমাদের এই অন্ধকার থেকে আলোতে আসতে প্রয়োজন সততা, ন্যায় নিষ্ঠা , উত্তম আচরণ, সত সাহস ধৈর্য ইত্যাদি,,,, এগুলো বৈশিষ্ট্য সম্পন্ন কোন ব্যক্তি থাকলেই কেবল অন্ধকার থেকে আলোতে প্রবেশ করতে পারবে।

 last year 

সূর্যকে শুধু কাজে ব্যবহার করি এমন টা নয়, সূর্য আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, সৌরশক্তি না থাকলে আমরা পৃথিবীতে, মাত্র কয়েকদিন বেঁচে থাকতে পারতাম,,,,কারণ খাদ্যদ্রব্য উৎপাদন হতো না। তারপরে মানব সভ্যতা বিলীন হয়ে যেত।

আপনি একদম ঠিক বলেছেন, সূর্য যদি আমাদের এই পৃথিবীতে না থাকতো। তাহলে আমরা এই পৃথিবীতে মাত্র গোটা কয়েকদিন বেঁচে থাকতাম। অথবা আমাদের বেঁচে থাকাটাই দুঃসাহিত্যকর ব্যাপার হয়ে যেত। বিশেষ করে আমরা যে সকল খাদ্য গ্রহণ করে থাকি। সেগুলো কোন কিছুই এ পৃথিবীতে উৎপাদন হতো না।

সূর্য থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে। সূর্য আমরা সঠিক সময়ে দেখতে পাই পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়। এ থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে, তা হলো সূর্য সঠিক সময়ে উদিত হয় এবং সঠিক সময় অস্ত যায়।

সূর্যের একটা নিয়ম আছে। সূর্য প্রকৃতির নিয়ম অনুসারেই চলাফেরা করে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করা। প্রকৃতি যেমন তার নিয়ম অনুসারে চলে। আমাদেরকে আমাদের জীবনে নিয়ম গুলো অনুসরণ করা।

সূর্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা হয়তোবা আমরা কখনো উপলব্ধি করি, আবার কখনো উপলব্ধি করতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা।

ওই যে একটা কথা আছে, "দুঃখ আছে বলেই সুখের এত দাম, অন্ধকার আছে বলেই আলোর এত দাম" কথাটা আমাদের ভুলে গেলে চলবে না! তবে আর একটা কথাও মাথায় রাখতে হবে। আমরা সূর্যের কাছে ঋণী, সৃষ্টিকর্তা আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছে, তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটা বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

জি আপু সূর্য তার প্রকৃতির নিয়ম অনুযায়ী চলাফেরা করে, আর আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা উচিত যে সূর্য তার সময়কে সে ঠিকই কাজে লাগায়,,,,কিন্তু আমরা মানুষ সব কিছু বুঝি কিন্তু মানি না।
যার কারণে আমাদের সময়ে সঠিক ব্যবহার করতে পারি না,,,,আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে,,,,,
আপনাকে ধন্যবাদ আপু অনেক মূল্যবান কথা বললছেন,,, আপনার জন্য ও শুভ কামনা,, দোয়া রইল।

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66945.54
ETH 3515.79
USDT 1.00
SBD 2.71