You are viewing a single comment's thread from:

RE: অন্ধকার থাকলেই কেবল আলোর গুরুত্ব বুঝতে পাই।

in Incredible Indialast year

সূর্যকে শুধু কাজে ব্যবহার করি এমন টা নয়, সূর্য আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, সৌরশক্তি না থাকলে আমরা পৃথিবীতে, মাত্র কয়েকদিন বেঁচে থাকতে পারতাম,,,,কারণ খাদ্যদ্রব্য উৎপাদন হতো না। তারপরে মানব সভ্যতা বিলীন হয়ে যেত।

আপনি একদম ঠিক বলেছেন, সূর্য যদি আমাদের এই পৃথিবীতে না থাকতো। তাহলে আমরা এই পৃথিবীতে মাত্র গোটা কয়েকদিন বেঁচে থাকতাম। অথবা আমাদের বেঁচে থাকাটাই দুঃসাহিত্যকর ব্যাপার হয়ে যেত। বিশেষ করে আমরা যে সকল খাদ্য গ্রহণ করে থাকি। সেগুলো কোন কিছুই এ পৃথিবীতে উৎপাদন হতো না।

সূর্য থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে। সূর্য আমরা সঠিক সময়ে দেখতে পাই পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়। এ থেকে আমাদের বেশ কিছু শিক্ষনীয় বিষয় আছে, তা হলো সূর্য সঠিক সময়ে উদিত হয় এবং সঠিক সময় অস্ত যায়।

সূর্যের একটা নিয়ম আছে। সূর্য প্রকৃতির নিয়ম অনুসারেই চলাফেরা করে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করা। প্রকৃতি যেমন তার নিয়ম অনুসারে চলে। আমাদেরকে আমাদের জীবনে নিয়ম গুলো অনুসরণ করা।

সূর্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা হয়তোবা আমরা কখনো উপলব্ধি করি, আবার কখনো উপলব্ধি করতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা।

ওই যে একটা কথা আছে, "দুঃখ আছে বলেই সুখের এত দাম, অন্ধকার আছে বলেই আলোর এত দাম" কথাটা আমাদের ভুলে গেলে চলবে না! তবে আর একটা কথাও মাথায় রাখতে হবে। আমরা সূর্যের কাছে ঋণী, সৃষ্টিকর্তা আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছে, তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান একটা বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Sort:  
 last year 

জি আপু সূর্য তার প্রকৃতির নিয়ম অনুযায়ী চলাফেরা করে, আর আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা উচিত যে সূর্য তার সময়কে সে ঠিকই কাজে লাগায়,,,,কিন্তু আমরা মানুষ সব কিছু বুঝি কিন্তু মানি না।
যার কারণে আমাদের সময়ে সঠিক ব্যবহার করতে পারি না,,,,আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে,,,,,
আপনাকে ধন্যবাদ আপু অনেক মূল্যবান কথা বললছেন,,, আপনার জন্য ও শুভ কামনা,, দোয়া রইল।

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66709.93
ETH 3505.67
USDT 1.00
SBD 2.71